IPL 2024-এর ২২ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে তৈরি কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের মধ্যে সংঘর্ষের জন্য ভক্তরা অপেক্ষা করছেন। ধোনি চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক এবং এখনও খেলছেন। একই সময়ে, কেকেআর-এর মেন্টরের দায়িত্ব নিয়েছে গৌতম গম্ভীর। মাঠের বাইরে থেকে কৌশল তৈরির কাজ করছেন তিনি। তবে গম্ভীরের গলায় খুব কমই ধোনির প্রশংসা শোনা গিয়েছে। তবে সোমবারের ম্যাচের আগে গম্ভীরের গলায় ধোনির প্রশংসা শোনা গেল।
আরও পড়ুন… UAE-তে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া খেলোয়াড়কে পাকিস্তান দলে জায়গা দিতে পারে PCB
মাহির প্রশংসা করলেন গম্ভীর
মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর আইপিএলে তাদের নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, তবে সোমবার উভয়েই একে অপরের মুখোমুখি হবেন ভিন্ন ভূমিকায়। ধোনির নেতৃত্বে চেন্নাই জিতেছে ৫টি শিরোপা। অন্যদিকে কেকেআরকে দুবার চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। চেন্নাই ম্যাচের আগে ধোনির প্রতি গম্ভীরের ভালোবাসা জেগে উঠেছে। আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় তিনি মাহির প্রচুর প্রশংসা করেছেন।
আরও পড়ুন… T20 World Cup 2024: শামির জায়গায় ভারতীয় দলের তৃতীয় পেসার হবেন কে? ভেসে উঠল মায়াঙ্কের নাম
'বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা সবই থাকবে'
মহেন্দ্র সিং ধোনিকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বর্ণনা করেছেন গৌতম গম্ভীর। কেকেআর মেন্টর বলেছেন, ‘আমি জিততে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি আমার বুদ্ধির উপর ভরসা করি। এই ম্যাচে আমাদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা সবই থাকবে। যখন মাঠে থাকি, তখন আমি কেকেআরের অধিনায়কত্ব করি এবং সে সিএসকেকে অধিনায়ক করে। আপনি যদি তাকেও এই প্রশ্ন করেন, তিনি একই উত্তর দেবেন। ধোনি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। আমি মনে করি না কেউ সেই স্তরে পৌঁছাতে পারবে।’
আরও পড়ুন… ভিডিয়ো: ভাগ্য খারাপ হলে এমনই হয়! ব্যাট ভাঙল, ওই বলেই ক্যাচ আউট হলেন শাহিদ আফ্রিদি
৩টি আইসিসি ট্রফি জেতা সহজ নয়: গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর আরও বলেছেন, ‘৩টি আইসিসি ট্রফি জেতা...লোকেরা বিদেশের মাঠে গিয়ে জিততে পারে, তারা যতটা টেস্ট ম্যাচ জিততে পারে, কিন্তু তিনটি আইসিসি-র শিরোপা জেতাটা সহজ হতে পারে না। আমি সবসময় আইপিএলে তার বিরুদ্ধে খেলাটা উপভোগ করি, কারণ কৌশলের ক্ষেত্রে তাকে হারানো যায় না। তিনি কৌশল তৈরিতে খুব পারদর্শী। স্পিনারদের বিরুদ্ধে কীভাবে রান করতে হয় এবং স্পিনারদের বিরুদ্ধে কী ধরনের ফিল্ড সেট করতে হয় তা তিনি জানেন। এজন্য তিনি কখনও হাল ছাড়েন না। সে ছয় বা সাত নম্বরে ব্যাট করে এবং আমরা জানি সে যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ সে ম্যাচ শেষ করতে পারবে।’