বাংলা নিউজ > ক্রিকেট > KKR IPL 2024 Schedule: শুরুতেই গম্ভীর বনাম বিরাট! IPL-এ কবে, কোথায় ও কখন খেলবে KKR? রইল সূচি

KKR IPL 2024 Schedule: শুরুতেই গম্ভীর বনাম বিরাট! IPL-এ কবে, কোথায় ও কখন খেলবে KKR? রইল সূচি

KKR IPL 2024 Schedule: আইপিএলের শুরুতেই গম্ভীর বনাম বিরাট। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

KKR IPL 2024 Schedule: আইপিএলের প্রথম ১৭ দিনে কবে কবে খেলবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)? দেখে নিন সূচি। মোট তিনটি ম্যাচ খেলবে কেকেআর। একটি মাত্র ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। কবে সেই ম্যাচ আছে, সেটা পুরো দেখে নিন।

প্রথম ম্যাচেই মিচেল স্টার্ক বনাম প্যাট কামিন্স, দ্বিতীয় ম্যাচেই গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি- ২০২৪ সালের আইপিএলের শুরুতেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) লড়াইটা একেবারে ব্লকবাস্টার হতে চলেছে। প্রাথমিকভাবে নাইটদের তিনটি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। লোকসভা নির্বাচনের জন্য এবার পুরো আইপিএলের সূচি ঘোষণা করা হল না। প্রাথমিকভাবে প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। ওই ১৫ দিনে মোট ২১টি ম্যাচ হবে। সেগুলির মধ্যে তিনটি ম্যাচ খেলবে কেকেআর। একটি মাত্র ম্যাচ পড়েছে ইডেন গার্ডেন্সে। বাকি দুটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংদের।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সূচি (প্রথম ১৭ দিনের)

আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হবে। তৃতীয় ম্যাচেই নামতে চলেছে কেকেআর। আর সেই সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন স্টার্ক এবং কামিন্স। যে দু'জন আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড়। তাঁকে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। আর ২০.৫ কোটি টাকায় কামিন্সকে নিয়েছে সানরাইজার্স।

(২০২৪ সালের আইপিএলের পুরো সূচি দেখতে চান? ক্লিক করুন এখানে)

আর সেই ম্যাচের পরই সেই ‘মেগা লড়াই’ হবে। মুখোমুখি হবেন গম্ভীর এবং বিরাট। গতবার আইপিএলে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্ট) দু'জনের যে লড়াই হয়েছিল, তা এখনও কেউ ভুলে যাননি। তারপর কেকেআরে এসেছেন গম্ভীর। উল্লেখ্য, কেকেআরে যখন গম্ভীর খেলতেন, তখনও ম্যাচের মধ্যে বিরাটের সঙ্গে ঝামেলা হয়েছিল।

১) কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ: ২৩ মার্চ (শনিবার), সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।

২) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স: ২৯ মার্চ (শুক্রবার), সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ব্যাঙ্গালোর।

৩) দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স: ৩ এপ্রিল (বুধবার), সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ভাইজাগ।

আরও পড়ুন: IPL 2024 Schedule: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB

২০২৩ সালের আইপিএলের কেকেআরের পারফরম্যান্স

গতবারের আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৪টি ম্যাচে কেকেআরের পয়েন্ট ছিল ১২। জিতেছিল ছ'টি ম্যাচে। আটটি ম্যাচে হেরে গিয়েছিল। এমনিতে ২০২৩ সালের আইপিএলে ছিলেন না স্থায়ী অধিনায়ক শ্রেয়স। অধিনায়কত্ব করেছিলেন নীতীশ রানা। এবার অবশ্য ফিরে এসেছেন শ্রেয়স। এবার তিনিই কেকেআরের অধিনায়কত্ব করবেন। গতবারের আইপিএলের সেরা আবিষ্কার ছিলেন রিঙ্কু। 

আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে ঝামেলা না হলে আরও কয়েকটা বছর KKR-এ খেলতাম, আমার ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়ত: মনোজ তিওয়ারি

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘ফুচকাওয়ালাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে’, সিংহি পার্কের পুজো বয়কটের ডাক, এল সাফাই ‘বর্তমানেই থাকি, কালকের কথা ভাবি না’! সাফল্যের মন্ত্র জানালেন বিশ্বকাপজয়ী তারকা… ষষ্ঠীর বিকেল ভিজবে বৃষ্টিতে, এরপর সপ্তমীতেও উত্তর-দক্ষিণ মিলিয়ে ১০ জেলায় সতর্কতা ৫০০ কোটির জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর আবার ‘রোডিজ’-এ ফিরছেন রিয়া! উৎসবের মরশুমে ইলিশ মাছে কতটা মেশানো হচ্ছে ফরমালিন? অভিযানে নামল স্বাস্থ্য দফতর খুনের কেসে ফাঁসানো হয়েছে লোকনাথকে! মিসিং লিঙ্ক খুঁজে বের করতে পারবেন অনির্বাণ? হাজার হাজার চাকরি খাবে স্যামসাং! কতটা চাপে পড়বে ভারত প্রথম ইনিংসে ধস, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া পুলিশের সামনেই সপাটে চড় বিধায়ককে, পরে পেটালেন আরও ১ জন, পালটা জুটল মার- ভিডিয়ো একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের, পাত্তা দিতে নারাজ নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.