বাংলা নিউজ > ক্রিকেট > IRE vs IND: তারকারা অনুপস্থিত, তবুও ভারতের খেলা দেখার উন্মাদনা তুঙ্গে আয়ারল্যান্ডে, শেষ প্রথম দুই ম্যাচের টিকিট

IRE vs IND: তারকারা অনুপস্থিত, তবুও ভারতের খেলা দেখার উন্মাদনা তুঙ্গে আয়ারল্যান্ডে, শেষ প্রথম দুই ম্যাচের টিকিট

ডাবলিনে টিম মিটিংয়ে বুমরাহরা।

ভারত-আয়ারল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে ‘দ্য ভিলেজ’ মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে, যে স্টেডিয়ামে সরকারি ভাবে ১১,৫০০ জন দর্শক বসতে পারে। আর প্রথম দু'টি ম্যাচ দেখার জন্য সব টিকিট শেষ। তৃতীয় ম্যাচের টিকিটও শেষ হওয়ার পথে।

ভারত-আয়ারল্যান্ডের প্রথম দু'টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বিশাল লাভবান হয়েছে আয়ারল্যান্ডের ক্রিকেট সংস্থা। তারা বুঝতে পেরেছে, টিম ইন্ডিয়ার বিশ্বব্যাপী আবেদন যে কোনও নতুন ক্রিকেট বোর্ডকে আর্থিক ভাবে প্রভাব বিস্তার করতে সাহায্য করে।

ক্রিকেট আয়ারল্যান্ড তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে, ‘আয়ারল্যান্ড এবং ভারতের মধ্যে পুরুষদের প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তৃতীয় ম্যাচটির টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে।’

ভারত-আয়ারল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে ‘দ্য ভিলেজ’ মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে। যে স্টেডিয়ামে সরকারি ভাবে ১১,৫০০ জন দর্শক বসতে পারবে। আয়ারল্যান্ড ২০১৮ এবং ২০২২ সালে ডাবলিনে একই ভেন্যুত দু'টি করে ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে হোস্ট করেছিল।

আরও পড়ুন: ২০ তারিখ হতে পারে Asia Cup-এর দল ঘোষণা, সঞ্জু বাদ পড়বেন? প্রত্যাবর্তন করবেন কেএল আর শ্রেয়স?

পল স্টার্লিং-এর নেতৃত্বাধীন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লোরকান টাকার বলেছেন, তাঁরা ভারতের বিরুদ্ধে সতর্ক। এবং তাঁরা জানেন, বিশাল চ্যালেঞ্জের মুখে তাঁরা পড়তে চলেছেন। ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে টাকারের যে উদ্ধৃতি দেওয়া হয়েছে, তাতে লেখা, ‘মালাহাইড একটি বিশেষ অনুভূতি তৈরি করে, বিশেষ করে যখন একটি বড় দল শহরে আসে।’

তিনি যোগ করেছেন, ‘আমরা জানি, ভারত এখানেও ভালো সমর্থন পেতে পারে। কিন্তু এত দর্শক হবে.. যা আয়ারল্যান্ডে ক্রিকেটের জন্য খুব ভালো বিষয় হতে চলেছে। আমাদের এই টিম বড় দলের বিরুদ্ধে খেলার বিষয়ে অনেক অভিজ্ঞ হয়েছে। আমরা বিশ্বকাপে খেলেছি। আমরা এর আগেও ভারতের বিপক্ষে খেলেছি। আমরা জানি এই বড় চাপের খেলাগুলো যখন আসে, তখন কী রকম পরিস্থিতি হয়।’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে এখনও সেট হয়নি কম্বিনেশন, দ্রাবিড়ের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক জয় শাহর- রিপোর্ট

এদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সকলের নজর থাকবে জসপ্রীত বুমরাহের দিকেই। প্রায় ১১ মাস পর ফের খেলতে নামবেন ভারতের তারকা পেসার। তিনি কেমন পারফরম্যান্স করেন, তার উপরেই এশিয়া কাপ এবং বিশ্বকাপকে নিয়ে ভারতের যাবতীয় হিসেব নির্ভর করছে।

আসলে এশিয়া কাপের দল ঘোষণার আগে বুমরাহের ফিটনেস দেখে নিতে চাইছে বোর্ডের নির্বাচকেরা। আসলে বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হিসেবে তাঁকেই ব্যবহার করতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে সবই নির্ভর করছে আয়ারল্যান্ড সফরে বুমরাহ কেমন পারফরম্যান্স করছে‌ন, তার উপরে।

প্রসঙ্গত, বুমরাহ জাতীয় দলে ফিরেই নেতৃত্ব দিতে চলেছেন। তিনি প্রথম পেসার, যিনি ভারতকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চলেছেন। বুমরাহ আয়ারল্যান্ড সিরিজে ভারতের ১১তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। এর আগে ২০২০ সালে, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত টেস্ট ম্যাচে দলের অধিনায়ক ছিলেন, যেখানে তিনি দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.