বউ মারা গিয়েছিলেন। তারপর থেকেই শাশুড়ির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন জামাই। তাঁরা এতটাই গভীর প্রেমে ডুবে গিয়েছিলেন যে লুকিয়ে আদালতে বিয়েও সেরে ফেলেছিলেন। তবে তাদের গোপন প্রেমের কথা জানাজানি হতে দেরি হয়নি। আর বিষয়টি জানাজানি হতেই যা ঘটল তা কার্যত নজিরবিহীন। প্রথমদিকে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত প্রচলিত প্রথা মেনে শ্বশুর তাঁর ৫৫ বছর বয়সি স্ত্রীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন ৪৫ বছর বয়সি জামাইয়ের। বিয়ে দেওয়ার সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন ঘটনার সাক্ষী থাকল বিহারের বাঁকা জেলার একটি গ্রাম।
আরও পড়ুন: প্রেমের টানে ভারতে অনুপ্রবেশ, নেপালে পাচারের আগে পালালেও জেলে বাংলাদেশি তরুণী
জানা গিয়েছে, দুই সন্তান রেখে বছরখানেক আগে মারা গিয়েছিলেন সিকান্দার যাদবের স্ত্রী। এরপর থেকেই তিনি সন্তানদের নিয়ে শশুর দিলশ্বর দারভে এবং শাশুড়ি গীতা দেবীর সঙ্গে বসবাস করছিলেন। তারপর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে এক সময় তাঁরা গোপনে রেজিস্ট্রি বিবাহ সেরে ফেলেন। তবে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হতে বেশি দেরি হয়নি। স্ত্রীর সঙ্গে জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ হয় দিলেশ্বরের।
এরপর তিনি সন্দেহের সত্যতা প্রমাণ করতে নিজে থেকে একটি তদন্ত শুরু করেন। শেষপর্যন্ত জামাইয়ের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন। আর তারপরে ঘটে বিপত্তি। বিষয়টি তিনি স্থানীয় পঞ্চায়েতকে জানান। ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তখন শাশুড়ি এবং জামাইকে পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীরা চেপে ধরেন। শেষে চাপের মুখে পড়ে দুজনেই সম্পর্কের কথা স্বীকার করে নেন।
এরপরেই দিলেশ্বর দারভে এবং পঞ্চায়েত সদস্যরা সিকান্দার এবং গীতার মধ্যে বিয়ের ব্যবস্থা করতে সম্মত হন। দিলেশ্বর নিজেই বিয়ের সব ব্যবস্থা করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাশুড়িকে সিঁদুর পড়াচ্ছেন জামাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এনিয়ে মন্তব্য করেছেন। কেউ ব্যঙ্গ করেছেন আবার কেউ আশঙ্কা প্রকাশ করেছেন। একজন এই ঘটনাকে ‘লজ্জাজনক! সমাজের জন্য খারাপ উদাহরণ’ বলে মন্তব্য করেছেন। অন্য একজন মজা করে লিখেছেন, ‘শ্বশুরই শেষ পর্যন্ত লাভবান হলেন।’