শুভব্রত মুখার্জি- ২০২৪ সালের আইপিএলের নিলাম আর কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হতে চলেছে। এবারের নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে। তার আগেই ঘর গুছিয়ে নিতে ব্যস্ত সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতিমধ্যেই কোন কোন ক্রিকেটারকে দলে ধরে রাখা হবে আর কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হল নিলামে লড়াই করার জন্য তার তালিকা প্রকাশ করেছে সব ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি কোন কোন ক্রিকেটারকে নিলামের আগেই 'ট্রেডিং' অর্থাৎ বেচাকেনা হয়েছে তাও ইতিমধ্যেই সবাই জানতে পেরে গিয়েছে। এই সব কিছুর মধ্যে বহুল চর্চিত মুভটি হয়েছে গুজরাট টাইটানস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে। গুজরাটের গত মরশুমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিরে গিয়েছেন তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বইয়ে। আর হার্দিকের চলে যাওয়ার ফলে তাঁর জায়গা পূরণ করতে নিলামে পাওয়ার হিটার শাহরুখ খানকে নিয়ে গুজরাট টইটানস এবং চেন্নাই সুপার কিংসের যে একটা লড়াই হতে চলেছে তা মনে করছেন ভারতীয় তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
কেন এমন কথা বলছেন অশ্বিন? সেই কারণও ব্যাখ্যা করেছেন ভারতীয় তারকা স্পিনার। তবে বিশেষজ্ঞরা মনে করছেন অশ্বিনের এই ভবিষ্যদ্বাণী বেশ সাহসী ভবিষ্যদ্বাণী। এই মুহূর্তে 'অ্যানক্যাপড' রয়েছেন শাহরুখ খান। অর্থাৎ ভারতের হয়ে এখন ও খেলা হয়নি তাঁর। সেই শাহরুখ খানকে দলে নিতে টাকার থলি নিয়ে নিলামে যুদ্ধে নামতে পারে জিটি এবং সিএসকে এমনটাই ধারণা অশ্বিনের। প্রসঙ্গত ২০২৪ সালের আইপিএলের নিলামের আগেই শাহরুখ খানকে ছেড়ে দিয়েছে পঞ্জাব কিংস। ফলে এবার নিলামের টেবিলের হাতুড়ির তলায় যেতে হচ্ছে এই পাওয়ার হিটারকে। ২০২২ সালের আইপিএলের মেগা নিলামে নয় কোটি টাকা খরচ করে শাহরুখ খানকে কিনেছিল পঞ্জাব কিংস। এখন পর্যন্ত ৩৩ টি আইপিএলের ম্যাচ খেলেছেন শাহরুখ খান। তাঁর ঝুলিতে রয়েছে ৪২৬ রান। গড় ২০.২৯। স্ট্রাইক রেট ১৩৪.৮১।
তামিলনাড়ুর এই ব্যাটারের সঙ্গে একসঙ্গে খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অশ্বিন। তিনি জানিয়েছেন, ‘আমি দেখতে পাচ্ছি সিএসকে এবং জিটির মধ্যে একটা যুদ্ধ হতে চলেছে। এই যুদ্ধটা হবে নিলামের টেবিলে শাহরুখ খানকে দলে ভেড়ানো নিয়ে। গুজরাট সবেমাত্র হারিয়েছে হার্দিককে। যে একজন মিডল অর্ডার ব্যাটার তো ছিলই। পাশাপাশি ছিল একজন ভালো ফিনিশার। ফলে গুজরাটের ওই জায়গায় একজন পাওয়ার হিটার প্রয়োজন। শাহরুখ খান পঞ্জাব কিংসে ছিল ৯ কোটি টাকায়। আমার যেটা উপলব্ধি যে ও ওঁর স্কিল খুব ভালোভাবেই দেখাতে সক্ষম হয়েছে। এই ছেড়ে দেওয়াকে কি আমি ভালো ছেড়ে দেওয়া বলতে পারি? কারণ আমি মনে করছি ওঁকে (শাহরুখকে) যে দল নেবে তারা আবার ১২ থেকে ১৩ কোটি টাকা ওঁর জন্য খরচ করতে চলেছে। আমার মনে হয় সিএসকে একটা সুযোগ নিতে পারে মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে শাহরুখকে দলে নিতে। কারণ ওদের দলে সেই ভাবে স্থানীয় ক্রিকেটারের উপস্থিতি নেই। আর সেই কারণেই মনে করছি যেহেতু মেগা নিলামেও ওরা শাহরুখ খানকে টার্গেট করেছিল এবার ও ওরা শাহরুখকে টার্গেট করবে।’