ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ চলাকালীন টি-২০ স্কোয়াডে বিরাট রদবদল করল অস্ট্রেলিয়া। কার্যত খোলনলচেই বদলে গেল অজি দলের। বিশ্বকাপ খেলা ৬ জন ক্রিকেটারকে সিরিজের মাঝপথেই দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় অজি বোর্ড।
স্টিভ স্মিথ ও অ্যাডাম জাম্পা দ্বিতীয় টি-২০ ম্যাচের পরেই দেশে ফেরার বিমান ধরেন। বুধবার ভারত ছেড়ে দেশে ফেরার বিমান ধরবেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জোশ ইংলিস ও শন অ্যাবট। উইকেটকিপার-ব্যাটার জোস ফিলিপ ও আগ্রাসী ব্যাটার বেন ম্যাকডারমট ইতিমধ্যেই অজি স্কোয়াডে যোগ দিয়েছেন। গুয়াহাটির তৃতীয় টি-২০ ম্যাচে তাঁরা মাঠে নেমে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।
রায়পুরে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবেন বেন ডার্সিস ও স্পিনার ক্রিস গ্রিন। রায়পুরের চতুর্থ টি-২০ অথবা বেঙ্গালুরুর শেষ টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হতে পারে গ্রিনের।
স্মিথ-ম্য়াক্সওয়েলদের সরিয়ে নেওয়ার পরে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া স্কোয়াডের একমাত্র সদস্য হিসেবে ভারত সফরে থাকছেন ট্র্যাভিস হেড। যদিও বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতে আসা তনবীর সঙ্গাও বাকি সিরিজের জন্য থেকে যাচ্ছেন এদেশে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া ট্র্যাভিস হেড যদিও টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচে মাঠে নামেননি।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ২টি টি-২০ ম্য়াচেই হেরে এই মুহূর্তে প্রবল চাপে। গুয়াহাটিতে হারলেই ৫ ম্যাচের সিরিজ খোয়াতে হবে তাদের। সেক্ষেত্রে সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচ নিছক নিয়ম রক্ষার হয়ে দাঁড়াবে। তারকা ক্রিকেটাররা দেশে ফেরায় অস্ট্রেলিয়ার শক্তি অনেক কমল সন্দেহ নেই।
উল্লেখ্য বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ম্যাচের শেষ ওভারে জয় তুলে নেয়। ৮ উইকেটে ২০৯ রান তুলে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
পরে তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করে ভারত ৪ উইকেটের বিনিময়ে ২৩৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রানে আটকে যায়।
অস্ট্রেলিয়ার পরিবর্তিত টি-২০ স্কোয়াড:-
ম্যাথিউ ওয়েড (ক্যাপ্টেন), জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডার্সিস, ন্যাথন এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, জোশ ফিলিপ, তনবীর সাঙ্গা, ম্যাথিউ শর্ট ও কেন রিচার্ডসন।