বাংলা নিউজ > ক্রিকেট > RR vs GT, IPL 2024: হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্যকরকে কথা শোনালেন সঞ্জু

RR vs GT, IPL 2024: হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্যকরকে কথা শোনালেন সঞ্জু

হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্যকরকে কথা শোনালেন সঞ্জু।

Rajasthan Royals vs Gujarat Titans: রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের অপরাজিত ঝোড়ো ব্যাটিং জলে যায় বুধবার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হয় রাজস্থানকে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৬ রান করে রাজস্থান। জবাবে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়সূচক রানে পৌঁছে যায় গুজরাট।

বুধবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৯৬ রান তুলেও হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। এ বারের আইপিএলে এই প্রথম বার হারলেন সঞ্জু স্যামসনরা। ২০২৪ আইপিএল মরশুমে টানা চার ম্যাচে জয় পাওয়ার পর, বুধবার রশিদ খানের দাপটে শেষ বলে ম্যাচ জেতে গুজরাট টাইটান্স। রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের অপরাজিত ঝোড়ো ব্যাটিং জলে যায়। ঘরের মাঠে হারতে হল রাজস্থানকে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৬ রান করে রাজস্থান। জবাবে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়সূচক রানে পৌঁছে যায় গুজরাট।

‘হারের পর কারণ বলাটাই অধিনায়কের জন্য কঠিন’

খেলার শেষে আরআর অধিনায়ক সঞ্জু স্যামসনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোথায় রাজস্থান ম্যাচটি হারে? জবাবে হেসে সঞ্জু বলেন, ‘ম্যাচের শেষ বলে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘সত্যি কথা বলতে, এই মুহূর্তে কথা বলা খুব কঠিন। ম্যাচে হারার পর এটা বলাটা একজন অধিনায়কের কাছে সবচেয়ে কঠিন, যে কেন এবং কোথায় ম্যাচটি হারলাম। হয়তো কয়েক ঘণ্টা পর আমি বলতে পারব।’

আরও পড়ুন: একেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ টাকা জরিমানা করা হল সঞ্জুকে

টাইটান্সকে কৃতিত্ব

স্যামসন দাবি করেছেন, এই জয় থেকে শিক্ষা নিয়ে তাঁরা এগিয়ে যেতে চায়। সেই সঙ্গে তিনি এই জয়ের জন্য গুজরাট টাইটান্সকে কৃতিত্ব দিয়েছেন। তাঁর দাবি, ‘গুজরাট টাইটান্স যে ভাবে ব্যাটিং করেছে, বোলিং করেছে এবং ফিল্ডিং করেছে, তার জন্য আপনাকে কৃতিত্ব দিতে হবে। আমরা এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। (স্কোরে) যখন আমি ব্যাটিং করছিলাম, তখন ভেবেছিলাম ১৮০-এর কাছাকাছি স্কোর লড়াই করার মতো হবে। ১৯৭ ছিল একটি জেতার মতো স্কোর। কোনও শিশির ছিল না এবং উইকেট কিছুটা শুকনো এবং নিম্ন ছিল।’

আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে বড় লাফ রিয়ান, শুভমন, সঞ্জুর, পার্পল ক্যাপ পুনরুদ্ধার করলেন যুজি

বোলারদের দিকে আঙুল

তিনি আর যোগ করেছেন, ‘আমাদের বোলারদের দায়িত্ব নিতে হত। তবে ওরা ভালো ব্যাটিং করেছে। আমাদের ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলা সহজ ছিল না। তাও আমরা আমাদের ইনিংসকে ভালো ভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। জয়পুরে শিশির ছাড়া ১৯৭ স্কোর জেতার মতোই।’

আরও পড়ুন: রিহ্যাবে থাকার সময়ে MI-এর পুরো ম্যাচগুলি দেখিনি- কিন্তু কেন? কারণ জানালেন সূর্য

