চোখের নীচে কালশিটে দাগ। কপালে-গালে কাটা-ছড়ার ক্ষতচিহ্ন। নাকে লাগানো ব্যান্ডেজ স্ট্রিপ। দুর্ঘটনায় পড়লে অথবা বেদম পিটুনি খেলে ঠিক যেমন অবস্থা হয়, বিরাট কোহলির তেমনই এক ছবি দেখে দুশ্চিন্তায় অনুরাগীরা। যদিও কোহলির মুখের হাসি এবং দু'আঙুলে ভিকট্রি চিহ্ন দেখে ধন্দে ক্রিকেটপ্রেমীরা।
সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের এমন ছবিই পোস্ট করেন বিরাট কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি নিজের সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকিদের অবস্থাটাও একবার দেখা উচিত।’
বিরাটের এমন রহস্যজনক পোস্ট সঙ্গত কারণেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই অনুরাগীরা দুশ্চিন্তা ব্যক্ত করেন। তবে সবার আগ্রহ এটা জানার যে, বিরাটের সঙ্গে ঠিক কী ঘটেছে।
ছবিতে কোহলির পরনে রয়েছে পুমার টি-শার্ট। উল্লেখ্য, সোমবারই সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে অনুষ্কার সঙ্গে কোহলিকে সংস্থাটির বাণিজ্যিক প্রচারের ভিডিয়ো শুট করতে দেখা যায়। সুতরাং, বিরাটের এই ছবি বিজ্ঞাপনি প্রচারের অংশ হতে পারে বলেও মনে করছেন অনেকে।
বিশ্বকাপের পরে ভারতীয় দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত। তবে প্রথমসারির প্রায় সব ভারতীয় তারকার মতোই কোহলিও বিশ্বকাপের পরে বিশ্রামে রয়েছেন। যদিও বিশ্বকাপের আগেও কোহলিকে বেশ কিছুদিন ভারতের টি-২০ দলে দেখা যায়নি। রোহিত-কোহলির মতো সিনিয়রদের ফের টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলে দেখা যাবে কিনা, সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
এদিকে রবিবার আরসিবির তরফে আইপিএলের নতুন মরশুমের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়। জানিয়ে দেওয়া হয় তারা কোন কোন ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দিচ্ছে। ব্যাঙ্গালোরের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোশ হেজেলউড, হার্ষাল প্যাটেলের মতো বড় নাম রয়েছে। যদিও বিরাট কোহলিকে সঙ্গত কারণেই ধরে রেছে আরসিবি।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বিরাট কোহলি দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন। তিনি একাধিক বিশ্বরেকর্ড ভাঙেন টুর্নামেন্ট চলাকালীন। বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের সব থেকে বেশি ৪৯টি ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড টপকে যান কোহলি। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি শতরান করার নজির গড়েন।
বিরাট ২০২৩ বিশ্বকাপের ১১টি ম্যাচে ব্যাট করতে নেমে সব থেকে বেশি ৭৬৫ রান সংগ্রহ করেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিরাট।