শুভব্রত মুখার্জি: আমিরশাহি ক্রিকেট বোর্ড আয়োজিত ঘরোয়া টি-২০ লিগ আইএলটি-২০ লিগ পা রাখতে চলেছে তাঁর দ্বিতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষের খেলা শুরুর আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তে তাদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত। ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন রয়েছে এই আইএলটি-২০ লিগের একাধিক দল। যার মধ্যে অন্যতম হল এমআই এমিরেটস। অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স এমিরেটস। সম্প্রতি তারা আসন্ন মরশুমের জন্য তাদের নয়া বোলিং কোচের নাম ঘোষণা করেছে। নয়া বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন চার বারের আইপিএলজয়ী তারকা পেসার। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা মিচেল ম্যাকক্লেনাঘান দীর্ঘ দিন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে আইপিএলে খেলেছেন। এবার আইএলটি-২০ লিগে তাঁকেই দেখা যাবে এক অন্য ভূমিকায়।
আরও পড়ুন: প্রথম দুই টেস্টে ইশানের বদলে ঋদ্ধি নন, আস্থা জুরেলে, বাদ প্রসিধ, আনফিট শামির জায়গায় আবেশ
এমআই এমিরেটস দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে আইএলটি-২০'র দ্বিতীয় বর্ষ। আর সেখানেই নিজের ক্যারিয়ারে প্রথম বার কোচ হিসেবে এত বড় দায়িত্ব পালন করবেন মিচেল। ২০২১ সালে প্রফেশনাল ক্রিকেটার হিসেবে শেষ বার খেলেছেন মিচেল ম্যাকক্লেনাঘান। নিউজিল্যান্ডের হয়ে ৪৮টি ওয়ানডে এবং ২৯টি টি-২০ ম্যাচে খেলেছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৮২ এবং ৩০টি উইকেট। এমআই এমিরেটসের হেড কোচের দায়িত্বে আছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রবিন সিং। তাঁর অধীনেই এমিরেটস দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে খেলার দ্রাবিড়ের পরামর্শে কর্ণপাত না করে, ধ্যানে মগ্ন ইশান-ভিডিয়ো
রবিন সিং প্রথম মরশুমে এমিরেটস দলের জেনারেল ম্যানেজারের ভূমিকায় ছিলেন। এই বছর তিনি হেড কোচের দায়িত্ব পালন করবেন। গত বারের কোচ শেন বন্ড নিজের পদ থেকে সরে দাঁড়ানোর পরবর্তীতে রবিন সিং দায়িত্ব নেন। শেন বন্ড অন্যদিকে এসএ-২০ লিগে পার্ল রয়্যালস দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান দলের মেন্টরের দায়িত্বে থাকা অজয় জাদেজাও এমআই এমিরেটস দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। তিনি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। সহকারী কোচের দায়িত্বে রয়েছেন বিনয় কুমার। ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন জেমস ফ্র্যাঙ্কলিন। আসন্ন মরশুমে দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন নিকোলাস পুরান। এই মরশুমে কায়রন পোলার্ডকে পাবে না এমআই এমিরেটস দল। যিনি এমআই কেপটাউনের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন আসন্ন মরশুমে।