এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার পরিবর্তে তাঁকে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এদিনের ম্যাচের কথা বললে, গুজরাট টাইটান্স, প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স দল ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করতে পারে। এই ম্যাচে শুভমন গিল যেখানে তার অধিনায়কত্বের জন্য প্রশংসিত হচ্ছেন সেখানে হার্দিক পান্ডিয়া তার কিছু সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়েছেন।
হার্দিক পান্ডিয়া নিজেই জসপ্রীত বুমরাহ এবং জেরাল্ড কোয়েটজির আগে বোলিং করেছিলেন। এ ছাড়া মুম্বই ইন্ডিয়ান্স দলকে যখন সবচেয়ে বেশি সমস্যায় দেখা যাচ্ছিল, তখন ব্যাটিং অর্ডারে টিম ডেভিডকে নিজের উপরে পাঠান হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ছিল ১৯ রান। হার্দিক পান্ডিয়া প্রথম দুই বলে ১০ রান করলেও তার পর বাজে শট খেলে আউট হন তিনি। এরপর শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স মাত্র ১২ রান করতে পারে এবং ম্যাচ হেরে যায়। সবকিছু পরে গিল যেখানে প্রশংসায় ভেসে যাচ্ছেন, সেখানে সমালোচনার শিকার হয়েছেন হার্দিক পান্ডিয়া।