গানের উত্তর গানেই! থুড়ি নির্বাচনী প্রচার না গানের গুঁতো সেটা বোঝা মুশকিল। কী হয়েছে? এদিন প্রচারে বেরিয়ে একটি সভা থেকে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া প্রধানমন্ত্রীকে নিশানা বানান। তাঁকে কটাক্ষ করে গেয়ে ফেলেন একটি গান, থুড়ি একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি। এবার তার পাল্টা জবাব দিলেন অগ্নিমিত্রা পাল।
কী জবাব দিলেন অগ্নিমিত্রা পাল?
এদিন একটি ভিডিয়ো বানিয়ে জুনকে পাল্টা জবাব দেন অগ্নিমিত্রা। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার 'হীরক রানি' বলে আখ্যা দেন। বলেন, 'নমস্কার, আজকে মেদিনীপুর লোকসভার তৃণমূলের প্রার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি গান শুনিয়েছেন। তার উত্তরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বৈরাচারী, অত্যাচারী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটি গান শোনাতে চাই।'
আরও পড়ুন: বরের পর এবার স্ত্রীর পালা! আসন্ন স্পাই থ্রিলারে আলিয়ার সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশনে ভিড়বেন ববি
এরপর তিনি নচিকেতার বিখ্যাত গান নীলাঞ্জনার প্যারোডি গেয়ে শোনান। বলেন, 'হাওয়াই চটি সাদা শাড়ি দেওয়ালাতে নীল সাদা রং/ এই সাজতে গিয়েই করেছ কত সততার ঢং/ অনুদান পেয়েই লুট টাকা ভাইপোর ঘরে/ পেয়াদারা করে জমি বাড়ি সবই হজম/ গ্রামে গঞ্জে রোজ রোজ বারুদের ধোঁয়া/ বোমা ফেটে শিশুদের প্রাণ চলে যাওয়া/ হীরক রানি অধীন রাজ্যে ফেরে না সুদিন/ অবসাদে ডোবে বাংলা দীর্ঘদিন।'
আরও পড়ুন: 'ওয়াদা' করে ভুলে যান 'ধোঁকেবাজ' মোদী! বিজেপিকে ভোট নয়, বার্তা দিয়ে প্রচারের ফাঁকে প্যারোডি গাইলেন জুন
কী বলেছেন জুন মালিয়া?
সোমবার, ২৯ এপ্রিল খড়গপুর ৩২ নম্বর ওয়ার্ডে একটি ঘরোয়া সভায় যোগ দেন জুন মালিয়া। সেখানেই উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী এরপর ভোট চাইতে এলে তাঁকে যেন তাঁরা সকলে এই গানটি শুনিয়ে দেন। তারপরই তিনি বড়া পছতাওগে গানটির প্যারোডি গেয়ে শোনান এবং নরেন্দ্র মোদীকে 'ধোঁকাবাজ' বলে আখ্যা দেন। যদিও তিনি এদিন জানান এই গানটির কৃতিতে আরজেডি নেতা তেজস্বী যাদবকে। এদিন জুন মালিয়া যে গানটি গান সেখানে তিনি বলেন, 'মোদি তুম তো ধোঁকেবাজ হো/ওয়াদা করকে ভুল যাতে হো/ রোজ রোজ মোদিজি তুম ঝুট বোলো গে/জনতা রুঠ জায়েগে তো হাত মলো গে।'