আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সকলের নজর থাকবে জসপ্রীত বুমরাহের দিকেই। প্রায় ১১ মাস পর ফের খেলতে নামবেন ভারতের তারকা পেসার। তিনি কেমন পারফরম্যান্স করেন, তার উপরেই এশিয়া কাপ এবং বিশ্বকাপকে নিয়ে ভারতের যাবতীয় হিসেব নির্ভর করছে।
আসলে এশিয়া কাপের দল ঘোষণার আগে বুমরাহের ফিটনেস দেখে নিতে চাইছে বোর্ডের নির্বাচকেরা। এই সিরিজে মূলত নির্বাচক ছাড়াও সকলের নজর থাকবে বুমরাহের উপর। আসলে বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হিসেবে তাঁকেই ব্যবহার করতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে সবই নির্ভর করছে আয়ারল্যান্ড সফরে বুমরাহ কেমন পারফরম্যান্স করছেন, তার উপরে।
আরও পড়ুন: ভারতের একাদশ টি২০ অধিনায়ক হতে চলেছেন বুমরাহ, জানুন প্রথম দশের উল্লেখযোগ্য নজির
ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে জসপ্রীত বুমরাহের একটি নেট-অনুশীলনের ভিডিয়ো বিসিসিআই শেয়ার করেছে। ১৪ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বুমরাহ পুরনো ছন্দেই ব্যাটসম্যানকে বাউন্সার দিচ্ছেন। সেই বাউন্সার থেকে বাঁচতে গিয়ে চাপে পড়ে গিয়েছিল ব্যাটার। পরের বলেই ইয়র্কার করেন তিনি। ব্যাটার আবার সেই বল সামলাতে গিয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়তে নিয়েছিল। আর এই ভিডিয়ো শেয়ার করে বিসিসিআই ক্যাপশনে লিখেছে, ‘যে মুহূর্তের অপেক্ষায় আমরা ছিলাম এতদিন। চেনা ছন্দে জসপ্রীত বুমরাহ।’
প্রসঙ্গত, বুমরাহ জাতীয় দলে ফিরেই নেতৃত্ব দিতে চলেছেন। তিনি প্রথম পেসার, যিনি ভারতকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চলেছেন। বুমরাহ আয়ারল্যান্ড সিরিজে ভারতের ১১তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। এর আগে ২০২০ সালে, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত টেস্ট ম্যাচে দলের অধিনায়ক ছিলেন, যেখানে তিনি দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। তবে এবার নিজের ফিটনেস টেস্ট দেওয়ার পাশাপাশি দলকে নেতৃত্বও দেবেন, যে চ্যালেঞ্জটা কিন্তু সহজ হবে না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৮ অগস্ট থেকে।
আরও পড়ুন: ব্যাজবলে মজেছেন কপিল, দিলেন রোহিতকে আগ্রাসী হওয়ার পরামর্শ
স্পিডস্টারের পিঠের অস্ত্রোপচারের পরে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিল যে, এই চোটের কারণে না তাঁর ক্যারিয়ারের ক্ষতি হয়। যদিও বুধবার প্রকাশিত ফুটেজটি দেখে সকলে স্বস্তি পাবেন। নিঃসন্দেহে এই ভিডিয়োটি ইতিবাচক বার্তাই দিচ্ছে।
এই চোটের কারণে গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন বুমরাহ। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এই বছরের শুরুতে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের মতো বড় প্রতিযোগিতা মিস করেছেন। উভয় ক্ষেত্রেই বোলিং বিভাগে পেস এবং নেতৃত্বের অভাবের কারণে ভারত ২০১৩ সালের পর প্রথম বারের মতো আইসিসি ট্রফি জয় করতে ব্যর্থ হয়। বুমরাহ আইপিএলও খেলতে পারেননি।