আইপিএলের আগে চোট সারিয়ে মাঠে ফিরলেও হার্দিক পান্ডিয়া কামব্যাক টুর্নামেন্টে চমকপ্রদ পারর্ম্যান্স উপহার দিতে পারলেন না। এমনকি নিজের দলকে সেমিফাইনালে তুলতেও ব্যর্থ হন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার। ডিওয়াই পাতিল টি-২০ কাপের কোয়ার্টার ফাইনালে দাদা ক্রুণাল পান্ডিয়ার দলের কাছে পরাজিত হয় ভাই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন রিলায়েন্স-ওয়ান দল।
অপর কোয়ার্টার ফাইনালে দুরন্ত পারফর্ম্যান্স মেলে ধরেন যুজবেন্দ্র চাহাল ও ইশান পোড়েল। ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলেন মহীপাল লোমরোর। ম্যাচে জয় বিস্তার নেতৃত্বাধীন জৈন ইরিগেশনকে হারিয়ে দেয় মহীপালের ইনকাম ট্যাক্স।
রিলায়েন্স ওয়ান বনাম ডিওয়াই পাতিল রেড কোয়ার্টার ফাইনাল:-
ডিওয়াই পাতিল রেড দলের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স ওয়ান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বিষ্ণু বিনোদ ৪০ বলে ৭৯ রানের মারকাটারি ইনিংস খেলেন। তিনি ৯টি চার ও ৪টি ছক্কা মারেন। হার্দিক পান্ডিয়া ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৭ রানের যোগদান রাখেন।
নেহাল ওয়াধেরা ১৩ বলে ১৮ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। পীযূষ চাওলা ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। ডিওয়াই পাতিল রেড দলের হয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। ক্রুণাল পান্ডিয়া ১টি উইকেট পেলেও ৪ ওভারে ৫৩ রান খরচ করেন। নীতীশ রানা ৩ ওভারে ২৪ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।
পালটা ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল রেড দল ১৯.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে ডিওয়াই পাতিল রেড দল। আমন খান ২৬ বলে ৪০ রান করেন। মারেন ৬টি চার। ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন আবদুল সামাদ। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।
ক্রুণাল পান্ডিয়া ১৫ বলে ২১ রান করেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। নীতীশ রানা ৯ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। হার্দিক ৪ ওভারে ২৮ রান খরচ করেও উইকেট পাননি। পীযূষ চাওলা ৩ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন।
জৈন ইরিগেশনকে বনাম ইনকাম ট্যাক্স কোয়ার্টার ফাইনাল:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইনকাম ট্যাক্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ৩৩ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন মহীপাল লোমরোর। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। শেল্ডন জ্যাকসন ১৯ বলে ২৮ রান করেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। সাইরাজ পাতিল ৪ ওভারে ৩৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে জৈন ইরিগেশন ১৩.২ ওভারে ৮৩ রানে অল-আউট হয়ে যায়। ১২২ রানে ম্যাচ জেতে ইনকাম ট্যাক্স। সচিন ধাস মাত্র ৪ রান করে মাঠ ছাড়েন। যুজবেন্দ্র চাহাল ৩.২ ওভারে ১৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ২ ওভারে ১০ রান খরচ করে ৩টি উইকেট নেন ইশান পোড়েল।