বিশ্ব জুড়েই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কোটি কোটি ভক্ত রয়েছে। এমন কী টেনিসের তারকা প্লেয়ার নোভক জোকোভিচও বিরাট কোহলির বড় ভক্ত। তিনি কোহলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এ কথাও জোকার জানিয়ে দিয়েছেন যে, মাঝেমাঝেই কোহলির সঙ্গে মেসেজ আদানপ্রদানও হয় তাঁর। তবে এখনও পর্যন্ত দু'জনের মুখোমুখি দেখা করার সুযোগ হয়নি।
ভারতের প্রাক্তন টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মনের সঙ্গে কথা বলার সময়ে জোকোভিচ বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই বিরাট কোহলি এবং আমি একে অপরকে বার্তা পাঠাই। তবে এখনও পর্যন্ত মুখোমুখি দেখা হওয়ার সুযোগ হয়নি। কিন্তু আমার সম্পর্কে কোহলি যে ভালো ভালো কথা বলেছে, এটা শুনেই গর্ববোধ করছি। ওর ক্যারিয়ার এবং যা কিছু অর্জন করেছে তাকে আমি সম্মান করি।’
সার্বিয়ার টেনিস তারকা নোভক জোকোভিচ অবশ্য মরিয়া কোহলির সঙ্গে দেখা করতে। দেখা না হওয়াটাই তাঁর কাছে আফসোসের বিষয়। তিনি বলেছেন, ‘আমি বহু বছর ধরে এটি অনুভব করেছি। আমি প্রায় ১০ বা ১১ বছর আগে নয়া দিল্লিতে দু'দিনের প্রদর্শনী অনুষ্ঠানের জন্য মাত্র এক বার ভারতে গিয়েছিলাম। এটি একটি ঝটিকা সফর ছিল। তবে আমি আশা করছি, ভারতের এত ইতিহাস, এত সংস্কৃতি রয়েছে, সেই সব খোঁজার জন্য ফের যাব। সচিন, বিরাট এবং আরও অনেকের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে।’
জোকোভিচ জানিয়েছেন, কোনও দিন ভারতে এলে, তার আগে ক্রিকেট খেলাটা একটু ভালো করে শিখে নেবেন তিনি, যাতে লজ্জায় না পড়তে হয়। তিনি বলেওছেন, ‘আমি ক্রিকেট খেলা শুরু করেছি। কিন্তু খুব ভালa খেলতে পারি না। অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলা খুব বড় মাপের। ভারতে তো বটেই। ধরে নিন, ভারতে যাওয়ার আগে আমি নিজের ক্রিকেট খেলাটা আরও ভালa করে নেব। গিয়ে যাতে লজ্জায় না পড়ি।’
একই সঙ্গে নোভাক জোকোভিচের একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে নোভক জোকোভিচকে অভিজ্ঞ অজি ক্রিকেটার স্টিভ স্মিথের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। এটি প্রকাশ্যে আসতেই হুহু করে ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেন জিততে মরিয়া জোকারের রবিবার প্রথম রাউন্ডে প্রতিপক্ষ কোয়ালিফায়ার দিনো প্রিজিমিচ। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতার লক্ষ্যে নামছেন জোকোভিচ। তার আগে কব্জির ব্যথা নিয়ে একটু চিন্তিত তিনি।