ধরমশালায় সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয়নি ভারতকে। তা সত্ত্বেও প্রথম দিনেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন রোহিত শর্মারা। দ্বিতীয় দিনেও একতরফা দাপট বজায় রাখে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে দেয় কুলদীপ-অশ্বিনের স্পিন জুটি। পালটা ব্যাট করতে নেমে রোহিত-যশস্বীর ওপেনিং জুটিই টিম ইন্ডিয়াকে শক্ত ভিতে বসিয়ে দেয়। সেই ভিতে বড়সড় ইমারত গড়ার লক্ষ্যে সফল ভারতীয় ব্যাটসম্যানরা। ধরমশালা টেস্টে ইতিমধ্যেই প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিয়েছেন রোহিত শর্মারা। সুতরাং, সিরিজের শেষ টেস্টে চূড়ান্ত বেকায়দায় দেখাচ্ছে বেন স্টোকসদের।
IND vs ENG 5th Test LIVE: দ্বিতীয় দিনের খেলা শেষ
ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৪৭৩ রান সংগ্রহ করে। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ২৫৫ রানের। কুলদীপ যাদব ৫৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার মেরেছেন। ৫৫ বলে ১৯ রান করে নট-আউট থাকেন জসপ্রীত বুমরাহ। তিনিও ২টি চার মেরেছেন। শোয়েব বশির ১৭০ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন।১২৬ রানে ২টি উইকেট নিয়েছেন টম হার্টলি। ১টি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।
IND vs ENG 5th Test LIVE: জীবনদান পেলেন কুলদীপ
১১৮.৩ ওভারে শোয়েব বশিরের বলে স্লিপে কুলদীপের ক্যাচ ছাড়েন বেন স্টোকস। ১১৯ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৮ উইকেটে ৪৭২ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ২৫৪ রানের। কুলদীপ ২৭ ও বুমরাহ ১৮ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: লড়াই জারি কুলদীপ-বুমরাহর
১১৬ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৮ উইকেটে ৪৬২ রান। সুতরাং, ভারতীয় দলের হাতে এখনই লিড রয়েছে ২৪৪ রানের। ৪৩ বলে ২৩ রান করেছেন কুলদীপ যাদব। মেরেছেন ১টি চার। ৪৩ বলে ১২ রান করেছেন জসপ্রীত বুমরাহ। তিনিও ১টি চার মেরেছেন।
IND vs ENG 5th Test LIVE: ৪৫০ ছুঁল ভারত
১০৯ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ৪৫০ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ২৩২ রানের। ২৫ বলে ১৭ রান করেছেন কুলদীপ যাদব। ১৯ বলে ৬ রান করেছেন জসপ্রীত বুমরাহ।
IND vs ENG 5th Test LIVE: হার্টলিকে বাউন্ডারি কুলদীপের
১০৫.২ ওভারে টম হার্টলির বলে অনবদ্য একটি চার মারেন কুলদীপ যাদব। ১০৬ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ৪৪১ রান। ১৯ বলে ১৩ রান করেছেন কুলদীপ যাদব। ৭ বলে ১ রান করেছেন জসপ্রীত বুমরাহ।
IND vs ENG 5th Test LIVE: শূন্য রানে আউট অশ্বিন
শততম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট রবিচন্দ্রন অশ্বিন। ১০১.৬ ওভারে টম হার্টলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অশ্বিন। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি রবিচন্দ্রন। ভারত ৪২৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ।
IND vs ENG 5th Test LIVE: হার্টলির শিকার জাদেজা
১০১.১ ওভারে টম হার্টলির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৫০ বলে ১৫ রান করেন রবীন্দ্র। তিনি কোনও বাউন্ডারি মারেননি। ভারত দলগত ৪২৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।
IND vs ENG 5th Test LIVE: ধ্রুব জুরেল আউট
১০০.৪ ওভারে শোয়েব বশিরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে বেন ডাকেটের হাতে ধরা পড়েন ধ্রুব জুরেল। ২৪ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৪২৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
IND vs ENG 5th Test LIVE: ভারতের লিড ছাড়াল ২০০
