বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: গার্ডেন মে ঘুমনে ওয়ালে… আপত্তিজনক ভিডিয়োর প্রসঙ্গ টেনে তরুণদের প্রশংসা রোহিতের

IND vs ENG: গার্ডেন মে ঘুমনে ওয়ালে… আপত্তিজনক ভিডিয়োর প্রসঙ্গ টেনে তরুণদের প্রশংসা রোহিতের

তরুণ ব্রিগেডের সঙ্গে রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজ খেলতে পারেননি বিরাট কোহলি, মহম্মদ শামি। কেএল রাহুল চোটের কারণে শেষ চারটি ম্যাচই খেলতে পারেননি। তবে এই সিরিজে তরুণ ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের পরবর্তী প্রজন্মরা যে তৈরি, সেটা এই টেস্টে বেশ ভালো বোঝা গিয়েছে। কোহলি, রাহুলদের অভাব একেবারেই বোঝা যায়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজ খেলতে পারেননি বিরাট কোহলি, মহম্মদ শামি। কেএল রাহুল চোটের কারণে শেষ চারটি ম্যাচই খেলতে পারেননি। তবে এই সিরিজে ভারতের প্রাপ্তি ধ্রব জুরলে, সরফরাজ খানরা। যশস্বী জয়সওয়াল তো আগে থেকেই নিজের জাত চেনাচ্ছিলেন। এই সিরিজে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। শুভমন গিল শুরুর দিকে নড়বড় করলেও, পরে ঘুরে দাঁড়ান এবং ভালো পারফরম্যান্সও করেন। সব মিলিয়ে তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ রোহিত।

তরুণ ব্রিগেডকে নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ সিরিজ জিতেছেন রোহিত। আর তার পরেই তরুণদের নিয়ে মজা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন হিটম্যান। তিনি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে রোহিত শর্মাকে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের সঙ্গে দেখা গিয়েছে। ছবিটি পোস্ট করে রোহিত লিখেছেন, ‘গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে’। এর অর্থ হল, ‘বাগানে ঘুরে বেড়ানো ছেলেপুলে…’। রোহিতের এই পোস্টে প্রাক্তন ভার ক্রিকেটার যুবরাজ সিং হাসির একটি ইমোজি দেন। আবার সূর্যকুমার যাদব লেখেন, ‘গিল এবং জয়সওয়ালকে দেখে তো অবশ্যই মনে হচ্ছে।’

আসলে রোহিত এই মজার মন্তব্যটি করেছেন মূলত বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের একটি ঘটনাকে টেনে এনে। যেখানে তিনি তাঁর সতীর্থদের ফিল্ডিং প্রচেষ্টা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ম্যাচ চলাকালীন, স্টাম্পের মাইকে রোহিতের হতাশা ধরা পড়েছিল। ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়ে ৩১তম ওভারে, যখন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস ক্রিজে ছিলেন। রোহিতের তখন মন্তব্য করেছিলেন, ‘কোই ভি গার্ডেন মে ঘুমেগা, মা সি*** দুঙ্গা সবকি (যদি কেউ বাগানে ঘুরে বেড়ায়, আমি সবার মাকে *** দেব)’। সোশ্যাল মিডিয়ায় এটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই রোহিতকে এর জন্য একহাত নিয়েছিলেন। তীব্র সমালোচনা করেছিলেন রোহিতের। অনেক নেটিজেন আবার বিষয়টি মজার ছলেই নিয়েছিলেন। তবে এবার বকুনি নয়, ভালোবেসেই কিছুটা প্রশ্রয়ের সুরেই রোহিত এই মন্তব্য করেছেন।

সিরিজ জয়ের পর তরুণ ব্রিগেডের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘একটা পর্বের পর কেউ কেউ ছেড়ে যাবে, নতুন কাউকে সেই শূন্যস্থান পূরণ করতেই হবে। আমি আগেও বলেছিলাম, যে ওদের অভিজ্ঞতা কম হতে পারে, কিন্তু ওরা যথেষ্ট ক্রিকেট খেলেছে। আমি এখানে দাঁড়িয়ে বলতেই পারি যে, চাপের মুখে ওরা দুর্দান্ত ভাবে সাড়া দিয়েছে। এই (জয়ের) কৃতিত্ব গোটা দলের।’

সঙ্গে যশস্বী জয়সওয়ালকে নিয়ে রোহিত বিশেষ করে বলেন, ‘ওকে এখনও অনেকটা পথ যেতে হবে। যেখানে রয়েছে সেটা অসামান্য। ওর মত প্রতিভা বিরল। ও (ইনিংসের) শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চাপ বাড়াতে সক্ষম, ওকে আগামীতে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবে ও দৃঢ় মানসিকতাসম্পন্ন। চ্যালেঞ্জ ভালোবাসে। অবশ্যই ওর জন্য একটা দুর্দান্ত সিরিজ।’

ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.