অনেক সময়ই উইকেট তুলে নেওয়ার পর কিংবা ম্যাচ জয়ের পর ক্যারিবিয়ান ক্রিকেটারদের বিভিন্ন ভাবে মজাদার সেলিব্রেশন করতে দেখা দেখা যায়। যার জন্য তারা ভাইরালও হয়ে যান। ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, পোলার্ডদের সেলিব্রেশন যা গোটা ক্রিকেট বিশ্ব দেখেছেন। এবার আরও এক ক্যারিবিয়ান ক্রিকেটারের মজার সেলিব্রেশন দেখল বিশ্ব ক্রিকেট।
ঘটনার সূত্রপাত ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের এলিমিনেটর ম্যাচে। সেখানে মুখোমুখি হয় সেন্ট লুসিয়া কিংস এবং জামাইকা। আর সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া। প্রথমে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। দুর্দান্ত ব্যাটিং করেন রোস্টন চেস। ৩৬ বলে ৪০ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়া আর কেউ সেই ভাবে বড় রান করতেই পারেননি।
তবে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন জামাইকার বোলার ফ্যাবিয়ান অ্যালেন। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাঁর এই বোলিং দাপটেই সেন্ট লুসিয়া মাত্র ১২৫ রানে শেষ হয়ে যায়। তবে এদিন সিকন্দর রাজাকে বোল্ড করে দেন। অ্যালেনের বলে ছক্কা মারতে যান রাজা। বল ব্যাটে না লাগায় বোল্ড হয়ে যান তিনি। আর তারপরই সেলিব্রেশনে মজে যান অ্যালেন। ক্যারিবিয়ান তারকার সেই সেলিব্রেশন এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ক্যারিবিয়ান ক্রিকেটারদের সেলিব্রেশন নতুন কিছু নয়। বিশ্ব ক্রিকেট এর আগেও দেখেছে। তবে এবার একেবারেই নতুন ধরণের এক সেলিব্রেশন দেখল গোটা ক্রিকেট বিশ্ব। ক্যারিবিয়ান ক্রিকেটাররা মাঝে মধ্যেই মাঠে এমন কিছু করে বসেন তাঁর জন্য সংবাদ শিরোনামে চলে আসেন। এবারও ঠিক তাই ঘটে।
১২৬ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে মাত্র ১৭.২ ওভারেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় জামাইকা। দুর্দান্ত ব্যাটিং করেন ব্র্যান্ডন কিং। ১৯ বলে করেন ৩০ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও অ্যালেক্স হেলস ২৪ রান করে দলকে জয়ের দিকে এগিয়ে দেন। তবে একাবের শেষের দিকে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেইফার। ৩২ বলে ৩০ রানের একটা ইনিংস খেলেন। মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য সেই রান তুলে নেয় জামাইকা।