বাংলা নিউজ > ক্রিকেট > গত ১২ মাস ধরে, আমি ওর কানের কাছে মন্ত্র জপছি- T20 WC-এ নারিনকে খেলাতে মরিয়া পাওয়েল

গত ১২ মাস ধরে, আমি ওর কানের কাছে মন্ত্র জপছি- T20 WC-এ নারিনকে খেলাতে মরিয়া পাওয়েল

গত ১২ মাস ধরে, আমি ওর কানের কাছে মন্ত্র জপছি- T20 WC-এ নারিনকে খেলাতে মরিয়া পাওয়েল। ছবি: এএফপি

ICC T20 World Cup 2024-এর দলে নারিনকে চাইছেন রোভম্যান পাওয়েল। গত ১২ মাস ধরে তিনি নারিনকে বোঝাচ্ছেন নানা ভাবে। তাঁর কাছে বন্ধুদেরও বোঝানোর জন্য বলেছেন। কিন্তু এই বিষয়ে এখনও নারিন মুখে কুলুপ এঁটে রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল দাবি করেছেন যে, ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন যাতে জুনে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরে আসেন, সেই বিষয়ে রাজি করানোর চেষ্টা করছেন। ৩৫ বছর বয়সী নারিন ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলার চার বছর পর, ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ওয়েস্ট ইন্ডিজের তারকা পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে চলেছেন। এবার আইপিএলে গৌতম গম্ভীরের সৌজন্যে লোয়ার-অর্ডার ব্যাটার থেকে ওপেনার হিসেবে খেলে দারুণ সাফল্য পাচ্ছেন নারিন। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আইপিএলে প্রথম সেঞ্চুরি করার স্বাদ পেয়েছেন। এবং ঝোড়ো মেজাজেই সেই শতরান করেছেন নারিন।

আরও পড়ুন: ম্যাচ শেষে বাটলারকে উষ্ণ আলিঙ্গন, ফের মন জিতলেন শাহরুখ- ভিডিয়ো

তিনি প্রথমে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন। এবং এর পর বল হাতে পাওয়েলসহ দু' উইকেটও তুলে নেন। কিন্তু তাঁর লড়াই এদিন ব্যর্থ হয়। কারণ ২২৪ রান তাড়া করতে নেমে জস বাটলারের দুরন্ত শতরানের হাত ধরে ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান।

অবসর ভেঙে নারিনের ফিরে আসার বিষয়ে চেষ্টা চালাচ্ছেন পাওয়েল

ম্যাচের পর পাওয়েল বলেছেন, ‘গত ১২ মাস ধরে, আমি ওর কানের কাছে বলেই চলেছি। কিন্তু সে কথায় কর্ণপাতও করছে না। সব কিছু যেন অবরুদ্ধ করে রেখেছে। আমি ওর কাছের বন্ধুদের বলেছি। পোলার্ড, ব্র্যাভোদের বলেছি। নিকোলাস পুরানকেও ওর সঙ্গে কথা বলতে বলেছি। আশা করি, টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগেই সকলে মিলে ওকে বুঝিয়ে রাজি করাতে পারবে।’

আরও পড়ুন: তেতো পাঁচন গেলার মত হার, স্বীকার শ্রেয়সের, বোঝালেন কেন বরুণকে দিয়েছিলেন শেষ ওভার

রহস্যময় জবাব তারকা অলরাউন্ডারের

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য তিনি অবসর ভাঙবেন কিনা জানতে চাওয়া হলে, নারিনের জবাবে ছিল রহস্যে ছোঁয়া। তিনি বলেন, ‘দেখা যাক, ভবিষ্যৎ কী হয়।’

আরও পড়ুন: ধোনি-কোহলির মতো শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি- সাঙ্গাকরার টিপস কাজে লাগিয়েই সাফল্য, অকপট বাটলার

গম্ভীরকে কৃতিত্ব

গত মরশুমে নারিন ১৪ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ২১ রান। সেই প্লেয়ারই এবার গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসতেই, পুরো বদলে গিয়েছেন। এই মরশুমে ৬ ম্যাচে করে ফেলেছেন ২৭৬ রান। রয়েছেন অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়েও।মঙ্গলবার কেকেআর-এর ইনিংস শেষ হওয়ার পর নারিন তাঁর সাফল্যের সব কৃতিত্ব দিলেন কেকেআর-এর মেন্টর গৌতম গম্ভীবকেই।

তিনি ইনিংসের বিরতিতে বলেছিলেন, ‘গত কয়েক বছরে আমি তেমন একটা ইনিংস শুরু করিনি। তাই প্রস্তাব পেয়ে মনে হয়েছিল, আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে। গম্ভীরের ফিরে আসাটা কাজে দিয়েছে। ও আমাকে ভরসা দিয়েছে। আত্মবিশ্বাস দিয়েছে। গম্ভীরের মনে হয়েছিল, আমি সফল হব। দলকে প্রয়োজনীয় শুরু দিতে পারব। পরিস্থিতি যেমনই হোক না কেন, দলকে একটা ভাল শুরু দেওয়ার চেষ্টা করছি।’

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

পুজোয় অতিথিদের চমকে দিন চম্পারণ মটন রেঁধে, জমে উঠুক দুপুরের আহার আপনার সন্তানের IQ Level কতটা ভালো! জানতে পারবেন এই ৭ উপসর্গ দেখলেই দিল্লির প্রবাসী বাঙালি? রাজধানীতে আয়োজিত কোন কোন পুজো মিস করবেন না এবার ‘আমি……’, প্রথমবার মুখ খুলেই বিস্ফোরক RG করের অভিযুক্ত সঞ্জয়! চার্জ গঠন নভেম্বরে মাছির মস্তিষ্কের ম্যাপ দেখে মানবদের মাথায় কী চলে, বোঝার চেষ্টা বিজ্ঞানীদের অপেরা হাউস থেকে কিংকং! শ্রীরামপুরের পুজোগুলিতে কী কী চমক চলতি বছর? বৈঠকের টেবিলে পৌঁছে গেল নকল 'Bisleri'! বুঝতে পেরেই ফ্যাক্টরিতে চলল বুলডোজার সঞ্জয়ের হাতে আজ চার্জশিটের কপি দিল সিবিআই, ২৪ ঘণ্টার তদন্ত মান্যতা পেল ৫৫ দিনে পঞ্চম চন্দ্র অভিযানে ভারতের সঙ্গী হবে জাপান, মানব পাঠানোর দিকে আরেক পদক্ষেপ টাইমস স্কোয়ারে পৌঁছে গেল বাঙালির দুর্গা পুজো, নেটদুনিয়ায় ভাইরাল উৎসবের ঝলক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.