বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024 GT vs MI: হার্দিককে ভক্তদের মনে ফের জায়গা করে নেওয়ার মন্ত্র দিলেন লারা! এবার কি বদলাবে পান্ডিয়ার ভাগ্য

IPL 2024 GT vs MI: হার্দিককে ভক্তদের মনে ফের জায়গা করে নেওয়ার মন্ত্র দিলেন লারা! এবার কি বদলাবে পান্ডিয়ার ভাগ্য

শুভমন গিলের সঙ্গে হার্দিক পান্ডিয়া (ছবি-AP) (AP)

 আসলে, ধারাভাষ্য চলাকালীন, ক্রিকেটার ইয়ান বিশপ একটা সময়ে ব্রায়ান লারাকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তদের কাছে ভালো হওয়ার জন্য হার্দিক পান্ডিয়ার কী করা উচিত? কীভাবে তিনি আবারও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন? এই প্রশ্নের উত্তরে ব্রায়ান লারা খুব সহজ উত্তর দিয়েছেন।

শুভমন গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স রোমাঞ্চকর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের চোয়াল থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছে। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৯ রান, কিন্তু অভিজ্ঞ ফাস্ট বোলার উমেশ যাদব বিস্ময়কর কাজ করেছেন এবং গুজরাটকে এই ম্যাচ জিততে বড় ভূমিকা পালন করেছিলেন। এভাবেই হার্দিকের অধিনায়কত্বে হারের মুখে পড়তে হয়েছে মুম্বইকে। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব নেওয়ার পরে হার্দিক পান্ডিয়ার প্রতি ভক্তদের রাগ ক্রমশই বেড়ে যাচ্ছে। ভক্তদের এই রাগ কিছুতেই কমছে না। ভক্তরা তাকে অনেকবার মাঠে বিদ্রুপ করেছিলে। যা নিয়ে প্রাক্তনীরা নানা মন্তব্য করেন।

আরও পড়ুন… IPL 2024 GT vs MI: ভারতের মাটিতে এমন ঘটনা আগে কখনও দেখিনি- হার্দিককে অপমানিত হতে দেখে হতবাক পিটারসেন

গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের সময় ধারাভাষ্য করছিলেন কেভিন পিটারসেন, সেই সময়ে তিনি বলেছিলেন, ‘শেষ কবে ভারতে একজন ভারতীয় ক্রিকেটারকে এমনভাবে অপমান করা হয়েছিল? আমি কখনই কোন ভারতীয় খেলোয়াড়কে এমনভাবে অপমানিত হতে দেখিনি। যেভাবে আমদাবাদে ভক্তরা হার্দিক পান্ডিয়াকে বিদ্রুপ করলেন, সেটি একটি বিরল ঘটনা।’ প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাও এবার হার্দিক ও ভক্তদের প্রসঙ্গে নিজের মত দিলেন। তিনি জানিয়েছেন, ভক্তদের চোখে ভালো হয়ে ওঠার জন্য হার্দিকের কী করা উচিত।

আরও পড়ুন… IPL 2024: GT vs MI ম্যাচের পর ব্যর্থ ইশানের পিঠে ভরসার হাত জয় শাহর, বদলাবে কি সমীকরণ?

আসলে, ধারাভাষ্য চলাকালীন, ক্রিকেটার ইয়ান বিশপ একটা সময়ে ব্রায়ান লারাকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তদের কাছে ভালো হওয়ার জন্য হার্দিক পান্ডিয়ার কী করা উচিত? কীভাবে তিনি আবারও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন? এই প্রশ্নের উত্তরে ব্রায়ান লারা খুব সহজ উত্তর দিয়েছেন। তিনি বলেছিলেন হার্দিক একটা কাজ করলে আবার নিজের জায়গা ফিরে পাবেন। তিনি বলেন, ‘তার ভারতের হয়ে খেলা উচিত।’

আরও পড়ুন… IPL 2024: চূড়ান্ত বিদ্রুপের শিকার হয়ে আমদাবাদের জনতার উদ্দেশ্যে কী বললেন হার্দিক?

আমরা আপনাকে বলি যে হার্দিক টিম ইন্ডিয়ার হয়ে শুধুমাত্র ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন। টেস্ট ক্রিকেটে তাঁকে সেভাবে দেখা যায় না। যদিও বিশ্বকাপে চোটের পর ভারতের হয়ে একটি ম্যাচও খেলেননি তিনি। হার্দিক পান্ডিয়া বলেছিলেন যে, ‘আমি জানুয়ারিতেই ফিট হয়ে গেছি। কিন্তু ম্যাচ না থাকায় খেলার সুযোগ পাইনি।’ হার্দিক পান্ডিয়ার জন্যও চোট বড় সমস্যা। বিশ্বকাপে চোট পাওয়ার পর পান্ডিয়ার সেরে উঠতে প্রায় ৩-৪ মাস লেগেছিল।

আরও পড়ুন… ভিডিয়ো: এটা কী করলেন হর্ষিত রানা! মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না KKR তারকা

হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ৯২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে মোট ১৩৪৮ রান। তার সর্বোচ্চ স্কোর ৭১। হার্দিকের গড় প্রায় ২৫ রান। বোলিং করার সময়, হার্দিক ৯২ ম্যাচের ৮২টি ইনিংসে মোট ৭৩টি উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত কোনও ম্যাচেই ৫ উইকেট নিতে পারেননি হার্দিক পান্ডিয়া।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

সুজনের ‘মৃতার ডায়েরি’দেখে ছবি আঁকলেন সমীর আইচ, বিক্রির টাকা গেল অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.