আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হচ্ছে। ভিভিএস লক্ষ্মণও যাচ্ছেন না এই সফরে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ ব্যাঙ্গালোরের আলুরে তিন সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ ক্যাম্প নিয়ে ব্যস্ত থাকবেন। এর আগে দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হলে, দলের হেড কোচের দায়িত্ব পাল করেছেন লক্ষ্মণ। কিন্তু তাঁকেও না পাওয়া যাওয়ার কারণে আয়ারল্যান্ড সফরের জন্য প্রাক্তন ঘরোয়া তারকা সিতাংশু কোটাককে ভারতের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এই সিরিজে জসপ্রীত বুমরাহকে অধিনায়ক করে এক দল তরুণকে তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ড পাঠাচ্ছে ভারত। বিসিসিআই একটি সূত্র দাবি করবেন, ‘কোটাক এবং সাইরাজ বাহুতুলে (বোলিং কোচ) আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য (১৮-২৩ অগস্ট ) দলের সঙ্গে ভ্রমণ করবেন। কারণ লক্ষ্মণ ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত একটি বিশেষ ক্যাম্পের দায়িত্বে থাকবেন। যে ক্যাম্পের জন্য তরুণ ক্রিকেটার, যেমন- অভিষেক শর্মা, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রভসিমরান সিং, সাই সুদর্শন, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গার্গেকার এবং দিব্যাংশ সাক্সেনাদের বিসিসিআই ডেকেছে।’
আরও পড়ুন: যশস্বী-শুভমন ঝড়ে উড়ে গেল উইন্ডিজ, হল একাধিক নজির, দেখে নিন তালিকা
সিতাংশু কোটাক একজন প্রাক্তন সৌরাষ্ট্র ব্যাটসম্যান। তিনি আবার ইন্ডিয়া-এ দলের প্রধান কোচ এবং এনসিএ-তে ব্যাটিং কোচ। আয়ারল্যান্ড সফরের জন্য দলটির নেতৃত্ব দেবেন বুমরাহ, যিনি দীর্ঘ চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন।
এদিকে টাইমস অফ ইন্ডিয়া তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, বিসিসিআই ভারত-ইংল্যান্ড মহিলাদের টেস্ট আয়োজন করতে পারে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার ঐতিহাসিক ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। সেটা হতে পারে এই বছরের ডিসেম্বরে। ভারতীয় মহিলা দল শেষ বার একটি টেস্ট খেলেছিল ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোল্ড কোস্টে। সেটা ভারতের মেয়েদের প্রথম গোলাপী বলের টেস্ট ম্যাচ ছিল। আর ভারতের মাটিতে মহিলাদের শেষ টেস্ট ছিল ২০১৩ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্ট খেলেছিল ভারতের মেয়েরা।
আরও পড়ুন: হোল্ডার, ম্যাকয়েদের বিরুদ্ধে খেলতে IPL সাহায্য করেছে- ভারতকে জিতিয়ে দাবি যশস্বীর
সেই ম্যাচটি ড্র হয়ে গিয়েছিল। সম্প্রতি ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আরও টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি অবশ্যই আরও বেশি টেস্ট খেলতে চাই। কারণ ইদানীং আমরা টিভিতে টি-টোয়েন্টির চেয়ে বেশি টেস্ট দেখেছি। আজকাল, টি-টোয়েন্টি খেলা অনেক মজার, কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটি জিনিস, যা প্রত্যেক ক্রিকেটার খেলতে চায়।’
এদিকে মেয়েদের দলের কোচ নির্বাচন নিয়ে বিসিসিআই-এর সূত্রটি বলেছেন, ‘২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের কারণে ভারতীয় মহিলা দলের আন্তর্জাতিক খেলার হোম সিজন কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই ভারতীয় মহিলা দলের প্রধান কোচ নিয়োগে সময় নিচ্ছে বিসিসিআই।’