রাঁচিতে ভারতের প্রথম ইনিংসের ছবিটা যিনি বদলে দিয়েছিলেন, তিনি আর কেউ নন ধ্রুব জুরেল। একটা সময় মনে হয়েছিল, প্রথম ইনিংসে বোধহয় একশোর অনেক বেশি লিড নেবে ইংল্যান্ড। কিন্তু সেটা হতে দেননি জুরেল। তাদের প্রথম ইনিংসে ১৭৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর, ভারত যে ৩০৯ রান করেছিল, তার আসল কৃতিত্ব ধ্রুব জুরেলের।
এক দিকে উইকেট আঁকড়ে রেখেছিলেন তিনি। ১০ রানের জন্য তাঁর সেঞ্চুরি পূরণ হয়নি। কিন্তু জুরেলের দুরন্ত ৯০ রানের ইনিংস ভারতকে চালকের আসনে রাখে। টেল এন্ডার ব্যাটারদের সঙ্গে শেষ ৩ উইকেটে আরও ১৩২ রান যোগ করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখনও সাবলীল ইনিংস খেলেন জুরেল। শুভমন গিলের সঙ্গে লড়াই করে দলকে জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পিছনেও সামন ভাবে সাবলীল ধ্রুব জুরেল। যার নিটফল, রাঁচিতে দুরন্ত পারফরম্যান্স করে, নিজের খেলা দ্বিতীয় টেস্টেই পেয়ে গেলেন সেরার তকমা। রাঁচিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন ধ্রুব জুরেল।
আরও পড়ুন: দশ বছর বাদে চতুর্থ ইনিংসে দেড়শোর ওপর চেজ করে জিতল ভারত, ব্যাজবল জমানায় প্রথম সিরিজ হার ইংল্যান্ডের
ম্যাচের পর জুরেল বলেন, ‘পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলেছি। নিজেদের প্রথম ইনিংসে আমি ভেবেছিলাম, যত বেশি রান করব এই ইনিংসে করব, দ্বিতীয় ইনিংসে তত কম রান করতে হবে। প্রথম ইনিংসে আমাদেরও রান পেতে হতো। সেটাই করেছি। (প্রথম ইনিংস) আমাদের উইকেট পড়ছিল, এবং আমি লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে ব্যাট করছিলাম, কিন্তু আমি ওদের সঙ্গে পার্টনারশিপ দড়তে থাকি। তাই আমার উল্টো দিকে যারা ছিল, তাদেরও বড় কৃতিত্ব রয়েছে। জানতাম যে, শেষ পর্যন্ত ব্যাট করতে হবে এবং তাই যে কোনও রান গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
আরও পড়ুন: রাঁচি টেস্ট জিতে লাভবান হল ভারত, থাকছে শীর্ষে ওঠারও সম্ভাবনা, ক্রমশ তলিয়ে যাচ্ছে ইংল্যান্ড
জিমি অ্যান্ডারসন, মার্ক উডদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হলে, জুরেল বলেন, ‘(তৃতীয় টেস্টে অ্যান্ডারসন, উড) ওদের বিপক্ষে খেলে ভালো লেগেছে। কারণ এর আগে আমি ওদের শুধু টিভিতেই দেখেছি। তবে, আমার আসল ফোকাস ছিল বল দেখার দিকে, বোলার কারা রয়েছে, সেটা নিয়ে খেলার মুহূর্তে ভাবিনি। এবং এই ভাবেই রান করার চেষ্টা করেছি।’ দ্বিতীয় ইনিংসে ভারতকে জেতাতে, শুভমন গিলের সঙ্গে তাঁর পরিকল্পনার কথাও ফাঁস করেছেন জুরেল। বলেছেন, ‘শুভমনের সঙ্গে কথা বলেছিলান। আমরা দশ রান করে করে এগোনোর প্ল্যান করি। সাফল্য পেয়ে ভালো লাগছে।’
এক টেস্ট বাকি থাকতে, রাঁচিতেই ভারত সিরিজ পেটে পুড়ে ফেলেছে। হায়দরাবাদে প্রথম টেস্টে ব্রিটিশদের কাছে হারের পর রোহিত শর্মা বাহিনী ভাইজ্যাগ, রাজকোট এবং রাঁচি- পরপর তিন টেস্টে জয় ছিনিয়ে নেয়। পঞ্চম টেস্টটি রয়েছে ধর্মশালায়। ৭ মার্চ থেকে টেস্টটি শুরু হবে।