বুধবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই তিন উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাট টাইটান্স। রশিদ খানের ম্যাচজয়ী বাউন্ডারির সৌজন্যে ১৯৭ রান তাড়া করে টাইটান্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জিটির হয়ে ৪৪ বলে ৭২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন শুভমান গিল। রাজস্থানের বেলারদের মধ্যে কুলদীপ সেন তিনটি উইকেট নেন এবং যুজবেন্দ্র চাহাল দু'টি উইকেট নিয়েছেন।
ম্যাচের পরে শুভমন গিল তাঁর দলের পারফম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ছিল। কিন্তু ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে ধারাভাষ্য়কর হর্ষ ভোগলের খোঁচা মারা প্রশ্নে রীতিমতো ক্ষেপে যান শুভমন গিল। তবে হর্ষের কথার সুন্দর জবাব দিয়ে তাঁর মুখ বন্ধ করে দেন জিটি অধিনায়ক। আর শুভমনের এই জবাবের ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্যকরকে কথা শোনালেন সঞ্জু
হর্ষ ভোগলের খোঁচার যোগ্য জবাব শুভমনের
ভোগলে জিজ্ঞেস করেছিলেন, ‘ভালো হয়েছে, তুমি আজ দু' টি পয়েন্ট পেয়েছো। কিন্তু একটা আমি অবশ্যই স্বীকার করতে পারি যে, আমাদের মধ্যে কেউ কেউ ভেবেছিল, তুমি অনেক দেরি করে ফেলেছো, কিন্তু আজ (বুধবার) ভালো করেছো।’
শুভমন গিল এক লাইনে হর্ষের কথার জবাব দেন। গিল বলেন, ‘ধন্যবাদ, তবে গুজরাট টাইটান্সরা যখন খেলছে, তখন এরকম ভাববেন না।’ একথা বলার পর গিল নিজে হেসে ফেলেন। আর শুভমনের জবাবে হেসে ফেলেন হর্ষও।
আরও পড়ুন: একেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ টাকা জরিমানা করা হল সঞ্জুকে
সংক্ষিপ্ত স্কোর
টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান শুভমন গিল। এদিন ক্যাপ্টেনস ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত। ইনিংসে ছিল ২টি ছয়, ৭টি চার। চলতি আইপিএলে নিজের জাত চেনাচ্ছেন রিয়ান পরাগও। আরও একটি অনবদ্য ইনিংস খেলেন। নিজের তৃতীয় অর্ধশতরান তুলে নেন তিনি। ৫টি ছয়, ৩টি চারের সাহায্যে ৪৮ বলে ৭৬ রান করেন। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান।
আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে বড় লাফ রিয়ান, শুভমন, সঞ্জুর, পার্পল ক্যাপ পুনরুদ্ধার করলেন যুজি
রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৬৪ রান যোগ করে শুভমন গিল, সাই সুদর্শন জুটি। কিন্তু কুলদীপ সেনের বিধ্বংসী বোলিংয়ে ছারখার হয়ে যান গুজরাটের ব্যাটাররা। প্রথম তিন উইকেটই মধ্যপ্রদেশের পেসারের। ৩৫ রানে আউট হন সুদর্শন। রান পাননি ম্যাথিউ ওয়েড (৪) এবং অভিনব মনোহর (১)। একাই লড়াই করছিলেন শুভমন গিল। ৪৪ বলে ৭২ রান করে আউট হন গুজরাটের অধিনায়ক। ইনিংসে ছিল ২টি ছয়, ৬টি চার। শেষ দিকে রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১১ বলে ২২ করেন তেওয়াটিয়া। ১১ বলে ২৪ করে অপরাজিত থাকেন রশিদ। ৩ উইকেটে ম্যাচ জেতে টাইটান্স।