বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আসলে বিপিএল নিয়ে বাংলাদেশ দলের কোচ হাথুরু আগ্রহ হারিয়েছেন এবং সেই কারণেই তিনি বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে প্রতিনিয়ত নানা ধরনের সমালোচনা হয়ে থাকে। কখনও খেলার মান তো কখনও টেলিকাস্ট কোয়ালিটি। বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টির দক্ষতা বাড়াতেই শুরু করা হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে লঙ্কান এই কোচের মতে, বিপিএলের মাধ্যমে সেটা হচ্ছে না।
তবে বাংলাদেশ ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দশম আসরে ব্রডকাস্টের মান কিছুটা উন্নত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এরপরেও বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে বিপিএল নিয়ে সবচেয়ে বড় মন্তব্য করে বসেছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এই সময়ে টুর্নামেন্টের মান নিয়েও বড় প্রশ্ন তুলেছেন হাথুরু। কোচ বলেছেন, ‘আমাদের যথাযথ একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে আমি যখন বিপিএল দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড়ের তো কোনও মানই নেই। টুর্নামেন্টের এই চলতি পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে।’
হাথুরু আরও বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। এখানে অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, তারপর সে আরেকটা খেলছে। এটি একটি সার্কাস হয়েগিয়েছে। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটি ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমিও আগ্রহ হারিয়েছি।’
বিপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের তুলে আনার জন্য পরামর্শও দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন টপ অর্ডারে তিনের মধ্যে ব্যাটিং করা, বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। এমন যদি না হয় তাহলে এরা এ সব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার পরামর্শ দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে তাই করে, অনেক সেরা খেলোয়াড়রা খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করবেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।’