সংক্ষিপ্ত স্কোর

টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান শুভমন গিল। এদিন ক্যাপ্টেনস ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত। ইনিংসে ছিল ২টি ছয়, ৭টি চার। চলতি আইপিএলে নিজের জাত চেনাচ্ছেন রিয়ান পরাগও। আরও একটি অনবদ্য ইনিংস খেলেন। নিজের তৃতীয় অর্ধশতরান তুলে নেন তিনি। ৫টি ছয়, ৩টি চারের সাহায্যে ৪৮ বলে ৭৬ রান করেন। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান।

রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৬৪ রান যোগ করে শুভমন‌ গিল, সাই সুদর্শন জুটি। কিন্তু কুলদীপ সেনের বিধ্বংসী বোলিংয়ে ছারখার হয়ে যান গুজরাটের ব্যাটাররা। প্রথম তিন উইকেটই মধ্যপ্রদেশের পেসারের। ৩৫ রানে আউট হন সুদর্শন। রান পাননি ম্যাথিউ ওয়েড (৪) এবং অভিনব মনোহর (১)। একাই লড়াই করছিলেন শুভমন গিল। ৪৪ বলে ৭২ রান করে আউট হন গুজরাটের অধিনায়ক। ইনিংসে ছিল ২টি ছয়, ৬টি চার। শেষ দিকে রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১১ বলে ২২ করেন তেওয়াটিয়া। ১১ বলে ২৪ করে অপরাজিত থাকেন রশিদ। ৩ উইকেটে ম্যাচ জেতে টাইটান্স।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

যুবকদের ভবিষ্যৎ আর বাবা - মায়েদের স্বপ্ন বিক্রি করে দিয়েছে তৃণমূল, বললেন মোদী রাজার মতো খেললেন সিকন্দর, T20 বিশ্বকাপের আগে জিম্বাবোয়ের কাছে হার বাংলাদেশের তুরস্কে মধুচন্দ্রিমা, প্রশ্মিতাকে নিয়ে হট বেলুনে চড়লেন অনুপম রায় EPL - জমজমাট প্রিমিয়র লিগ, ট্রফির আরও কাছে সিটি, ঘাড়ে নিঃশ্বাস আর্সেনালেরও বীরভূম লোকসভা কেন্দ্র ২০২৪: একদা বাম গড়ে অগোছালো বিজেপিই ভরসা শতাব্দীর স্টার্টার থেকে মেন কোর্স, আদৃত-কৌশাম্বির রিসেপশনে এলাহি আয়োজন, মেনুতে কী কী ছিল? France বনাম Belgium ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ‘চাই না সানা বিচ্ছেদের মতো কোনও তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক’, কেন বললেন ডোনা পরমাণু বোমা বিক্রির চেষ্টায় পাকিস্তান, আর তাদের নিয়ে ভয় দেখায় কংগ্রেস: মোদী IPL 2024: বুমরাহর বলে শুধু বোকাই হলেন না, অনাকাঙ্খিত একটি রেকর্ডও জুটল নারিনের

Latest IPL News

সুনীল, সরি বরুণ… বারবার KKR স্পিনারকে সুনীল বলেই সম্বোধন করে গেলেন মুরলি কার্তিক যে ভাবে IPL-এ পারফরম্যান্স করেছি, তাতে মনে হচ্ছিল, ভালো কিছু অপেক্ষা করছে- খালিল KKR প্লে-অফে, শীর্ষে শেষ করার সম্ভাবনা কতটা? কীভাবে যেতে পারে CSK, DC, RCB, SRH? প্লে-অফ পাকা হতেই উৎসব KKR-এ, ইডেনে শেষ ম্যাচ স্মরণীয় রাখতে বিশেষ কাজ করলেন গৌতি ব্যাটাররা কিছুই করে উঠতে পারিনি- ফের হেরে রোহিত, সূর্যদের নিশানা করলেন হার্দিক ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের ১৩ বছর হয়ে পরেও বেতন দেয়নি কোচি টাস্কার্স, বিস্ফোরক ভারতের বিশ্বকাপজয়ী তারকা IPL 2024: প্লে-অফের টিকিট পাবে গুজরাট টাইটানস, আত্মবিশ্বাসী অধিনায়ক শুভমন গিল ইডেনে বুমরাহর অফ-স্টাম্পের ঠিকানা লেখা ইয়র্কার ছেড়ে দিয়ে বোল্ড নারিন- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.