রাঁচিতে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে এই মুহূর্তে চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলেও পরে ধ্রুব জুড়েলের সাহসী ইনিংস ম্যাচে ফিরিয়ে আনে রোহিত শর্মাদের। যার সুবাদে ইংল্যান্ডের বড় ব্যবধানের লিড পাওয়ার আশা ভেঙ্গে যায়। তবে এদিন মাত্র দশানের জন্য তিনি বঞ্চিত হন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরান থেকে। ১৪৯ বল খেলে তিনি করেন ৯০ রান যার মধ্যে রয়েছে ৬টি চার এবং ৪টি ছয়। তাঁর ব্যাটিংয়ের উপর ভর করে ৩০০ রানের গণ্ডি পার করতে সফল হয় ভারত। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩০৭ রানে।
কিন্তু সিরিজের গত টেস্ট ম্যাচগুলির মতো চতুর্থ টেস্টে ও দাপট অব্যাহত থাকে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার, তথা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই তিনি তিনটি উইকেট নিজের ঝুলিতে তুলে নিয়েছেন এবং ব্যাকফুটে ফেলে দিয়েছেন বেন স্টোকসদের। তবে এদিন নিজের তৃতীয় উইকেটটি নেওয়ার পর উদযাপন করতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে যোগ দেয় বাকি সতীর্থরাও। কারণ তিনি ভেঙে দিয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক, তথা কিংবদন্তি ক্রিকেটার, অনিল কুম্বলের রেকর্ড। স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকই সেই উদযাপন আনন্দের সঙ্গে উপভোগ করেন।
রবিবার, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি, শুরু হয় তৃতীয় দিনের খেলা। ৭ উইকেটে ২১৯ রান নিয়ে খেলতে নেমে ভারতের প্রথম ইনিংসে শেষ হয় ৩০৭ রানে। অর্থাৎ ইংল্যান্ডের লিডের সংখ্যা ৪৬। এরপর ব্যাট করতে নেমে ইংল্যান্ডকেও বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান বেন ডাকেট ও ওলি পোপ। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিনের আক্রমণাত্মক বোলিং। যদিও ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট আপ্রাণ চেষ্টা করেন ক্রিজে টিকে থেকে জ্যাক ক্রলিকে সঙ্গ দেওয়ার। কিন্তু অবশেষে অশ্বিনের বোলিংয়ের সামনে তিনিও মাথানত করলেন।
তবে রুটের উইকেটটি পাওয়ার সঙ্গে অশ্বিন ভেঙ্গে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক ও তারকা স্পিনার অনিল কুম্বলের ভারতের মাটিতে ৩৫০ উইকেটের রেকর্ড। যদিও আম্পায়ার প্রথমে নট আউট দিয়েছিলেন কিন্তু রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। এরপর তাঁর সতীর্থরা এসে তাঁকে জড়িয়ে ধরেন। অশ্বিনও সকলের সঙ্গে উদযাপন করেন। দলের হেড কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ডাগআউটে বসে থাকা সকল ক্রিকেটারই আনন্দে ফেটে পড়েন। এছাড়াও স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকই হাততালি দিতে শুরু করেন। মুহূর্তটি নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে।