শুভব্রত মুখার্জি:- আবুধাবিতে শনিবার কার্যত 'ডু অর ডাই' অর্থাৎ মরণ বাঁচন ম্যাচে খেলতে নেমেছিল দুবাই ক্যাপিটালস দল। প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে গেলে তাদের জিততেই হত শক্তিশালী এমআই এমিরেটসের বিরুদ্ধে। এই ম্যাচে হার মানেই বন্ধ হয়ে যেত প্লে অফের রাস্তা। এমন মরণ বাঁচন লড়াইয়ে টানটান উত্তেজনার ম্যাচে জয় ছিনিয়ে নিল দুবাই। চলতি আইএল টি-২০ লিগের ২৯ তম ম্যাচে এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে লড়াই করে জয় ছিনিয়ে আনলেন টম ব্যান্টনরা।
এই জয়ের ফলে একেবারে শেষ দল হিসেবে প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল দুবাই ক্যাপিটালস দলের। এই দিন ম্যাচে ১৯ রানে জয় পেয়েছে দুবাই। প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সমর্থ হয়। তাদের হয়ে শুরুটা খুব ভালো করেন তাদের দুই ওপেনার টম ব্যান্টন এবং ম্যাক্স হোল্ডেন। প্রথম উইকেটে তাঁরা ৮৮ রান যোগ করে। এরপরেই উইকেট পরে ওপেনার ম্যাক্স হোল্ডেনের। তারপর কার্যত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় দুবাই। দলের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ৫১ রান করেন ম্যাক্স হোল্ডেন। খেলেছেন ৩৩ বল। নিজের ইনিংসে মেরেছেন ১০ টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ২৬ বলে ৩৭ করেছেন টম ব্যান্টন। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চারে। এছাড়া আর বলার মতন রান পাননি কোন ব্যাটার। ড্যান মুসলে এবং বিজয়াকান্ত বিয়াসকান্ত দুটি করে উইকেট নিয়েছেন এম আই এমিরেটসের হয়ে।
জবাবে ব্যাট করতে নেমে এমআই এমিরেটসের শুরুটা ভালো হয়নি। দলীয় ২১ রানের মাথাতে আউট হয়ে যান কুশল পেরেরা। কুশল পেরেরা করেছেন মাত্র ১১ রান। এরপর দলকে লড়াইতে ফেরান ক্যারিবিয়ান পাওয়ার হিটার আন্দ্রে ফ্লেচার। তিনি ঝোড়ো ৪৫ রানের একটি ইনিংস খেলেছেন। ৩৮ বলে তিনি মেরেছেন চারটি চার। এছাড়া বলার মতন রান পাননি আর কোন ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৮ রানেই আটকে যায় এমআই এমিরেটস। ফলে ১৯ রানে হারতে হল এমিরেটসকে। এদিন দুবাইয়ের হয়ে হায়দার আলি তিনটি এবং জাহির খান দুটি উইকেট নিয়েছেন। ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের রঙটাই বদলে দেন হায়দার আলি। সেই জায়গায় দাঁড়িয়ে ২৩ রানে ২ উইকেট নিয়ে বাকি কাজটা করে যান জাহির খান।