৯৮ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫ উইকেটে ৪২০ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ২০২ রানের। রবীন্দ্র জাদেজা ৩৬ বলে ৯ রান করেছেন। ধ্রুব জুরেল করেছেন ২১ বলে ১৪ রান। ২টি চার মেরেছেন জুরেল।
IND vs ENG 5th Test LIVE: দুরন্ত নজির রোহিত শর্মার
ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পথে রোহিত শর্মা অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করার নিরিখে তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়েন হিটম্যান। বিস্তারিত পড়ুন:- Most Hundreds In WTC: টেস্ট চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি সেঞ্চুরি, বাবরকে টপকে প্রথম পাঁচে রোহিত
IND vs ENG 5th Test LIVE: বশিরের তৃতীয় শিকার পাডিক্কাল
৯২.১ ওভারে শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দেবদূত পাডিক্কাল। সাজঘরে ফেরার আগে ১০৩ বলে ৬৫ রান করেন তিনি। মারেন ১০টি চার ও ১টি ছক্কা। ভারত ৪০৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল।
IND vs ENG 5th Test LIVE: ৪০০ ছুঁল ভারত
৯১তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৪০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৪০০ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ১৮২ রানের। ৬৩ রানে ব্যাট করছেন দেবদূত পাডিক্কাল। ৫ রান করেছেন রবীন্দ্র জাদেজা।
IND vs ENG 5th Test LIVE: টেস্ট অভিষেকেই হাফ-সেঞ্চুরি পাডিক্কালের
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দেবদূত পাডিক্কাল। ৮৬.১ ওভারে শোয়েব বশিরের বলে ছক্কা হাঁকিয়ে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। ৮৭ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৮৬ রান। পাডিক্কাল ৫২ ও জাদেজা ২ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: চায়ের বিরতির পরেই আউট সরফরাজ
চায়ের বিরতির পরে প্রথম বলেই আউট সরফরাজ খান। ৮৪.১ ওভারে শোয়েব বশিরের বলে জো রুটের হাতে ধরা পড়েন সরফরাজ। ৬০ বলে ৫৬ রান করেন তিনি। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। ভারত ৩৭৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
IND vs ENG 5th Test LIVE: দ্বিতীয় দিনের চায়ের বিরতি
দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৩৭৬ রান তুলেছে। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ১৫৮ রানের। ৫৯ বলে ৫৬ রান করেছেন সরফরাজ খান। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৭৭ বলে ৪৪ রান করেছেন দবদূত পাডিক্কাল। তিনি ৮টি চার মেরেছেন।
IND vs ENG 5th Test LIVE: ১৫০ ছাড়াল ভারতের লিড
৮২ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩৭০ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ১৫২ রানের। সরফরাজ খান ৫১ রানে ব্যাট করছেন। ৪৩ রানে ব্যাট করছেন দেবদূত পাডিক্কাল। ৬৯ বলের ইনিংসে ৮টি চার মেরেছেন দেবদূত।
IND vs ENG 5th Test LIVE: দাপুটে হাফ-সেঞ্চুরি সরফরাজের
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সরফরাজ খান। ৮১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৬৬ রান। সরফরাজ ৫১ ও পাডিক্কাল ৩৯ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ১৪৮ রানের।
IND vs ENG 5th Test LIVE: ৩৫০ টপকাল ভারত
৭৮তম ওভারে মার্ক উডের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সরফরাজ খান। প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫২ রান। সরফরাজ ৪৬ বলে ৪০ রান করেছেন। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। ৫৪ বলে ৩৬ রান করেছেন পাডিক্কাল। তিনি ৭টি চার মেরেছেন। ভারতের হাতে লিড রয়েছে ১৩৪ রানের।
IND vs ENG 5th Test LIVE: ভারতের লিড ছাড়াল ১০০
৭৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৩৯ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ১১১ রানের। ৪৮ বলে ৩৪ রান করেছেন দেবদূত পাডিক্কাল। তিনি ৭টি চার মেরেছেন। ৩৪ বলে ১৯ রান করেছেন সরফরাজ খান। তিনি ৩টি চার মেরেছেন।
