শুভব্রত মুখার্জি: ক্রিকেট বিশ্বে বিভিন্ন দেশের ক্রিকেটারদের বিভিন্ন রকম বিশ্বাস রয়েছে। অনেকেই এই বিশ্বাসকে আবার সংস্কারও বলে থাকেন। স্টিভ ওয়াহ, মার্লন স্যামুয়েলস, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে হেন কোন ক্রিকেটার নেই, যার এই দৃঢ় বিশ্বাস বা সংস্কার নেই। কেউ প্যাড পরার সময়ে কোনও একটি নির্দিষ্ট পায়ের প্যাড আগে পরেন। আবার কেউ ব্যাট করতে যাওয়ার সময়ে সব সময়ে পকেটে রাখেন লাল রঙের রুমাল। এক একজনের এক একরকম সংস্কার। তবে টস নিয়ে এমন অদ্ভুত ঘটনার কথা আগে কখনও শোনা যায়নি। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে সেই ঘটনার সাক্ষী থাকল দর্শকেরা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে টসের আগে কয়েন নিয়ে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের আচরণে হতবাক হয়ে যান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
ঠিক কি ঘটেছিল টসের আগে? মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচ শুরুর আগে টসের জন্য কয়েনটি স্পিন করতে দেওয়া হয় শ্রেয়সের হাতে। তিনি কয়েনটি স্পিন করার আগে হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে অন্যদিকে তাকিয়ে তাতে চুম্বন করেন। অর্থাৎ তাঁর হয়তো বিশ্বাস ছিল, এই সংস্কারটি করার পরে তিনি টস করলে, হয়তো টসে জিতবেন। শ্রেয়সের কার্যকলাপে অবাক হয়ে যান তাঁর পাশে থাকা সঞ্জু স্যামসন। তবে টস ভাগ্য শ্রেয়সকে সঙ্গ দেয়নি। এত কিছু করার পরেও শেষ পর্যন্ত টসে হারতে হয় কেকেআর অধিনায়ককে।
আরও পড়ুন: অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ
টসের সময়ে কয়েনকে স্পিন করার আগে, তাতে চুম্বন করার রীতিটি এবারেই চালু করেছেন শ্রেয়স আইয়ার। মোটামুটি ভাবে সাফল্যও পেয়েছেন তিনি। তবে রাজস্থানের বিরুদ্ধে তাঁর এই সংস্কার কাজে আসেনি। টসে হেরে যান শ্রেয়স। এর পর কলকাতা নাইট রাইডার্স দলকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানানো হয় রাজস্থান রয়্যালসের তরফে। টসের গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বিষয়টি নিয়ে সঞ্জু স্যামসনকেও প্রশ্ন করেন। তার মতামত জানতে চান। যার উত্তরে সঞ্জু বলেন, তিনি এই ঘটনাটিতে বেশ অবাক হয়েছেন। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বিষয়টি নিয়ে বলতে গিয়ে দাবি করেছেন, ‘ওটা একটা উড়ন্ত চুম্বন ছিল মাত্র, তার বেশি কিছু না।’