বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG, 1st Test: হায়দরাবাদের মাঠেই করেছিলেন ২২৫ রান,প্রথম টেস্টের আগে সেখানকার পিচ নিয়েই বিশেষজ্ঞ মতামত ম্যাকালামের

IND vs ENG, 1st Test: হায়দরাবাদের মাঠেই করেছিলেন ২২৫ রান,প্রথম টেস্টের আগে সেখানকার পিচ নিয়েই বিশেষজ্ঞ মতামত ম্যাকালামের

ব্রেন্ডন ম্যাকালাম।

সোমবার ইংল্যান্ড রাজীব গান্ধী ইস্টারন্যাশনাল স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন করে। তবে ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। তাদের হাতে গোনা কয়েক জন প্লেয়ার এসেছিলেন প্র্যাকটিসে। ইংল্যান্ডের প্রত্যেক সদস্য আগে পিচ দেখতে ছুটেছিলেন। পিচ দেখে ম্যাকালাম বলেন, ‘ভালো পিচ। মনে হচ্ছে বল ঘুরতে চলেছে।’

হায়দরাবাদের সঙ্গে সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের। এই মাঠেই তো ২২৫ রানের রোমাঞ্চর ইনিংসটি খেলেছিলেন ম্যাকালাম। সেবার সফরকারী দলের ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান ম্যাকালাম। ৩০৮ বলে ২২৫ করেছিলেন নিউজিল্যান্ডের তারকা। তাঁর এই ধামাকাদার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা এবং ২২টি চারে।

হায়দরাবাদের স্টেডিয়ামটি এখন অনেকই বদলে গিয়েছে। তাতে সম্প্রতি চাল লাগানো হয়েছে। বদলেছে চেহারাও। সেই স্টেডিয়ামে পৌঁছে ঘুরে ঘুরে দেখছিলেন ম্যাকালাম। নতুন লাগানো চালগুলো দেখে বোধহয় ভাবছিলেন, সেই ২০১০ সালের ছন্দে থাকলে হয়তো, এই নতুন লাগানো চাল ছক্কা হাঁকিয়ে তুবড়েও দিতে পারতেন। ম্যাকালামকে বেশ নস্ট্যালজিক বলেই মনে হচ্ছিল। হয়তো পুরনো স্মৃতি হাতড়াতে ছিলেন তিনি।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে রাহুল উইকেটকিপিং করবেন না- স্পষ্ট করলেন দ্রাবিড়

সোমবার ইংল্যান্ড রাজীব গান্ধী ইস্টারন্যাশনাল স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন করে। তবে ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। তাদের হাতে গোনা কয়েক জন প্লেয়ার এসেছিলেন প্র্যাকটিসে। ইংল্যান্ডের প্রত্যেক সদস্য আগে পিচ দেখতে ছুটেছিলেন। এবং তাঁরা বেশ ভালো ভাবেই পিচ পরখ করেন। পিচ দেখে ম্যাকালাম বলেন, ‘ভালো পিচ। মনে হচ্ছে বল ঘুরতে চলেছে।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘হয়তো প্রথম থেকে বল টার্ন না করলেও, পরের দিকে করব। কিন্তু বল ঘুরবে। আর সেটা যে কোনও পর্যায়ে ঘুরতে পারে। এবং আমি নিশ্চিত যে, পুরো সিরিজ জুড়ে স্পিন একটি বিশাল ফ্যাক্টর হবে।’

আরও পড়ুন: ICC Men's ODI Team of the Year-এ অধিনায়ক রোহিত, কোহলি সহ রয়েছেন ভারতের আরও চার

এদিকে যা পরিস্থিতি তাতে, রোহিত শর্মার দলের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে বেন স্টোকসকে পাওয়া নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবে ব্রিটিশ অধিনায়ককে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম।

৩২ বছর বয়সী স্টোকস তাঁর দীর্ঘস্থায়ী বাঁ-হাটুর সমস্যার জন্য গত নভেম্বরে অস্ত্রোপচার করিয়েছিলেন। চোটের কারণে ২০২২ সাল থেকেই বোলিং করতে গিয়ে সমস্যায় ভুগছেন ব্রিটিশ অলরাউন্ডার। গত জুলাই থেকে তো পেশাদার ক্রিকেটে বোলিংই করতে পারেননি তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলেছেন স্টোকস। ম্যাকালাম বলেছেন, ‘ও (স্টোকস) দেখতে অনেকটা গ্রেহাউন্ডের মতো। ও নিজেকে নিয়ে কাজ করছে এবং সবাই জানে ওর ওয়ার্ক এথিক অসাধারণ। আমি ওকে রানিং করতে দেখেছি। আমার মনে হয় ও খেলতে প্রস্তুত।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যতটা সম্ভব অপেক্ষা করতে চাই। কিন্তু স্টোকসের পরিশ্রম দেখে মনে হচ্ছে না ওর খেলতে কোনও সমস্যা হবে। আপাতত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে,’

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.