শুভব্রত মুখার্জি: চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যেই ৩-১ ফলে লিড নিয়ে নিয়েছে ভারতীয় দল। ফলে ধরমশালাতে পঞ্চম টেস্টের গুরুত্ব কিছুটা হলেও কমেছে। তবে সেই সব নিয়ে ভাবতেই রাজি নন বর্তমান সময়ে ভারতের অন্যতম সেরা ব্যাটার শুভমন গিল। জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর তিনি। তাই দলের বাকিরা যখন প্রায় সবাই ছুটির মুডে রয়েছেন, তখন গিল ব্যস্ত রয়েছেন নেট অনুশীলনে। নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তারকা ব্যাটার। তাঁর খামতি মেরামতির চেষ্টাতে রয়েছেন তিনি। আর তাঁর এই অসম্ভব নিষ্ঠা দেখে তাঁকে কুর্ণিশ জানিয়েছেন বিশেষজ্ঞ থেকে তাঁর সমর্থকেরা সকলেই।
চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজে মাঝে মধ্যে ভালো পারফরম্যান্স করলেও, ব্যাট হাতে গিলের ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। তিনি বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি গুরুত্বপূর্ণ শতরান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এর পর ফের রাঁচি টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন একদিক থেকে ভারত পরপর উইকেট হারাচ্ছে, তখন অন্য প্রান্তটি আগলে রেখেছিলেন তিনি। আসলে পরিবেশ পরিস্থিতির কথা বিচার করে, তিনি একেবারে ধরে ধরে খেলেন। কিপার ব্যাটার ধ্রুব জুরেলকে সঙ্গী করে অপরাজিত পার্টনারশিপ গড়ে ভারতের জয় নিশ্চিত করেন। ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে এই দুই ইনিংস ছাড়া বাকি ছয় ইনিংসে তিনি বলার মতনো রান পাননি। আর সে কথা বিলক্ষণ জানেন গিল স্বয়ং। তাই অনুশীলনে নিজেকে ঘষেমেজে ধরমশালা টেস্টের আগে তৈরিতে ব্যস্ত থাকলেন তিনি।
আরও পড়ুন: শীঘ্রই ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্ত, দিনক্ষণ বলে দিলেন সৌরভ
মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেল শুভমনকে। ভারতীয় দল এখনও ধরমশালায় যায়নি। তবে গিল তাঁর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ২৪ বছর বয়সী তারকা রানিং ড্রিলে ব্যস্ত রেখেছেন নিজেকে ।
সম্প্রতি শুভমন গিল ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে প্রমোশন পেয়েছেন। অর্থাৎ পদোন্নতি হয়েছে তাঁর। ‘এ’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন তিনি। চার ম্যাচের ইংল্যান্ড সিরিজে তিনি আপাতত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। চার টেস্টে তিনি করেছেন ৩৪২ রান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম তিন ইনিংসে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে ব্যাটার গিলকে। তবে তিনি নিজের প্রতি বিশ্বাস হারাননি। এর পরেই দুরন্ত কামব্যাক করে একটি অনবদ্য শতরান করেন গিল। তাঁর প্রতি টিম ম্যানেজমেন্ট যে আস্থা রেখেছিল তার পূর্ণ মর্যাদা দেন তিনি।