মহম্মদ রিজওয়ানকে 'টি-টোয়েন্টির ব্র্যাডম্যান' বলে তুমুল কটাক্ষের মুখে পড়লেন শাহিন শাহ আফ্রিদি। বিষয়টি নিয়ে তুমুল হাসাহাসি শুরু করেছেন নেটিজেনদের একাংশ। একদিকে যেমন নেটিজেনদের একাংশ রিজওয়ানকে ট্রোল করেছেন, অন্যদিকে তেমনই কটাক্ষ করেছেন শাহিনকে। কয়েকজন তো বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ডন ব্র্যাডম্যানের রান হল শূন্য। সেখানে মহম্মদ রিজওয়ান করেছেন ৩,০০০ রান। গ্রেটেস্ট অফ অল টাইম (সর্বকালের সেরা)।’ অপর একজন বলেন, ‘মহম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বলছেন? এটা ২০২৪ সালের সবথেকে বড় মজার বিষয়।’
শাহিনের ‘ব্র্যাডম্যান’ টুইট
আর নেটিজেনদের একাংশ যে হাসাহাসি করছেন, সেটার সূত্রপাত হয়েছে শাহিনের একটি টুইটের পরই। সোমবার রাতের দিকে রিজওয়ানকে অভিনন্দন জানিয়ে শাহিন লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩,০০০ রান করার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান এবং পাকিস্তানের সুপারম্যান মহম্মদ রিজওয়ানকে অভিনন্দন। তুমি যে প্রভাব বিস্তার করেছ, তা খেলার রূপ পালটে দিয়েছে এবং সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। আরও এগিয়ে যাও। তুমি অনেকের কাছে অনুপ্রেরণাদায়ক।’
নেটিজেনদের প্রতিক্রিয়া
সেই টুইট দেখেই নেটিজেনদের একাংশ তুমুল কটাক্ষ করতে থাকেন শাহিন এবং রিজওয়ানকে। এক নেটিজেন বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান? সত্যি? এই পোস্টটা কি উপহাস করে করলেন শাহিন? নাকি আপনি এটা সত্যি মনে করেন?' অপর একজন বলেন, 'আমার মতে, রিজওয়ান নেহাতই পরিসংখ্যানের পিছনে দৌড়ান। আমার মতে, টি-টোয়েন্টি দলে তাঁর কোনও জায়গা নেই। উনি ৫০ ওভারের ম্যাচের জন্য উপযুক্ত খেলোয়াড়।'
আরও পড়ুন: ধোনি থেকে কার্তিক, ফ্যাফ, ঋদ্ধি- IPL 2024-এই হয়তো শেষ দেখা যাবে এক ঝাঁক তারকাকে
অপর এক নেটিজন আবার বলেন, 'ব্র্যাডম্যান? সামান্য তো লজ্জাবোধ থাকা উচিত। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও ধুঁকছেন রিজওয়ান।' উল্লেখ্য, আইপিএলের মধ্যেই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সেই সিরিজে একাধিক কিউয়ি তারকা খেলছেন না। তারপরও তিনটি ম্যাচের পরে আপাতত সিরিজের ফলাফল হল ১-১। গত রবিবার রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে ২১ বলে ২২ রান করেন রিজওয়ান। রিজওয়ানের স্ট্রাইক রেট ধরে এক নেটিজেন বলেন, ‘টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের যা গড় ছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা রিজওয়ানের স্ট্রাইক রেট।’
শাহিনকে ধন্যবাদ রিজওয়ানের
সেইসব কটাক্ষের মধ্যেই শাহিনকে ধন্যবাদ জানিয়েছেন রিজওয়ান। শাহিনের ওই ব্র্যাডম্যান টুইট নিয়ে সরাসরি কোনও জবাব না দিলেও তিনি বলেছেন, ‘আমার জন্য আরও একটি দুর্দান্ত সেলিব্রেশনের আয়োজন করার জন্য এবং পাকিস্তানের দলের তারকাদের একইসঙ্গে নিয়ে আসার জন্য শাহিন শাহ আফ্রিদিকে অত্যন্ত ধন্যবাদ। লাগাতার সমর্থনের জন্য আমার সব সতীর্থ এবং ফ্যানদের প্রতি কৃতজ্ঞ আমি। আর আমি আগেও বলেছি যে আমার আর ক্যাপ্টেন বাবর আজমের রেকর্ড একই।’
আরও পড়ুন: Yuzvendra Chahal's IPL Record: বিশ্বের প্রথম বোলার হিসেবে আইপিএলে উইকেটের ডাবল সেঞ্চুরি চাহালের