মহেন্দ্র সিং ধোনির মতোই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তাঁর অন্ধ ভক্ত। তফাৎ এটাই যে, ধোনি ফিনিশার হিসেবে ঝড় তোলেন ক্রিজে। আর তাঁর অনুরাগী কির নভগির ওপেন করতে নেমে চার-ছক্কার ফুলঝুরি ফোটালেন। মূলত কিরণ ঝড়েই খড়কুটোর মতো উড়ে গেল জোড়া জয়ে উইমেন্স প্রিমিয়র লিগ অভিযান শুরু করা মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার চলতি ডব্লিউপিএলের ষষ্ঠ লিগ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্টের খাতা খুলল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়র্জ।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইউপি ওয়ারিয়র্জ। হরমনপ্রীত কৌর এদিন মাঠে নামেননি। তাঁর বদলে মুম্বইকে নেতৃত্ব দিতে নামেন ন্যাট সিভার ব্রান্ট। মুম্বই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে।
ওপেন করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন হেইলি ম্য়াথিউজ। ক্যারিবিয়ান তারকা ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫৫ রান করে আউট হন। অপর ওপেনার যস্তিকা ভাটিয়া করেন ২২ বলে ২৬ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ন্যাট সিভার ব্রান্ট করেন ১৪ বলে ১৯ রান। তিনি ২টি চার মারেন।
১৬ বলে ২৩ রান করে ক্রিজ ছাড়েন অ্যামেলিয়া কের। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১২ বলে ১৮ রানের যোগদান রাখেন পূজা বস্ত্রকার। ৬ বলে ১৫ রান করে নট-আউট থাকেন ইসি ওং। তিনও ১টি চার ও ১টি ছক্কা মারেন। ২ বলে ৪ রান করেন সজীবন সজনা। ইউপি ওয়ারিয়র্জের হয়ে ১টি করে উইকেট নেন পাঁচ বোলার অঞ্জলি সর্বানি, গ্রেস হ্যারিস, সোফি একলেস্টোন, দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়।
পালটা ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। নিজেদের তৃতীয় ম্যাচে এই প্রথম জয়ের মুখ দেখল ওয়ারিয়র্জ। অন্যদিকে টানা ২টি জয়ের পরে এবারের উইমেন্স প্রিমিয়র লিগে প্রথম ম্যাচ হারল মুম্বই।
কিরণ নভগির ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৩১ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন। উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র ধোনির মতো বিশাল বিশাল ছক্কা হাঁকানোর উদ্দেশ্যেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন এই কিরণ।
এছাড়া মুম্বইয়ের বিরুদ্ধে ২৯ বলে ৩৩ রান করেন ইউপির অপর ওপেনার অ্যালিসা হিলি। তিনি ৫টি চার মারেন। ১৭ বলে ৩৮ রান করে নট-আউট থাকেন গ্রেস হ্যারিস। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৭ রান করেন দীপ্তি শর্মা। মুম্বইয়ের ইসি ওং ২টি ও অ্যামেলিয়া ১টি উইকেট নেন। ম্যাচের সেরা হন কিরণ।