IND vs ENG 5th Test LIVE: সরফরাজকে নিয়ে লড়াই জারি পাডিক্কালের
৭৩ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ৩১৬ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৯৮ রানের। দেবদূত পাডিক্কাল ৪১ বলে ৩২ রান করেছেন। তিনি ৭টি চার মেরেছেন। ২৯ বলে ৮ রান করেছেন সরফরাজ খান। তিনি ১টি চার মেরেছেন।
IND vs ENG 5th Test LIVE: ৩০০ টপকাল ভারত
৬৮তম ওভারে ভারত প্রথম ইনিংসে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৩০১ রান। দেবদূত পাডিক্কাল ১৮ ও সরফরাজ খান ৭ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: ইতিবাচক শুরু পাডিক্কালের
৬৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৯০ রান। ১৭ বলে ১৩ রান করেছেন দেবদূত পাডিক্কাল। তিনি ৩টি চার মেরেছেন। ৪ বলে ২ রান করেছেন সরফরাজ খান। ভারতের হাতে লিড রয়েছে ৭২ রানের।
IND vs ENG 5th Test LIVE: সাজঘরে ফিরলেন গিল
৬২.২ ওভারে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ১৫০ বলে ১১০ রান করেন তিনি। মারেন ১২টি চার ও ৫টি ছক্কা। ভারত ২৭৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সরফরাজ খান।
IND vs ENG 5th Test LIVE: বল হাতে নিয়েই রোহিতকে ফেরালেন স্টোকস
ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথমবার বল করতে আসেন বেন স্টোকস। তিনি নিজের প্রথম বলেই বোল্ড করেন রোহিত শর্মাকে। ৬১.১ ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার আগে রোহিত ১৬২ বলে ১০৩ রান করেন। তিনি ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ভারত ২৭৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দেবদূত পাডিক্কাল। তিনি ওভারের পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন। ৬২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৭৯ রান। টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৬১ রানের।
IND vs ENG 5th Test LIVE: দ্বিতীয় সেশনের খেলা শুরু
লাঞ্চের পরে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। ব্যাট করতে নামে রোহিত-গিল জুটি। বোলিং শুরু করেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ২টি চার মারেন গিল। ৬১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৭৫ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৫৭ রানের।
IND vs ENG 5th Test LIVE: দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি
দ্বিতীয় দিনের লাঞ্চে ভারত তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ২৬৪ রান তুলেছে। ১৬০ বলে ১০২ রান করেছেন রোহিত শর্মা। তিনি ১৩টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ১৪২ বলে ১০১ রান করেছেন শুভমন গিল। তিনি ১০টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। ভারতের হাতে লিড রয়েছে ৪৬ রানের।
IND vs ENG 5th Test LIVE: দুরন্ত শতরান শুভমন গিলের
১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। শুভমনের টেস্ট কেরিয়ারের এটি চতুর্থ শতরান। ৫৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২৬২ রান। ভারতের হাতে লিড রয়েছে ৪৪ রানের। রোহিত ১০১ ও গিল ১০০ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: অধিনায়কোচিত শতরান রোহিত শর্মার
১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। রোহিতের টেস্ট কেরিয়ারের এটি ১২ নম্বর সেঞ্চুরি। ৫৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৫৭ রান। রোহিত ১০০ ও গিল ৯৬ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: ভারতের লিড ২৩ রানের
৫৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৪১ রান। অর্থাৎ, ২৩ রানের লিড রয়েছে ভারতের হাতে। রোহিত শর্মা ৯২ রানে ব্যাট করছেন। ৮৮ রানে ব্যাট করছেন শুভমন গিল।
