শুভব্রত মুখার্জি:- সবেমাত্র শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। এখনও পর্যন্ত তার রেশ পুরোপুরি কাটেনি। ফাইনালে উঠেও বিশ্বকাপ জিততে না পারায় ভারতীয় দলের সঙ্গে সঙ্গে হতাশায় নিমজ্জিত হয়েছে ১৩০ কোটি মানুষও। বিশ্বকাপের পরেই ভারত ঘরের মাটিতে তালের প্রথম সিরিজ খেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এরপরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেখানেও খেলবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। সেই সিরিজের পোস্টার বুধবারেই প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাদের প্রকাশিত পোস্টার থেকেই জানা গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার যে ওয়ানডে সিরিজ খেলা হতে চলেছে তার প্রথম ম্যাচটিই হতে চলেছে 'পিঙ্ক' অর্থাৎ গোলাপি ওডিআই।
কি এই গোলাপি ওডিআই? কেনই বা একে গোলাপি ওডিআই বলা হয়? কি রয়েছে এর নেপথ্য ইতিহাস? আসুন একনজরে একটু জেনে নেওয়া যাক। ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ বুকেতে যে ক্যানসার হয় সেই ক্যানসার নিয়ে জনমানসে সচেতনতা বাড়াতেই এই পিঙ্ক ওডিআই খেলা হয়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের তরফে বুকের ক্যানসারে আক্রান্ত বেশ কিছু মানুষকে এইভাবে সাহায্য করা হবে। সাধারণত এইধরনের ক্যান্সার রোগ মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়। তাই এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সেইসব মহিলাদের পাশে দাঁড়াবেন যারা বুকের ক্যান্সারে আক্রান্ত। দক্ষিণ আফ্রিকা দলের তরফে দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। ২০১৩ সাল থেকেই তারা এই বিষয়ে প্রচার করার পাশাপাশি কাজও করছে আলাদা করে।
এই সিরিজে ও ভারতীয় দলের পারফরম্যান্সের উপর ভারতীয় সমর্থকদের আলাদা নজর থাকবে। সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে রয়েছে মেন ইন ব্লু। টিম ইন্ডিয়া ওডিআই বিশ্বকাপে তাদের ১০ টি ম্যাচ খেলে ১০ টিতেই জিতে এবার ফাইনাল খেলতে নেমেছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের উপর শিরোপা জেতার প্রত্যাশার চাপ ছিল যথেষ্ট। এমন আবহে ফাইনালে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিং করার আহ্বান জানায় অস্ট্রেলিয়া দল।
এরপর অজি বোলারদের নিখুঁত লাইন এবং লেন্থে করা বোলিং সামলে মাত্র ২৪০ রান করে ভারত। যা চার উইকেট হারিয়ে তুলে নিয়ে ম্যাচ জেতার পাশাপাশি তাদের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপের পরেই ভারত তাদের প্রথম সিরিজ খেলবে এই অজি দলের বিরুদ্ধেই। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল।