শুভব্রত মুখার্জি:- পৃথিবীর যে কোনও প্রান্তেই ক্রিকেট খেলা হোক না কেন সেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই তার আলাদা উত্তেজনা -উন্মাদনা থাকে। সাম্প্রতিক সময়ে যেহেতু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আইসিসির ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না তাই ম্যাচকে ঘিরে আরও বেশি উন্মাদনা থাকে। আসন্ন টি-২০ বিশ্বকাপে ও আমেরিকা যুক্তরাষ্ট্রে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচের টিকিটের চাহিদা একেবারে আকাশচুম্বী। ইতিমধ্যেই এই ম্যাচের টিকিটের চাহিদা ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে আইসিসির তরফে!
ফলে বলাই যায় টি-২০ বিশ্বকাপে ও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের এমন উন্মাদনায় আইসিসির মুখে চওড়া হাসি। এই বিষয়টি বলতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘বিশ্বকাপে ভারত-পাকিস্তান এমন একটি ম্যাচ, যা নিয়ে সবার তুমুল আগ্রহ থাকে বরাবর। এবার ও তার ব্যতিক্রম নয়। দুই দল যুক্তরাষ্ট্রে খেলতে আসছে। বিষয়টি সবার কাছে খুবই আনন্দের। ম্যাচকে ঘিরে টিকিটের জন্য মানুষের এই আগ্রহ চমৎকার ব্যাপার। ব্যালট–প্রক্রিয়াতে দেখেছি, টিকিটের বিশাল চাহিদা ছিল। বিশ্বের সেরা ক্রিকেটাররা তাদের ২২ গজে (যুক্তরাষ্ট্রে) খেলতে আসছে। আমার মনে হয়, এখানকার মানুষ ব্যাপারটা নিয়ে মধ্যে উদযাপন করতে শুরু করে দিয়েছে।'
উল্লেখ্য টি-২০ বিশ্বকাপ শুরুর ৩ মাসেরও বেশি সময় বাকি রয়েছে। তার এত আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়েছে। কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারত এবংপাকিস্তান ক্রিকেট দল এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না।ফলে আইসিসির ইভেন্টে স্বাভাবিকভাবেই এই ম্যাচে টিকিটের চাহিদাও থাকে অন্য যেকোনও ম্যাচের তুলনায় অনেকটাই বেশি। আর সেই কারণে আগামী টি-২০ বিশ্বকাপের এই ম্যাচ তার ব্যতিক্রম নয়।
হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখতে টিকিটের জন্য এরই মধ্যে হাহাকার শুরু হয়ে গিয়েছে। ঘটনাচক্রে আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। যা এই ফর্ম্যাটের নবম বিশ্বকাপ আসর। এই বিশ্বকাপের ম্যাচগুলোর অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। এই ম্যাচ থেকে মুনাফা বেশি হবে বলে স্বাভাবিকভাবেই আইসিসি বেশিরভাগ সময় ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখে। এবার ও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। এই ভেন্যুর ধারণক্ষমতা ৩৪০০০।তবে এই ম্যাচের টিকিটের চাহিদা ২০০ গুণ বেশি। অর্থাৎ ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে জানানো হয়েছে আইসিসির তরফে।
এবার পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি। সেখানে ১৬১টি দেশের ৩০ লক্ষ ক্রিকেটপ্রেমী মানুষ আবেদন করেন। অবিক্রীত টিকিট কেনার শেষ দিন ছিল গত পরশুদিন। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তিন ক্যাটাগরির অগ্রিম টিকিট ছেড়েছিল আইসিসি। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ১৭৫ মার্কিন ডলার, স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের দাম ৩০০ ডলার এবং প্রিমিয়াম টিকিটের দাম ৪০০ ডলার ধার্য করা হয়েছিল।