IND vs ENG 5th Test LIVE: লিড নেওয়া শুরু টিম ইন্ডিয়ার
৪৯তম ওভারে শোয়েব বশিরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ভারতকে প্রথম ইনিংসে লিড এনে দেন শুভমন গিল। ৫০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ২৩০ রান। অর্থাৎ, ভারত এগিয়ে ১২ রানে। রোহিত ৮৯ ও গিল ৮০ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: শতরানের দিকে এগোচ্ছেন রোহিত
৪৬ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২০৬ রান। রোহিত শর্মা ৮০ রানে ব্যাট করছেন। তিনি শতরানের দিকে এগিয়ে চলেছেন। শুভমন গিল ব্যাট করছেন ৬৫ রানে। ভারত পিছিয়ে রয়েছে মোটে ১২ রানে। আরও পড়ুন:- Most Sixes In WTC: প্রথম ভারতীয় হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছক্কার হাফ-সেঞ্চুরি রোহিতের, স্টোকসের কৃতিত্বে থাবা
IND vs ENG 5th Test LIVE: ২০০ টপকাল ভারত
৪৪তম ওভারে প্রথম ইনিংসে দলগত ২০০ রানের গণ্ডি টপকায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২০২ রান। ৭৬ রানে ব্যাট করছেন রোহিত শর্মা। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ৬৫ রানে অপরাজিত রয়েছেন শুভমন গিল। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
IND vs ENG 5th Test LIVE: হাফ-সেঞ্চুরি শুভমন গিলের
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শুভমন গিল। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৮৬ রান। ৫১ রানে ব্যাট করছেন গিল। ৭৪ রান করেছেন রোহিত শর্মা।
IND vs ENG 5th Test LIVE: জীবনদান পেলেন রোহিত
৩৬.৬ ওভারে শোয়েব বশিরের বলে লেগ স্লিপে রোহিত শর্মার ক্যাচ ধরতে পারেননি জ্যাক ক্রলি। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৭১ রান। রোহিত ৭২ ও গিল ৩৮ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: ১৫০ টপকাল ভারত
দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন শুভমন গিল। ১টি লেগ-বাই চার পায় ভারত। এই ওভারে ১৪ রান সংগ্রহ করে ভারত। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৬১ রান। রোহিত ৬৩ ও গিল ৩৭ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: বশিরকে আক্রমণ রোহিতের
দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে বল করতে আসেন শোয়েব বশির। প্রথম বলেই ছক্কা মারেন রোহিত শর্মা। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ওভারে ১০ রান ওঠে। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৪৭ রান। রোহিত ৬৩ ও গিল ২৭ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: দ্বিতীয় দিনের খেলা শুরু
ধরমশালা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু। ব্যাট হাতে মাঠে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার রোহিত শর্মা ও শুভমন গিল। ইংল্যান্ড স্পিনার শোয়েব বশিরকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করায়। দিনের প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে বল করতে আসেন জেমস অ্যান্ডারসন। সেই ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন গিল। ৩২ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ১৩৭ রান। রোহিত ৫৩ ও গিল ২৭ রানে ব্যাট করছেন।
IND vs ENG 5th Test LIVE: প্রথম দিনের স্কোর
ধরমশালার পঞ্চম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২১৮ রানে। ইংল্যান্ড ব্যাট করে সাকুল্যে ৫৭.৪ ওভার। জ্যাক ক্রলি ৭৯ রান করেন। কুলদীপ যাদব ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে। টিম ইন্ডিয়া সাকুল্যে ৩০ ওভার ব্যাট করে। ৫৭ রান করে আউট হন যশস্বী জসওয়াল। ৫২ রানে নট-আউট থাকেন রোহিত শর্মা। ২৬ রানে অপরাজিত থাকেন শুভমন গিল। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে ৮৩ রানে পিছিয়ে থাকে ভারত।