বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024 Auction: মেয়েকে জন্মদিনে ভালো উপহার কিনে দিতে পারলাম- ১৪ কোটি পেয়ে জীবন বদলাবে, আশা কিউয়ি ব্যাটারের

IPL 2024 Auction: মেয়েকে জন্মদিনে ভালো উপহার কিনে দিতে পারলাম- ১৪ কোটি পেয়ে জীবন বদলাবে, আশা কিউয়ি ব্যাটারের

ড্যারিল মিচেল।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২০২৩ ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন। ফলে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। আইপিএলে সেটা কাজে লাগতে পারে। তাই ১৪ কোটি টাকা দিয়ে ড্যারিল মিচেলকে এবার নিলাম থেকে কিনেছে চেন্নাই সুপার কিংস।

এবারের আইপিএল নিলাম থেকে চেন্নাই সুপার কিংসের একটি বড় লক্ষ্য ছিল বেন স্টোকসের পরিবর্ত খুঁজে নেওয়া। ১৪ কোটি টাকা দিয়ে ড্যারিল মিচেলকে কিনে সেই লক্ষ্য পূরণেরই চেষ্টা করেছে সিএসকে। গত বারের নিলামে বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনলেও, তাঁকে খুব বেশি ব্যবহার করতে পারেনি চেন্নাই। চোটের কারণে খেলতেই পারেননি স্টোকস। তিনি এ বারের আইপিএলেও নেই। তাই স্টোকসকে ছেড়ে দেয় সিএসকে। তাঁর জায়গায় ড্যারিল মিচেলকে ১৪ কোটি টাকা দিয়ে কেনে তারা। আর তাঁর দাম ১৪ কোটি ওঠায় উচ্ছ্বসিত মিচেল।

নিলামের পর দিন সকালে নিউজিল্যান্ডে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মিচেল দবি করেছেন, ‘প্যাডেলগুলি উপরে উঠতে দেখে আমার হার্ট একটু একটু করে পাম্প করতে শুরু করে। আগে একটি নিলামের মধ্যে দিয়ে গিয়েছি এবং অবিক্রিত হয়ে গিয়েছি। তবে এই অভিজ্ঞতাটির জন্য মঙ্গলবার একটি বিশেষ রাত ছিল এবং এখন স্পষ্টতই চেন্নাই সুপার কিংসের অংশ হতে পেরে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেছেন, ‘আজ অ্যাডির (বড় মেয়ে) জন্মদিন, তাই নিলাম চলার সময়ে কিছু উপহার এবং জিনিসপত্র গুছিয়ে রাখা হচ্ছিল। নিলামে কখন উঠব, জানা ছিল না। তাই হ্যাঁ, আমরা নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম এবং নিলামে চোখ রেখেছিলাম, এবং যখন নিলামে উঠি, তখন কী ঘটবে, তা দেখার জন্য স্ক্রিনে আটকে থাকি।’

আরও পড়ুন: ধোনির ছায়া দেখেছিলেন, তাই কুশাগ্রার জন্য ১০ কোটিও খরচ করতে রাজি ছিলেন সৌরভ- জানালেন ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের বাবা

এখানেই শেষ নয়। মিচেল জানিয়েছেন, নিলামের পর সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং তাঁকে ফোন করেছিলেন। মিচেল বলেছেন, ‘সব কিছু শেষ হওয়ার পর চেন্নাই আমার সঙ্গে যোগাযোগ করে। ম্যানেজার ফ্লেমের সঙ্গে কথা হয়। সিএসকে-র সঙ্গে কথা বলে কিছু জিনিস পরিষ্কার হয়। পাশাপাশি নিজেকে চেন্নাই সুপার কিংসের অংশ বলে মনে হয়। আমি এতটা ভাগ্যবান কিনা, সেটা নিজেকে চিমটি কেটে দেখেছি। এটি সবই খুব দ্রুত ঘটে। এবং কয়েক মাসের মধ্যে এই দলে যোগ দেওয়া জন্য অপেক্ষা করছি।’

২০টি টেস্ট, ৩৯টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলা ড্যারিল মিচেল নিউজিল্যান্ডের জাতীয় দলের একজন প্রতিষ্ঠিত সদস্য। ২০২২ সালে রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন তিনি। কিন্তু প্রথম একাদশে মাত্র দু'বার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: এত টাকা দিয়ে মিচেল স্টার্ককে কেন দলে নিল KKR? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন গম্ভীর

