মহাতারকা হয়েও মহেন্দ্র সিং ধোনি মাটির মানুষ। অতীতে বারবার বোঝা গিয়েছে সেটি। আইপিএল ২০২৪-এর আগে আরও একবার বোঝা গেল, কেন চেন্নাই সুপার কিংসের ঘরের লোক ধোনি। ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেনন ক্রিকেটার তথা ক্যাপ্টেন হিসেবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধোনি এখন যথার্থই সিএসকের অভিভাবক।
চেন্নাই সুপার কিংস শ্রীনিবাসনের মালিকানাধীন দল হতে পরে, তবে প্রকৃতপক্ষে দলের বস হলেন ধোনি। দল গড়া থেকে ম্যাচ পরিচালনা, সব সিদ্ধান্তই নেন মাহি। সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফে বারবার জানানো হয়েছে যে, ধোনি যা ভালো মনে করেন, সেটাই হয় সুপার কিংসে।
আইপিএল ২০২৪-এর আগে ধোনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান স্বেচ্ছ্বায়। তিনি দায়িত্ব তুলে দেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। ধোনির মহানুভবতার সঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অতি পরিচিত। এবার মাহির আচরণ ফের মোহিত করল অনুরাগীদের।
চিপকে আরসিবির বিরুদ্ধে আইপিএল অভিযান শুরুর আগে ধোনিকে এমন একটি কাজ করতে দেখা যায়, যাতে বোঝা যায় যে, এত বড় ক্রিকেটার হয়েও বিন্দুমাত্র ইগো নেই তাঁর। প্র্যাক্টিসের শেষে দলের সাপোর্ট স্টাফরা যখন মাঠ থেকে সরঞ্জাম সরিয়ে নিতে ব্যস্ত, ধোনিকে দেখা যায় সাপোর্ট স্টাফদের সঙ্গে সেই কাজে হাত লাগাতে। মাঠ থেকে বরফ ও জল রাখার বাক্স বার করতে মাহি সাহায্য করেন সাপোর্ট স্টাফদের। স্বাভাবিকভাবেই এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে।
মহেন্দ্র সিং ধোনি সব টুর্নামেন্ট মিলিয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত ২৪৪টি ম্যাচে মাঠে নেমেছেন। তিনি আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে সিএসকের জার্সিতে মোট ২১৪টি ইনিংসে ব্যাট করতে নামেন। সেই ২১৪টি ইনিংসে ধোনি সংগ্রহ করেন সাকুল্যে ৪৯৫৭ রান। কোনও সেঞ্চুরি না করলেও তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ২৩টি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে মোট ৩৪৪টি চার ও ২৩৫টি ছক্কা মেরেছেন ধোনি।
সব টুর্নামেন্ট মিলিয়ে চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ধোনি। কেবলমাত্র সুরেশ রায়না চেন্নাইয়ের জার্সিতে ধোনির থেকে বেশি রান সংগ্রহ করেছেন। সিএসকের হয়ে ২০০টি ম্যাচের ১৯৫টি ইনিংসে ব্যাট করে ৫৫২৯ রান সংগ্রহ করেছেন রায়না। সিএসকের হয়ে রায়না সেঞ্চুরি করেছেন ২টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৩৮টি। সুরেশ রায়না সিএসকের হয়ে ব্যাট করতে নেমে সাকুল্যে ৪৯৪টি চার ও ২১৯টি ছক্কা মেরেছেন।