দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণে মহম্মদ হাফিজকে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক দলের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক এই নিয়ে বোর্ডের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন যে, প্রশাসনিক পদের জন্য প্রাক্তন খেলোয়াড়দের ‘টার্গেট’ করা অনুচিত, যখন তাঁরা দলের পারফরম্যান্সের জন্য জবাবদিহি করতে রাজি নন।
নিউজিল্যান্ডের কাছে ১-৪ টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ হারের পাশাপাশি এবং অস্ট্রেলিয়ায় ০-৩ টেস্ট সিরিজ হারের পরে, পিসিবি গত মাসে হাফিজকে তাঁপ পদ থেকে সরিয়ে দিয়েছেন। পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলে ইনজামাম সাক্ষাৎকার দিতে গিয়ে প্রশ্ন তুলেছেন, ‘মহম্মদ হাফিজকে টিম ডিরেক্টরের পদ থেকে অপসারণ করা হলেও, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের পর ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচক হিসেবে বহাল রাখার কারণ কেউ কি ব্যাখ্যা করতে পারবেন?’
আরও পড়ুন: অভিষ্কাকে সাজঘরে ফিরিয়ে ‘টাইম-আউট’ নিয়ে শরিফুল ফের খোঁচা মারলেন লঙ্কাকে,নতুন করে শুরু বিতর্ক- ভিডিয়ো
তাঁর স্পষ্ট জিজ্ঞাস্য, মহম্মদ হাফিজকে টিম ডিরেক্টর এবং ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচক হিসেবে একই সময়ে নিযুক্ত করেছিল পিসিবি। তাহলে শুধু হাফিজকে কেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল? ইনজামাম বলেছেন, ‘উভয়কেই কি একই সময়ে নিয়োগ করা হয়নি এবং একই দায়িত্ব দেওয়া হয়নি? তাহলে কেন শুধু হাফিজকে জবাবদিহি করতে হল, ওয়াহাব রিয়াজকে নয়?’
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামাম পিসিবির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ক্ষেত্রে আরও একটি বিষয় টেনে এনেছেন। তাঁর মতে, প্রাক্তন অধিনায়ক এবং তারকাদের আর একটু বেশি সম্মান দিতে হবে। ৫৪ বছর বয়সী ইনজামামের মতে, ‘কোনও সন্দেহ নেই পিসিবি চেয়ারম্যানের পদটা অনেক সম্মানের। কিন্তু বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রাক্তন অধিনায়ক এবং তারকারাও একই সম্মান পাওয়ার যোগ্য।’
আরও পড়ুন: লন্ডন থেকে ভারতে ফিরলেন কেএল রাহুল, খেলবেন কি IPL 2024?
ইনজামাম এ নিয়ে একটি উদাহরণ টেনে আনেন, ‘প্রধান নির্বাচক হিসেবে আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পর পিসিবি অফিসে এক নির্ধারিত বৈঠকে আমাকে ডাকা হয়েছিল। চেয়ারম্যানের আসার অপেক্ষায় আমি বসে ছিলাম পিসিবির দুই অফিশিয়াল সলমান নাসের এবং আলিয়া রশিদের সঙ্গে। কিন্তু তিনি অ্যকাডেমিতে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে নাসের ও আলিয়াকে ফোন করে দেখা করতে বলেন। তিনি তখন দেখা করতে পারবেন না বলে জানানো হয়। তবে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। এর পর আলিয়া কিছুক্ষণ পরে ফিরে এসে তদন্ত কমিটির বিষয়ে আমাকে বলেছিল।’
তিনি আরও যোগ করেন, ‘চেয়ারম্যানের এই আচরণে আমি আহত হয়েছি। খেলোয়াড়দের সঙ্গে কাজ করে এমন এজেন্ট এবং তাদের কোম্পানিগুলির প্রতিটি বিবরণ আইসিসি এবং পিসিবির কাছে পাওয়া যায় এবং এটি এত বড় ব্যাপার ছিল না। আমি ওদের বলেছিলাম যে, পদত্যাগ করব এবং ওরা ওদের তদন্ত শেষ করতে পারবে।’
পাকিস্তান ক্রিকেট যেভাবে চলছে, তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ইনজামাম। বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট এভাবে চলতে পারে না। বোর্ড অফিশিয়ালদের নিজেদের কৃতকর্মের দায়দায়িত্ব নিতে হবে।’