মিচেল বলেছেন, ‘আজ আমার বড় মেয়ের পাঁচ বছরের জন্মদিন। তাই আমি ওকে ঘুম থেকে ওঠানোর জন্য একটি সুন্দর উপহার কিনে দেওয়ার সুযোগ পেয়েছি। এমন নয় যে, ও বুঝতে পারছে কী ঘটছে। কিন্তু হ্যাঁ, এই ধরণের পরিস্থিতির পুরো বিষয়টিই, আমাদের পরিবারকে অনেক উপায়ে সেট করতে সাহায্য করবে। আমার দুই মেয়ে বড় হচ্ছে। ওরা হয়তো একদিন এই বিষয়গুলি উপভোগ করবে। এবং সেটা আমার জন্য করবে। সেটা হলে, খুব ভালো হবে। ওদের জন্যই তো এত সবটা করা।’

চেন্নাই সুপার কিংসে মিচেল অনেক পরিচিত মুখ পাবেন। স্যান্টনার, ফ্লেমিং তো আছেনই, রাচিন রবীন্দ্রকেও নিলাম থেকে নিয়েছে সিএসকে। এবং ডেভন কনওয়ে ইতিমধ্যেই সেখানে রয়েছেন। ফিজিও টমি সিমসেকও রয়েছেন।

ড্যারিল মিচেল বলেছেন, ‘ফ্লেমের অধীনে খেলার জন্য সত্যিই উচ্ছ্বসিত। ও অবশ্যই একজন খেলোয়াড় এবং এখন একজন কোচ হিসাবেও আমাদের দেশের ক্রিকেটে দুর্দান্ত। ওর কাছ থেকে শেখার জন্য মুখিয়ে। ও অবশ্যই অনেক সাফল্য পেয়েছে এবং আমি এর জন্য অপেক্ষা করছি। এছাড়াও আমি প্রায় ১২ বছর বয়স থেকে মিচের (মিচেল স্যান্টনার) সঙ্গে বড় হয়েছি। এবং এখন দলে ডেভ এবং রাচিনও রয়েছে। এটি বেশ মজার হবে।’

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

জোড়া ঘূর্ণাবর্তের দোসর বায়ু! বৃহস্পতি পর্যন্ত বৃষ্টি বাংলায়, কোথায় ঝড় উঠবে? MI-কে হারিয়ে প্লে-অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR সিকন্দর ব্যর্থ হতেই জারিজুরি শেষ জিম্বাবোয়ের,তাসকিনদের দাপটে বিরাট জয় বাংলাদেশের ‘বিপদে আমিই প্রথম…’উদ্ধবের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝালেন মোদী,উস্কে দিল জল্পনা কেমন হল মাধ্যমিকে পাঠভবনের ফল? কলকাতার নামী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কী বলছেন 'গল্পের এই ট্র্যাকে সূর্যর আর ফেরার নেই', অনুরাগের ছোঁয়া থেকে বাদ দিব্যজ্যোতি? পদ্মার ইলিশ নাগালের বাইরে! এবার পুকুরেই চাষ হবে বাঙালির প্রিয় মাছ ক্ষত্রিয় বিতর্কের মধ্যেই ‘জাতির স্বার্থে’ মোদীকে সমর্থন ৪৫টি রাজপরিবারের

Latest IPL News

রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ছানাবড়া বেঙ্কি-স্টার্করা, ওয়াংখেড়েতে ৫০ উইকেটের নজির হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টসের রেজাল্ট, শুরু হল বিতর্ক ‘একটু বিশ্রাম দরকার’, ৩টে ছবি করে ক্লান্ত ৬০ ছুঁইছুঁই শাহরুখ! কবে ফিরছেন ফ্লোরে? টিমে রাসেল, ফিরলেন হেতমায়ের, সুযোগ পেলেন গাব্বার নায়ক! দল ঘোষণা করল উইন্ডিজ বয়স ১০৩ বছর! CSK-এর সুপার ফ্যানের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা এখানে যে কেউ সেঞ্চুরি করতে পারে, IPL কি তবে ফাটকা? রোহিতের উত্তরে বিতর্কের গন্ধ দলে ফিরতে ছেড়েছিলেন রসমালাই,বিরিয়ানি! কীভাবে ৪ মাসে ১৬ কেজি ওজন কমালেন ঋষভ পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.