টানা তৃতীয়বারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থাৎ বিসিসিআই-এর সচিব জয় শাহ। দুই বছর করে দুটি মেয়াদ পূর্ণ করেছেন জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বস হিসেবে এটি হবে তাঁর তৃতীয় মেয়াদ। এসিসি আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেছে। এশিয়া কাপ ২০২৫ নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে একটি বৈঠক চলছে। এখানেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এখানে সদস্য বোর্ডগুলো অংশ নেয়। সেখানেই নাকি জয় শাহকে তৃতীয়বারে জন্য এসিসির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই বিষয়টি নিশ্চিত করেছে। এসিসির এজিএমে সভাপতিত্ব ছাড়াও বড় ইস্যু ছিল এসিসির মিডিয়া রাইটের অধিকার। এই বিষয়েও খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। এশিয়া কাপ একটি বড় টুর্নামেন্ট, যার মিডিয়া অধিকার এই সংস্থার জন্য বিশাল আয় তৈরি করবে বলে মনে করা হচ্ছে। যার আয় এশিয়ায় ক্রিকেটের প্রচারে ব্যবহৃত হবে। এশিয়া কাপের পরের আসর এখন অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। আগের টুর্নামেন্টটি ওয়ানডে ফর্ম্যাটে খেলা হয়েছিল।
আমরা আপনাদের এটা জানিয়ে রাখি যে জয় শাহের দ্বিতীয় মেয়াদ এখনও শেষ হয়নি এবং তিনি তৃতীয় মেয়াদের জন্যও সভাপতি নির্বাচিত হয়েছেন। এটি একটি ইঙ্গিত দেয় যে নভেম্বরের কাছাকাছি আইসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে, খবর পাওয়া যাচ্ছে যে জয় শাহ এতে অংশ নিতে পারেন। একইভাবে তিনি এশিয়ার সমর্থন পেয়েছেন। জয় শাহ বর্তমানে বিসিসিআই-এর সচিব ছিলেন, যেটা ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে খুবই শক্তিশালী পদ। তিনি যদি আইসিসির চেয়ারম্যান হন, তা হবে ভারতের জন্য বড় জয়।
জয় শাহ ৩০ জানুয়ারি ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ছিলেন পাকিস্তানের নাজমুল হাসান। ২০১৯ সালের অক্টোবর থেকে জয় শাহ বিসিসিআই-এর সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি বিসিসিআইয়ের সচিবের পদ যাত্রা শুরু করেছিলেন। সেই সময়ে বিসিসিআই-এর চেয়ারম্যান হয়েছিলেন সৌরভ। কিন্তু তাঁর চেয়ার ২০২২ সালে চলে যায় এবং তারপর থেকে রজার বিনি বিসিসিআই-এর সভাপতির পদে বসেন। তবে এত পরিবর্তন হওয়ার পরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে জয় শাহের মেয়াদ অব্যাহত থাকে।