লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচের পরে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপের তালিকায় কি কোনও পরিবর্তন এসেছে? কমলা টুপি ও বেগুনি টুপির দৌড়ের সর্বশেষ অবস্থা কী?
আইপিএল ২০২৪-এর ১১তম ম্যাচের পরে চলুন দেখে নেওয়া যাক অরেঞ্জ ক্যাপের সর্বশেষ তালিকা-
এদিনের ম্যাচের পরেও অরেঞ্জ ক্যাপটি রয়েছে বিরাট কোহলির দখলে। ৩ ম্যাচের পরে তাঁর সংগ্রহে রয়েছে ১৮১ রান। ১৪১.৪০ স্ট্রাইক রেটে ও ৯০.৫০এর গড়ে তিনি এখনও রান করে চলেছেন। কোহলির পরেই রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এনরিখ ক্লাসেন। ২ ম্যাচের শেষে তাঁর ঝুলিতে রয়েছে ১৪৩ রান। ১৪৩ এর গড়ে ২২৬.৯৮ স্ট্রাইক রেটে এই স্কোরটি তিনি এখনও করেছেন। তালিকার তিন নম্বর উঠে এসেছেন শিখর ধাওয়ান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫০ বলে ৭০ রানের ইনিংস খেলার পরে এবারের আইপিএল-এ তাঁর ব্যাক্তিগত স্কোর হয়েছে ১৩৭ রান। ৪৫.৬৭ গড়ে ১৩৩ স্ট্রাইক রেটে তিনি এই রানটি করেছেন। রিয়ান পরাগ এই তালিকার চার নম্বরে রয়েছেন। দুই ম্যাচ খেলে তিনি এখনও ১২৭ রান করেছেন। এদিনের লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচে ২১ বলে ৪২ রান করার ফলে এই তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন নিকোলাস পুরান। দুই ম্যাচে তাঁর ব্য়াট থেকে এসেছে ১০৬ রান।
আইপিএল ২০২৪-এর ১১তম ম্যাচের পরে চলুন দেখে নেওয়া যাক পার্পল ক্যাপের সর্বশেষ তালিকা-
এবার যদি পার্পল ক্যাপের কথা বলি, আইপিএল ২০২৪-এর ১১তম ম্যাচের পরে তালিকার চার নম্বরে উঠে এসেছেন স্যাম কারান। এদিন তিনি ৩ উইকেট শিকার করেছেন এবং এর ফলে ৩ ম্যাচের শেষে তাঁর সংগ্রহ ৩ উইকেট। তবে এদিন রাবাদা এক উইকেট শিকার করায় তালিকার তিন নম্বরে উঠে এসেছেন। তিন ম্যাচের তাঁর সংগ্রহ চার উইকেট। আর্শদীপও এদিন একটি উইকেট শকার করেছেন, এর ফলে তিন ম্যাচে চার উইকেট নিয়ে তিনি তালিকার ছয় নম্বরে রয়েছেন। পাঁচ নম্বর স্থানটি আন্দ্রে রাসেলের দখলে রয়ছে। তবে এই তালিকার শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। তাঁর দখলে রয়েছে ২ ম্যাচে ৬ উইকেট। এপই রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা। ২ ম্যাচের পরে তাঁর পকেটে রয়েছে ৫ উইকেট। তবে এই তালিকায় সব থেকে বড় জাম্পটা দিয়েছেন মায়াঙ্ক যাদব। আইপিএল ২০২৪-এর ১১তম ম্যাচে তিন উইকেট নিয়ে তালিকার ৯ নম্বরে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন… Ronaldo vs Messi: হচ্ছে না মেসি বনাম রোনাল্ডোর লড়াই! Al-Nassr কোচ জানালেন খেলবেন না CR7
লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কেমন হয়েছিল?
আইপিএল ২০২৪ এর ১১ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস। এই ম্যাচটি ৩০ মার্চ লখনউয়ের একনা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক নিকোলাস পুরান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস স্কোর বোর্ডে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে।
দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি'কক। ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কার সাহায্যে তিনি এই রানটি তোলেন। এই ম্যাচে নিকোলাস পুরান (৪২) এবং ক্রুণাল পান্ডিয়া (৪৩*) গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পঞ্জাব কিংসের হয়ে স্যাম কারান ৪ ওভারে ২৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন।
লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্জাব কিংস দল ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭৮ রান করতে সক্ষম হয়। এর ফলে এদিনের ম্যাচটি লখনউ ২১ রানে জয়ী হয়। পঞ্জাব কিংসের হয়ে অধিনায়ক শিখর ধাওয়ান ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে মায়াঙ্ক যাদব ৪ ওভার ব করে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এদিনের ম্যাচে মহসিন খান নিয়েছেন ২ উইকেট।