'ধোনি-বিরোধী' পোস্টে বিরাট কোহলি ‘লাইক’ দেওয়ায় চটে গেলেন মাহি ভক্তদের একাংশ। বিরাটের প্রতি রীতিমতো উষ্মাপ্রকাশ করলেন তাঁরা। আর যাঁর 'ধোনি-বিরোধী' পোস্টে বিরাট ‘লাইক’ দিয়েছেন, সেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফকেও ছাড়া হয়নি। আসলে ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি যে বলে আউট হয়েছিলেন, সেটা পরিষ্কার নো-বল ছিল বলতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ টেনে আনেন কাইফ। তিনি দাবি করেন, বিরাটের বেলায় পরিষ্কার নো-বল দিলেন না তৃতীয় আম্পায়ার। অথচ ধোনির বেলায় ব্যাটের তলা দিয়ে বল যেতেও ওয়াইড দেওয়া হল। প্রযুক্তির যুগে কোনওভাবে এরকম নিম্নমানের আম্পায়ারিং মেনে নেওয়া যায় না বলে দাবি করেন কাইফ। আর সেই পোস্টেই বিরাট ‘লাইক’ দেওয়ায় ধোনি ভক্তদের একাংশ চটে গিয়েছেন।
ঠিক কী বলেছেন কাইফ?
রবিবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে বিরাটের আউটের সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। বিরাট-সহ নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন, যে বলে তিনি আউট হয়েছেন, সেটা কোমরের উপরে ছিল। সেই দলে ছিলেন কাইফও। ইনস্টাগ্রামে বিরাটের আউটের এবং ধোনির বেলার ওয়াইড দেওয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘পরিষ্কার আনপ্লেয়বল বিমারে আউট হয়ে গেলেন কোহলি। কিন্তু ধোনির ব্যাটের তলা দিয়ে যে বলটা গেল, সেটা ওয়াইড দেওয়া হল। ক্যামেরার সুবিধা, রিপ্লের সুবিধা, প্রযুক্তির সুবিধা থাকা সত্ত্বেও এরকম ভুল হচ্ছে। জঘন্য আম্পায়ারিং।’
নেটিজেনদের প্রতিক্রিয়া
ওই পোস্টের বাকি অংশ নিয়ে অনেকের কোনও মাথাব্যথা না থাকলেও ধোনির প্রসঙ্গ টেনে আনায় তাঁরা রেগে আগুন হয়ে যান। তাঁদের রোষের মুখে পড়েন কাইফ। তারইমধ্যে ওই পোস্টে ‘লাইকের’ তালিকায় বিরাটের নাম দেখা যাওয়ায় কোহলির উপর গিয়েও পড়ে রোষ। এক নেটিজেন বলেন, ‘বিরাট স্পষ্ট আউট ছিলেন। কেন কাঁদছেন?’ অপর একজন আবার কাইফকে আক্রমণ শানিয়ে বলেন, ‘প্রোফাইলের মনে হয় রিচ কমে গিয়েছিল। লাইমলাইটে থাকতে ধোনির নাম টেনে এনেছেন কাইফ।’
আরও পড়ুন: IPL 2024: বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র
বিরাটের আউট নিয়ে স্টার-স্পোর্টসের প্রতিক্রিয়া
এমনিতে বিরাটের আউট নিয়ে কাইফ উষ্মাপ্রকাশ করলেও আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে জানানো হয়েছে, নিয়ম মোতাবেক কোহলি স্পষ্টতই আউট ছিলেন। বিরাট যখন বলটা মারতে যান, তখন বলটা তাঁর কোমরের সমান উচ্চতায় ছিল। কিন্তু তিনি ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন। ফলে বিরাট ক্রিজে থাকলে বলটা কোমরের ঠিক নীচেই থাকত। স্বভাবতই নো-বল দেওয়া হয়নি। আউট হয়ে যান বিরাট। যাঁর ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।