জীবনের কি সেরা ক্যাচটা ধরে ফেললেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) তারকা মাথিশা পাথিরানা? সেটার সম্ভাবনাই প্রবল। কারণ রবিবার ভাইজাগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি যে ক্যাচটা ধরলেন, সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। শূন্যে ভেসে এক হাত দিয়ে অবিশ্বাস্য ক্যাচ নেন। ক্যাচটা এতটাই দুর্ধর্ষ ছিল যে যদি সুপারম্যান বলে কেউ থাকতেন, তাহলে তিনিও গর্ববোধ করতেন। স্বভাবতই সেই ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হতবাক হয়ে নেটিজেনরা বলতে শুরু করেছেন যে ‘হোয়্যাট আ ক্যাচ।’
ঠিক কীভাবে ক্যাচটা ধরেছেন পাথিরানা?
রবিবার ভাইজাগে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ'রা। তাঁদের জুটিতে ৯.২ ওভারে ৯৩ রানে তুলে ফেলে দিল্লি। দশম ওভারে মুস্তাফিজুর রহমানের তৃতীয় বলে একেবারে টি-টোয়েন্টি মার্কা শট মারতে যান ওয়ার্নার। ঢিমেগতির বলটা ফুল লেংথের বলে রিভার্স স্কুপ খেলেন। ৩০ গজের বৃত্তের মাথায় দাঁড়িয়ে থাকা পাথিরানার পাশ দিয়ে বলটা বাউন্ডারিতে পাঠানোর পরিকল্পনা করেন। শটটাও ঠিকমতো খেলেন ওয়ার্নার।
আরও পড়ুন: পরিচয় লুকিয়ে অটোয় উঠে ভাড়া নিয়ে দরকষাকষি গুরবাজের, চালকের মানবিকতায় আপ্লুত KKR তারকা- ভিডিয়ো
কিন্তু কিন্তু পাথিরানা যেন রবিবার নিজেকে ছাপিয়ে যান। নিজের ডানদিকে ঝাঁপিয়ে পড়ে শূন্যে ভেসে এক হাতে বলটা ধরে নেন শ্রীলঙ্কার পেসার। মাঠে পড়লেও হাত থেকে বলটা বেরিয়ে যায়নি। আর সেই ক্যাচটা দেখে হতবাক হয়ে যান অস্ট্রেলিয়ার তারকা ওয়ার্নার। কোমরে হাত দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। তারপর ড্রেসিংরুমের দিকে হেঁটে যেতে থাকেন। ততক্ষণে পাথিরানার দিকে এগিয়ে যেতে থাকেন চেন্নাইয়ের অন্যান্য খেলোয়াড়রা। হাততালি দিতে-দিতে তাঁর দিকে এগিয়ে যান মহেন্দ্র সিং ধোনিও।
শুধু ওয়ার্নার বা ধোনি নন, পাথিরানার ক্যাচ দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরাও। এক নেটিজেন বলেন, 'অবিশ্বাস্য ক্যাচ নিলেন মাথিশা পাথিরানা। হোয়্যাট আ ক্যাচ। আপনি এরকম করতে পারেন না পাথিরানা, এরকম করতে পারেন। এটা অবিশ্বাস্য। যেভাবে ডেভিড ওয়ার্নার খেলছিলেন, তাতে তাঁকে আউট করার জন্য এরকমও অবিশ্বাস্য কোনও কাজ করতে হত।' একইসুরে অপর এক নেটিজেন বলেন যে ‘আজ যেভাবে ব্যাটিং করছিলেন ডেভিড ওয়ার্নার, তাঁকে আটকানোর এটাই একমাত্র উপায় ছিল।’
আরও পড়ুন: IPL 2024: বিশেষভাবে সক্ষম ভক্তের প্রতি ধোনির ব্যবহার মন জিতল সকলের, ভাইরাল হল ভিডিয়ো
এক নেটিজেন তো আবার বলেন, 'এটা ২০২৪ সালের আইপিএলের সেরা ক্যাচ।' আর সেটা বলে একেবারেই ভুল করেননি ওই নেটিজেন। কারণ ক্যাচটা একেবারে অবিশ্বাস্য ছিল। আর সেই ক্যাচটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নাহলে রবিবার যেভাবে ওয়ার্নার খেলছিলেন, তাতে তিনি তখন আউট না হলে অনায়াসে ২২০ রানের গণ্ডি পেরিয়ে যেত দিল্লি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯১ রান তুলেছে।