শুভব্রত মুখার্জি: গত ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের সিনিয়র পুরুষ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। যদিও বিশ্বকাপে অত্যন্ত খারাপ পারফরম্যান্স ছিল পাকিস্তান দলের। নক আউট পর্বেও যেতে পারেনি তারা। এরপরেই দেশে ফিরে আসার পরে অধিনায়কত্ব চলে যায় বাবর আজমের। তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে প্রত্যেক ফর্ম্যাটে আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করে পাকিস্তান দল।
এরপরেও যদিও তাদের পারফরম্যান্সে খুব একটা পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়াতে গিয়ে বাজেভাবে টেস্ট সিরিজ হারতে হয় তাদের। এমন আবহেই চলতি বছরের মাঝামাঝি রয়েছে টি-২০ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আগেই পাক সিনিয়র দলের অধিনায়কত্ব ফের ফিরে পেতে পারেন বাবর আজম। এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত বাবর আজমকে সরিয়ে টি-২০'তে শাহিন শাহ আফ্রিদি ও টেস্টে শান মাসুদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় ১ বছর পাকিস্তানের ওয়ানডেতে কোন অধিনায়ক নেই। যা শোনা যাচ্ছে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বাবরকে ফের পাকিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। পাকিস্তানের ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান সূত্রে এমনটাই খবর। প্রাথমিকভাবে শাহিন শাহ আফ্রিদির জায়গায় নতুন অধিনায়ক হিসেবে মহম্মদ রিজওয়ানের নাম উঠে এসেছিল। তবে এবার লড়াইতে ঢুকে পড়েছেন বাবর আজমও।
আরও পড়ুন… ছোটবেলাতেই রিজভি পেয়েছিলেন রায়নার সান্নিধ্য, দেখুন CSK-এর প্রাক্তন ও বর্তমানের মধ্যে মিল
যদিও বাবর এখনও তাঁর মতামত পিসিবিকে জানাননি বলেই খবর। যা খবর বাবর নাকি বোর্ডের কাছে কয়েকটি বিষয়ের নিশ্চয়তা চাইছেন। উল্লেখ্য এখন পর্যন্ত আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান খেলেছে মাত্র একটি টি-২০ সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাতে ১-৪ ব্যবধানে হেরেছে তারা।
টি-২০ বিশ্বকাপের আগে আফ্রিদির নেতৃত্ব নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়। কারণ পিএসএলে আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স এবারের পিএসএলে আট ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। তারপরেই জাতীয় সিনিয়র টি-২০ দলের অধিনায়ক হিসেবেও নাম উঠে আসছে বাবর আজমের।