শুভব্রত মুখার্জি: বিশ্ব জুড়ে ক্রিকেট খেলাকে ছড়িয়ে দিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আর এই লক্ষ্যেই আসন্ন টি-২০ বিশ্বকাপের আসর যৌথ ভাবে আয়োজন করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্র। এমন কী ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকাকে। নিউইয়র্কে নয়া স্টেডিয়াম তৈরি হচ্ছে এই ম্যাচ আয়োজনের জন্য। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ইতিমধ্যেই কোটি কোটি টাকায় বিকোচ্ছে টিকিট। বিরাট কোহলি, বাবর আজম, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদিদের দেখতে মুখিয়ে রয়েছেন আমেরিকার ক্রিকেট ভক্তরা। এমন আবহেই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে লেখা হয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে নাও খেলতে পারেন বিরাট কোহলি। বিষয়টি জানার পর রীতিমতো চমকে উঠেছেন প্রাক্তন তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর স্পষ্ট বক্তব্য, বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপে খেলবেন না, এটা সত্যি হতে পারে না। কারণ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ বিরাট কোহলি।
আরও পড়ুন: রোহিত আলাদা মাপের মানুষ, দয়ালু হৃদয়ের, স্বার্থপর সমাজে ও বিরল- অধিনায়ককে নিয়ে কেন এমন বললেন অশ্বিন?
স্পোর্টসক্রীড়ার তরফে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে মঙ্গলবার। যেখানে লেখা হয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে নাও খেলতে পারেন বিরাট কোহলি। কারণ হিসেবে বলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার ২২ গজ খুব স্লো। এই উইকেটে বিরাটের মতন ব্যাটারের স্ট্রোক প্লে-তে সমস্যা হতে পারে। স্ট্রাইক রোটেট করতে সমস্যা হতে পারে। আর সেই কারণেই নাকি বিরাট আসন্ন টি-২০ বিশ্বকাপে নাও খেলতে পারেন। এই পোস্টটি এক্স হ্যান্ডেলে রিটুইট করেছেন স্টুয়ার্ট ব্রড। সঙ্গে তিনি লিখেছেন, ‘এটা (বিরাটের না খেলা) কখনও সত্যি হতে পারে না। একজন ক্রিকেটের সমর্থক হিসেবে বলছি, ক্রিকেট খেলাকে ছড়িয়ে দিতে আইসিসি আমেরিকাতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করছে। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হবে নিউ ইয়র্কে। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আকর্ষণ বিরাট কোহলি। আমি নিশ্চিত, এই বিশ্বকাপে খেলতে ওকে নির্বাচন করা হবে।’
আগামী ২ জুন থেকে শুরু হবে এই টি-২০ বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। সব কিছু ঠিকঠাক চললে গত ওডিআই বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিষয়টি আগেই নিশ্চিত করে দিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। যদিও এই টু্র্নামেন্টে বিরাট কোহলি আদৌ খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে ভারত শেষ বার আইসিসি ট্রফি জিতেছিল। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আর আইসিসি ট্রফি জেতার স্বাদ পায়নি ভারতীয় দল। ফলে এবার সেই খরা কাটাতে মরিয়া ভারতীয় দল। সেই কারণে হয়তো নির্বাচকেরা কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষজ্ঞদের মতে টি-২০ ফর্ম্যাটে বিরাট কোহলি খুব একটা ভালো ফর্মে নেই। তবে যদি আসন্ন আইপিএলে বিরাট কোহলি আরসিবি-র হয়ে ভালো পারফরম্যান্স করেন, তবে ছবি অনেকটাই বদলে যেতে পারে। বর্তমানে ছুটিতে রয়েছেন বিরাট। আপাতত তিনি তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের আগে থেকেই পরিবারের সঙ্গে রয়েছেন।