বাংলা নিউজ > ক্রিকেট > রঞ্জি খেলছেন না, কোনও খবর নেই, তবে বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে কী করছেন ইশান কিষাণ?

রঞ্জি খেলছেন না, কোনও খবর নেই, তবে বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে কী করছেন ইশান কিষাণ?

ইশান কিষাণ।

সম্ভবত ২৫ বছর বয়সী কিপার-ব্যাটার ইশান কিষাণ গত কয়েক সপ্তাহ ধরে বরোদাতেই রয়েছেন। বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে তাঁকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। তবে তিনি কবে নাগাদ অ্যাকশনে ফিরবেন, সেই বিষয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

ইশান কিষাণের ভারতীয় দল থেকে বাদ পড়ার রহস্যটা আরও জটিল হচ্ছে। তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ এখন কোথায়? কী অবস্থায় রয়েছেন? কেন খেলছেন না ইশান কিষাণ? টিম ইন্ডিয়াতে কেন ফিরছেন না? এগুলো এমন প্রশ্ন, যার উত্তর মিলছে না। তবে রোহিত শর্মাদের কোচ রাহুল দ্রাবিড় সাফ জানিয়ে দিয়েছেন, ভারতীয় দলে ফিরতে হলে আগে অন্য ম্যাচ খেলতে হবে ইশান কিষাণকে। ইশান অবশ্য ঝাড়খণ্ডের হয়ে এখনও কোনও রঞ্জি ম্যাচ খেলেননি। ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন ম্যাচে ইশান কিষাণকে খেলতে দেখা যাবে বলে মনেও হচ্ছে না।

তবে সম্প্রতি ইশানকে বরোদায় অনুশীলন করতে দেখা গিয়েছে। সম্ভবত ২৫ বছর বয়সী কিপার-ব্যাটার গত কয়েক সপ্তাহ ধরে বরোদাতেই রয়েছেন। বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে তাঁকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। তবে তিনি কবে নাগাদ অ্যাকশনে ফিরবেন, সেই বিষয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও পড়ুন: কপাল পুড়ল ভারতের, রাজকোট এবং রাঁচিতে সম্ভবত পাওয়া যাবে না কোহলিকে- রিপোর্ট

কিষাণ বরোদার কিরণ মোর একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। গুজরাট শহরের ক্রিকেটারদের জন্য এটি জনপ্রিয় স্থান। এখানে তিনি পান্ডিয় ভাই অর্থাৎ হার্দিক এবং ক্রুনালের সঙ্গে অনুশীলন করছেন। ঘটনাচক্রে, হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আর ইশানও মুম্বইয়ের হয়েই আইপিএল খেলেন।

কিরণ মোরে ক্রিকবাজকে নিশ্চিত করেছেন যে, কিষাণ সত্যিই তাঁর অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) দলের সঙ্গে মুম্বইতে থাকায়, বেশি কিছু প্রকাশ করতে পারেননি।

আরও পড়ুন: জাদেজার চোটের হাল কী? আদৌ দলে ফিরতে পারবেন? ভারতের দল ঘোষণা আগে নিজেই আপডেট দিলেন তারকা অলরাউন্ডার

আসলে ইশান কিষাণকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। মানসিক স্বাস্থ্যের কারণে ইশান কিষাণ টিম ইন্ডিয়া থেকে বিরতির দাবি জানিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। এবং ইশান কিষাণকে সেই বিরতি মঞ্জুর করা হয়। এবং দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্স করেও সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ ইশান কিষাণ, এমনটাও শোনা গিয়েছে। এর পর প্রথমে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এবং পরে ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টেস্ট ম্যাচে জায়গা পাননি ইশান কিষাণ। আর এই ঘটনার পর থেকেই ইশানকে নিয়ে জল্পনা আরও তীব্র আকার নেয়।

ইশান কিষাণের টিম ইন্ডিয়াতে ফিরে আসার একমাত্র উপায় হল রঞ্জি ট্রফি খেলা। কিন্তু ৯ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের শেষ ম্যাচেও কিষাণ দলে নেই। এমন পরিস্থিতিতে তাঁর প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হয়ে উঠছে। তবে টেস্ট সিরিজে খেলার দারুণ সুযোগ পেয়েছিলেন কিষাণ। কেএস ভরত এই সময়ে রান করতে পারছেন না। ভরতের প্রস্থান নিশ্চিত। কিন্তু কিষাণের অনুপস্থিতির কারণে এখন ধ্রুব জোরেল অভিষেকের সুযোগ পেতে পারেন। রঞ্জি না খেললে, ইশান কিষাণকে এখন শুধু আইপিএলের মাধ্যমেই জাতীয় দলে প্রত্যাবর্তন করতে হবে।

ক্রিকেট খবর

Latest News

ঘোমটা মাথায় ঝরঝরে ইংরেজি বললেন গ্রাম প্রধান, চমকে উঠে হাততালি দিলেন IAS টিনা Ola Electric Scooter দেখে হতাশ গ্রাহক! লিখলেন, ‘দয়া করে এটি কিনবেন না’ ‘আমাদের প্রথম পছন্দ ও’! খারাপ সময় দাদার মতো লোকেশের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক… একবারেই ১ লাখ টাকা! প্রভিডেন্ড ফান্ডে ‘ডবল’ হল সুবিধা, আরও ১ পরিবর্তন কেন্দ্রের শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু কি হিন্দুদের জন্য, প্রশ্ন RSS ম্যাগাজিনের সম্পাদকের ‘আত্মহুতির জন্য তৈরি থাকুন, গুলি চালাতে পারে,’ আশঙ্কা মিঠুনের, পালটা দিলেন কুণাল বন্যার আশঙ্কা বাড়তেই ১০ জেলায় একঝাঁক শীর্ষ আধিকারিক পাঠাচ্ছে নবান্ন ‘শর্ট বলে আউট হয়! শট সিলেকশনও খারাপ’…অজি সিরিজে শ্রেয়সকে দেখছেন না বোর্ড কর্তা… মিলাদ উন নবির মিছিলে প্যালেস্তাইনের পতাকা, মসজিদে ছোড়া হল পাথর, গ্রেফতার বহু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.