শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস। যদিও এখন পর্যন্ত একবারও আইপিএলের শিরোপা জিততে পারেনি পঞ্জাব। তবুও তাদের জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তার অন্যতম কারণ তাদের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যার প্রতি সমর্থকদের ভালোবাসা এখনও অটুট। দলের প্রায় প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে উপস্থিত থাকেন তিনি। সেই প্রীতি জিন্টার এক অজানা কাহিনি শুনিয়েছেন তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা প্রাক্তন ইংল্যান্ড তারকা।
আরও পড়ুন… ছোটবেলাতেই রিজভি পেয়েছিলেন রায়নার সান্নিধ্য, দেখুন CSK-এর প্রাক্তন ও বর্তমানের মধ্যে মিল
ইংল্যান্ডের তারকা ব্যাটিং অলরাউন্ডার রবি বোপারা। তিনি একটা সময়ে এই পঞ্জাব কিংসের হয়ে আইপিএলেও খেলেছেন। প্রীতির আতিথেয়তা একবার কীভাবে তাঁকে মুগ্ধ করেছিল সেই কাহিনি শুনিয়েছেন রবি বোপারা। ইংল্যান্ড তারকা জানিয়েছেন প্রীতি জিন্টা একবার নিজের হাতে আলুর পরোটা করে খাইয়েছিলেন তাঁকে।
রবি বোপারা ফ্যানকোডের আইপিএল শো 'দ্য সুপার ওভারে' জানিয়েছেন, ‘তখন আইপিএল সবে শুরু হয়েছে। একেবারে প্রথম দিকে সবেমাত্র কয়েকটা মরশুম খেলা হয়েছে। সেই সময়ে আইপিএলে পার্টি হত। ম্যাচ শেষে বা তার আগে পার্টি হত। ওই দিনগুলো দারুণ ছিল। ওই সময়ে একটা মুহূর্ত এখনও আমার মনে রয়েছে। আমাদের ম্যাচ জয়ের আনন্দ ছিল। ছিল আমার সর্বোচ্চ স্কোর করার আনন্দও। তবে সবথেকে বেশি খুশি হয়েছিলাম যখন প্রীতি (জিন্টা) আমার জন্য নিজে হাতে আলুর পরোটা বানিয়ে এনেছিল।’
বোপারা আরও জানিয়েছেন, ‘প্রীতি আমাকে জিজ্ঞাসা করেছিল প্রাতঃরাশে আমি কী খেতে চাই। আমি জানিয়েছিলাম আমি আলু পরোটা খেতে চাই। আর সেটা শুনে ও হাসি মুখে নিজের হাতে আমাকে সেটা বানিয়ে এনে দিয়েছিল। বিষয়টায় আমি খুব খুশি হই। ওঁর এই আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি চিরজীবন এটার জন্য ওঁকে ধন্যবাদ জানাব।’
আরও পড়ুন… ভিডিয়ো: শিবম আউট হতেই মাঠে এলেন রিজভি! ধোনি নাকি রুতুরাজ, বোঝা গেল CSK-র আসল নেতা কে?
উল্লেখ্য রবি বোপারা পঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়েছিলেন ২০০৯ সালে। সেবার ভারতে ভোটের কারণে আইপিএল খেলা হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। পঞ্জাবের হয়ে বোপারা ১৫টি ম্যাচ খেলেছেন। করেছিলেন ৩৪৬ রান। যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান। বল হাতে তিনি পাঁচটি উইকেটও নিয়েছিলেন। ২০০৯ সালে পঞ্জাব আইপিএলে পঞ্চম স্থানে শেষ করেছিল। ওই মরশুমে তারা সাতটি ম্যাচ জেতার পাশাপাশি সাতটি ম্যাচে হেরেও ছিল।