ভারতের সিনিয়র ব্যাটসম্যান কেএল রাহুলের ২২ গজে ফেরা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এবার পাওয়া গেল বড় আপডেট। লোকেশ রাহুল কোয়াড্রিসেপ চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট খেলতে পারেননি। এমন কী ধরমশালা টেস্টেও তিনি খেলতে পারেননি। গত বছর এই চোটের জন্যই একটি অস্ত্রোপচারও করেছিলেন রাহুল। ফের সমস্যা হওয়ায়, তিনি কয়েক দিন আগে লন্ডনেও গিয়েছিলেন। তবে সম্প্রতি জানা গিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ফিট হওয়ার পথে রাহুল। অর্থাৎ আইপিএল খেলতে পারবেন কেএল।
কেএল রাহুল লন্ডনে গিয়ে যাবতীয় টেস্ট এবং চিকিৎসা করিয়ে ফের ভারতে ফিরে এসেছেন। এবং ২০২৪ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময়ে রাহুল তাঁর ডান কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন। যার ফলে তিনি আর বাকি টেস্টে খেলতে পারেননি। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম মরশুমে মাঠে নামতে আগ্রহী রাহুল। আর ২২ গজে প্রত্যাবর্তনের জন্য কঠোর প্রস্তুতি চালাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার।
আরও পড়ুন: ব্যাটের পরে বলেও কামাল শার্দুলের, তামিলনাড়ুকে বিধ্বস্ত করে Ranji Trophy-র ফাইনালে মুম্বই
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, রাহুলের ঝটিকা লন্ডন সফর সফল হয়েছে এবং ভারতীয় ব্যাটসম্যান ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলএসজি প্রথম ম্যাচ খেলতে মরিয়া। আর তার আগে সময়ম মতো ফিট হয়ে উঠতে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রিহ্যাবে রয়েছেন। ২০২৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। যাইহোক আইপিএলের নতুন মরশুমে এলএসজি অধিনায়ক পুরো ফিট এবং ম্যাচ প্রস্তুত হয়ে প্রত্যাবর্তন করতে মরিয়া।
আরও পড়ুন: ঠান্ডা, তার উপর বৃষ্টির সম্ভাবনা, ধরমশালায় ঘরের মাঠের আবহাওয়া পাবে ইংল্যান্ড
টাইমসকে এক সূত্র বলেছেন, ‘রাহুল লন্ডনে শীর্ষস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন। রবিবার তিনি ভারতে ফিরে এসেছেন এবং পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন। শীঘ্রই এনসিএ থেকে তাঁর রিটার্ন টু প্লে সার্টিফিকেট পাওয়া উচিত।’
ফিট হওয়ার প্রতি রাহুলের উৎসর্গের পিছনে আর একটি প্রেরণা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাহুল, তার সিনিয়র পেশাদার রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের পরাজয়ের পরে বহু দিন এই ফর্ম্যাটে খেলেননি। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তিনি দলে ফেরেন। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, রাহুল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিতে মরিয়া হয়ে রয়েছেন। সূত্রের দাবি, ‘তিনি আইপিএলে তাঁর যোগ্যতা প্রমাণ করতে আগ্রহী। কারণ তিনি উইকেটকিপার-ব্যাটার হিসেবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে মরিয়া।’