শুভব্রত মুখার্জি:- সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনও একটি বিষয় পেলেই তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন নেটিজেনরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে এই জিনিসটি সবসময়ে পরিলক্ষিত হয়। খেলার মাঠ থেকে শুরু করে নাচ-গানের মঞ্চ কোনও কিছুই এর বাইরে নয়।
পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একের পর এক ইস্যুতে কদর্য ভাষার ব্যবহার যেন দিন দিন বেড়েই চলেছে। আর এই কদর্য আক্রমণের হাত থেকে রেহাই নেই তারকাদের পরিবারের সদস্যদেরও।যেমনটি সম্প্রতি ঘটেছে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসির সঙ্গে।
ভারতের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটের সিরিজে তিনি সূর্যকুমার যাদবকে আউট করেন। সেই উইকেটটি তিনি উদযাপন করেন এক বিশেষ পদ্ধতিতে সেলিব্রেট করে। আর তাতেই গোসা হয়েছে নেটিজেনদের একাংশের। যাদের সমস্ত রোষ গিয়ে পড়েছে শামসির স্ত্রীর উপরে। তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। আর এবার এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন শামসি।
আরও পড়ুন:- Test Team Of The Year: স্টার স্পোর্টসের বর্ষসেরা টেস্ট দল থেকে বাদ কোহলি, হতবাক ইরফানরা
ঘটনার সূত্রপাত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে। সেখানে সূর্যকুমার যাদবকে আউট করেন শামসি। এরপরেই নিজের পায়ের বুক খুলে কানে দিয়ে ফোন করার ভঙ্গিমায় 'বুট ফোন' সেলিব্রেশনে মাততে দেখা যায় তাঁকে। দ্বিতীয় টি-২০ ম্যাচে শামসি এই ঘটনা ঘটানোর পরেই সোশ্যাল মিডিয়াতে সমস্ত রোষের শিকার হন তাঁর স্ত্রী। যাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দেন নেটিজেনদের একাংশ। সেই বিষয়েই এবার মুখ খুলেছেন শামসি। ঘটনায় তিনি যে ক্ষুব্ধ এবং ব্যথিত তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'মানুষরা আমার ওই সেলিব্রেশনকে নেগেটিভভাবে নিয়েছে। তারা এটাই ভেবেছে যে ওই ধরনের সেলিব্রেশন অসম্মানজনক ছিল। কিন্তু আমি এটা নিশ্চিত করতে পারি ওই সেলিব্রেশন কাউকে ছোট করতে করা হয়নি। আমাকে এবং আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার কেরিয়ারের সবথেকে খারাপ ঘটনা এটাই। আমার একেবারেই ভালো লাগেনি জিনিসটা। একেবারে অযৌক্তিক এইসব কিছু। একজন ক্রীড়াবিদকে কেউ পছন্দ নাও করতে পারে। তাঁর প্রতি কেউ আক্রমণ করলে সেটা খুব বড় অন্যায় নয়। কিন্তু পরিবারকে জড়িয়ে নেওয়াটা ভুল।এটা অত্যন্ত বড় এক অন্যায়। এটাকে নোংরামির অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।'