শুভব্রত মুখার্জি:- একটা সময়ে নিয়মিত ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলেছেন তিনি।প্রথমে ওপেনার হিসেবে ভারতীয় দলে কেরিয়ার শুরু করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। তারপর খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে ও। ২০২১ সালে যে ভারতীয় দল গাব্বাতে ঐতিহাসিক টেস্ট এবং সিরিজ জিতেছিল যে ভারতীয় দল সেই ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি। বর্তমানে রঞ্জি ট্রফিতে কর্ণাটক দলের অধিনায়কত্ব করছেন তিনি। মঙ্গলবার সকালে হঠাৎ করেই তাঁকে নিয়ে দেখা দেয় আশঙ্কার মেঘ। বিমানে উঠে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হঠাৎ করেই গলা, বুকে জ্বালা অনুভব করেন তিনি। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তৎক্ষণাৎ তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় হঠাৎ করেই মুখ, গলাতে জ্বালা হতে শুরু করে মায়াঙ্ক আগরওয়ালের। বিমানে ওঠার পরেই শুরু হয়ে যায় অস্বস্তি। জরুরীকালীন ভিত্তিতে ময়াঙ্ক আগরওয়ালকে আগরতলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এদিন বিমানে আগরতলা থেকে দিল্লি যাচ্ছিলেন ময়াঙ্ক। কর্ণাটক দলের সঙ্গেই সফর করছিলেন তিনি। বিমানে একটি পানীয় খান তিনি। তারপরেই তাঁর অস্বস্তি শুরু হয়। গলা জ্বালা করার পাশাপাশি তিনি বমি করতেও শুরু করেন। পরবর্তীতে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রঘুরাম ভাট জানিয়েছেন এই মুহূর্তে ভালো রয়েছেন মায়াঙ্ক। সমস্ত আশঙ্কা কেটে গিয়েছে। কালকেই সম্ভবত বেঙ্গালুরুতে উড়ে যেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। সেখানে স্থানীয় ডাক্তারদের সঙ্গে কথা বলবেন তিনি। তারা তাঁকে পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানা গিয়েছে।
কর্ণাটক রঞ্জি ট্রফি দলের অধিনায়ক মায়াঙ্ক। আগরতলায় ২৬-২৯ পর্যন্ত ত্রিপুরার বিরুদ্ধে কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে খেলেছেন তিনি এবং তাঁর দল। ত্রিপুরাকে ২৯ রানে হারিয়েছে তারা। কর্ণাটকের পরবর্তী ম্যাচ রয়েছে রেলওয়েজের সঙ্গে। ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচের পরে এদিন দুপুর আড়াইটেয় বিমান ছাড়ার কথা ছিল। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে রেলওয়েজের বিরুদ্ধে রয়েছে ম্যাচ। সুরাটে খেলা হবে এই ম্যাচ। এই ম্যাচে মায়াঙ্ক আগরওয়াল যদি না খেলতে পারেন তাহলে সহ অধিনায়ক নিখিল জোস অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে পারেন। চলতি রঞ্জি ট্রফিতে ভালো ফর্মে রয়েছেন ময়াঙ্ক। চার ম্যাচে তিনি করেছেন ৪৬০ রান। ২০২২-২৩ মরশুমের রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ও ছিলেন তিনি।এই মুহূর্তে তাঁর দল ৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে রয়েছে।