সম্প্রতি, সদ্য বিশ্বজয়ী দল অস্ট্রেলিয়াকে টি-২০ সিরিজ হারিয়েছে টিম ইন্ডিয়া। এরপর লম্বা সফরে দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রেখেছে 'মেন ইন ব্লু'। এই দীর্ঘ সফরের শুরুটা হয়েছে টি-২০ সিরিজ দিয়ে। তবে, সিরিজের সূচনা একেবারেই মনের মতো হয়নি টিম ইন্ডিয়ার জন্য। প্রথম টি-২০ বৃষ্টির কারণে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখোমুখি হতে হয় সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনীকে। তবে ভারতের সিনিয়র দল শুধু নয়, জুনিয়র দল, অর্থাৎ 'ভারতীয় এ দলকে রীতিমতো কষ্ট করতে দেখা যাচ্ছে প্রোটিয়াদের মাঠে। বল হাতে একেবারেই প্রভাব ফেলতে পারেনি তারা । ঠিক উল্টোদিকে, স্বাচ্ছন্দভাবে খেলতে দেখা যাচ্ছে 'দক্ষিণ আফ্রিকা এ' দলের ব্যাটারদের। রীতিমত আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করছে তারা ভারতীয় বোলারদের বিরুদ্ধে।
সোমবার, অর্থাৎ ১১ ডিসেম্বর, ভারতী 'এ' ও 'দক্ষিণ আফ্রিকা 'এ' দল একটি বেসরকারি টেস্ট ম্যাচে নেমেছে। টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। বৃষ্টি ভেস্তে দেয় প্রথম দিনের খেলা, তবে দ্বিতীয় দিনে একেবারে বিধ্বংসী ব্যাটিং দেখা যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের থেকে। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৯৮। ক্রিজে শতরান করে অপরাজিত রয়েছেন জিন ডু প্লেসি। তাঁর সংগ্রহ ২০৭ বলে ১০৩। যার মধ্যে রয়েছে ৮টি চার এবং ১টি ওভার বাউন্ডারি।
এছাড়াও ব্যাট হাতে রান পেয়েছেন রুবিন হেরমান। মাত্র পাঁচ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন তিনি। তাঁর মোট সংগ্রহ ১৪৬ বলে ৯৫ রান। যার মধ্যে রয়েছে ১৫টি চার। উল্লেখযোগ্য, অবদান আসে কন্নরের থেকেও। ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মেরে ৫৪ বলে ৪৮ রানের একটি মারকুটে ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।
অন্যদিকে, ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেনি ভারতীয় বোলাররা। তবে বল হাতে ভালো পারফরম্যান্স এসেছে সৌরভ কুমারের থেকে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকাদের পড়া পাঁচটি উইকেটের মধ্যে তিনটি তোলেন সৌরভ। এছাড়া একটি করে উইকেট পান বিদ্ধার্থ কাভেরাপ্পা এবং শার্দুল ঠাকুর। এবার দেখার বিষয় তৃতীয় দিনে কি কামাল দেখাতে পারে ভারতীয় বোলাররা। তাঁরা কি সফল হবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সবকটি উইকেট দ্রুত ফেলে দিতে? তবে ভারতীয় বোলারদের এমন অবস্থা দেখে অনেকেই অবাক।