আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার এই ২৬ বছর বয়সি অলরাউন্ডার চোটের জন্য গোটা আইপিএলেই আর খেলতে পারবেন না। ইতিমধ্যেই তার দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিসিসিআইকে সেকথা জানানো হয়েছে। যদিও হাসারাঙ্গার ছিটকে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। কারণ বিভিন্ন সময়ই বিদেশি ক্রিকেটারদের দেখা যায় তারা অত্যন্ত ছোট কারণেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন। যার ফলে সমস্যায় পড়তে হয় ফ্র্যঞ্চাইজিগুলিকে।
অতীতে যেমন এমন নিদর্শন বহু আছে, তেমন চলতি বছরেও রয়েছে। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান জেসন রায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছে, অথচ তিনি নিলামের আগে সেকথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেননি। এবার ওয়ানিন্দু হাসারাঙ্গাও আসছেন না আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে। তার পরিবর্ত ক্রিকেটার খোঁজাই শুরু করে দিয়েছে নিজামের শহরের দল।
আরও পড়ুন-IPL2024: 'ওদের বিরুদ্ধে বোলিং করতে চাই না', কাদের কথা বললেন প্যাট কামিন্স
শ্রীলঙ্কান বোর্ডের তরফে জানানো হয়েছে, গোড়ালির চোটের জন্য তিনি এবারের আইপিএলে খেলতে পারবেন না। আপাতত তাকে রিহ্যাবে থাকতে হবে কয়েক সপ্তাহ। সচরাচর শ্রীলঙ্কান ক্রিকেটাররা আইপিএলে নাম দিয়ে তা প্রত্যাহার করেননা। শোনা যাচ্ছে, দুবাইতে চিকিৎসকদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিন দিনের জন্য দুবাইতে গেছিলেন মেডিকাল চেকআপ করাতে। সেখানেই হাসারাঙ্গাকে আইপিএল না খেলে আপাতত রিহ্যাবে থাকতে বলে চিকিৎসকরা, এমনই দাবি করেছেন ২৬ বছর বয়সি এই অলরাউন্ডারের ম্যানেজার শ্যাম।
আরও পড়ুন-IPL 2024: গুজরাট জিততে না পারলেও গিল ফর্মে ফেরায় খুশি যুবরাজ-পাঠান
কয়েকদিন আগে অবশ্য হাসারাঙ্গার ম্যানেজার জানিয়েছিল, এবারের আইপিএলে খেলতে আসবেন তিনি। ক্রিকেটারের থেকে নিশ্চই সবুজ সংকেত পেয়েই এমন কথা বলেছিলেন তার ম্যানেজার। কদিন আগেই অবশ্য হাসারাঙ্গাকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আইসিসির শৃঙ্খলাভঙ্গের জেরে তাঁকে চার ম্যাচ নির্বাসিত করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা এড়াতে তিনি টেস্টের অবসর ভেঙে ফিরে আসেন। তার নাম টেস্ট স্কোয়াডে রাখে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এভাবেই আইসিসির দেওয়া চারটি ২০ ম্যাচে নিষেধাজ্ঞার বিষয়টি কাটিয়ে যান হাসারাঙ্গা। যার ফলে আগামী টি২০ বিশ্বকাপে তার দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যাই রইল না।
আরও পড়ুন-IPL2024: সমালোচনায় বিদ্ধ চান্দু স্যারের পাশে রাসেল, ‘মানিয়ে নেওয়ার’ বার্তা কেকেআর তারকার
যদিও আইপিএলে তার না খেলা নিয়ে প্রশ্ন উঠছে অন্য কারণে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে দেখা যায় আইপিএলে মনের মতো অর্থ না পেলে তাঁরা খেলতে আসেন না। অর্থাৎ নিলামের পরেও নাম প্রত্যাহার করে নেন। গতবছর আইপিএলে ১০.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তাকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ মাত্র ১.৫ কোটি টাকায়। সেই কারণেই আইপিএল থেকে তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কিনা সেই নিয়ে প্রশ্ন করেছেন অনেকে।