বাংলা নিউজ > ক্রিকেট > DY Patil T20 Cup 2024: হার্দিক-ক্রুণালের সম্মুখসমরে হার মানলেন ছোটভাই, বল হাতে ফের চমক যুজবেন্দ্র চাহালের

DY Patil T20 Cup 2024: হার্দিক-ক্রুণালের সম্মুখসমরে হার মানলেন ছোটভাই, বল হাতে ফের চমক যুজবেন্দ্র চাহালের

কোয়ার্টার ফাইনালে হার হার্দিকদের। ছবি- হার্দিক পান্ডিয়া টুইটার।

DY Patil T20 Cup 2024: দাদা ক্রুণাল পান্ডিয়ার দলের কাছে ডিওয়াই পাতিল টি-২০ কাপের কোয়ার্টার ফাইনালে হার হার্দিকের দলের। শেষ আটের অপর ম্যাচে নজর কাড়লেন ইশান পোড়েল।

আইপিএলের আগে চোট সারিয়ে মাঠে ফিরলেও হার্দিক পান্ডিয়া কামব্যাক টুর্নামেন্টে চমকপ্রদ পারর্ম্যান্স উপহার দিতে পারলেন না। এমনকি নিজের দলকে সেমিফাইনালে তুলতেও ব্যর্থ হন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার। ডিওয়াই পাতিল টি-২০ কাপের কোয়ার্টার ফাইনালে দাদা ক্রুণাল পান্ডিয়ার দলের কাছে পরাজিত হয় ভাই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন রিলায়েন্স-ওয়ান দল।

অপর কোয়ার্টার ফাইনালে দুরন্ত পারফর্ম্যান্স মেলে ধরেন যুজবেন্দ্র চাহাল ও ইশান পোড়েল। ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলেন মহীপাল লোমরোর। ম্যাচে জয় বিস্তার নেতৃত্বাধীন জৈন ইরিগেশনকে হারিয়ে দেয় মহীপালের ইনকাম ট্যাক্স।

রিলায়েন্স ওয়ান বনাম ডিওয়াই পাতিল রেড কোয়ার্টার ফাইনাল:-

ডিওয়াই পাতিল রেড দলের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স ওয়ান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বিষ্ণু বিনোদ ৪০ বলে ৭৯ রানের মারকাটারি ইনিংস খেলেন। তিনি ৯টি চার ও ৪টি ছক্কা মারেন। হার্দিক পান্ডিয়া ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৭ রানের যোগদান রাখেন।

নেহাল ওয়াধেরা ১৩ বলে ১৮ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। পীযূষ চাওলা ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। ডিওয়াই পাতিল রেড দলের হয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। ক্রুণাল পান্ডিয়া ১টি উইকেট পেলেও ৪ ওভারে ৫৩ রান খরচ করেন। নীতীশ রানা ৩ ওভারে ২৪ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।

ধরমশালার ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে

পালটা ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল রেড দল ১৯.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে ডিওয়াই পাতিল রেড দল। আমন খান ২৬ বলে ৪০ রান করেন। মারেন ৬টি চার। ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন আবদুল সামাদ। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।

ক্রুণাল পান্ডিয়া ১৫ বলে ২১ রান করেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। নীতীশ রানা ৯ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। হার্দিক ৪ ওভারে ২৮ রান খরচ করেও উইকেট পাননি। পীযূষ চাওলা ৩ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন।

আরও পড়ুন:- Most Sixes In WTC: প্রথম ভারতীয় হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার হাফ-সেঞ্চুরি রোহিতের, স্টোকসের কৃতিত্বে থাবা

জৈন ইরিগেশনকে বনাম ইনকাম ট্যাক্স কোয়ার্টার ফাইনাল:-

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইনকাম ট্যাক্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ৩৩ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন মহীপাল লোমরোর। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। শেল্ডন জ্যাকসন ১৯ বলে ২৮ রান করেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। সাইরাজ পাতিল ৪ ওভারে ৩৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।

আরও পড়ুন:- AFG vs IRE 1st ODI: সেঞ্চুরি করেও ট্র্যাজিক হিরো হ্যারি, নাইট তারকা গুরবাজের ব্যাটে দাপুটে জয় আফগানদের

জবাবে ব্যাট করতে নেমে জৈন ইরিগেশন ১৩.২ ওভারে ৮৩ রানে অল-আউট হয়ে যায়। ১২২ রানে ম্যাচ জেতে ইনকাম ট্যাক্স। সচিন ধাস মাত্র ৪ রান করে মাঠ ছাড়েন। যুজবেন্দ্র চাহাল ৩.২ ওভারে ১৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ২ ওভারে ১০ রান খরচ করে ৩টি উইকেট নেন ইশান পোড়েল।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.