সাধারণত টিম ইন্ডিয়ার ম্যাচ চলাকালীন ঋষভ পন্ত উইকেটের পিছনে থাকেন এবং উইকেটের পিছন থেকে বোলার ও ফিল্ডারদের উৎসাহ দিতে থাকেন। সেই সময়ে তিনি বোলিং করতে আসা রবিচন্দ্রন অশ্বিনকেও অনেক সময়ে উৎসাহ দিয়েছেন। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচের আগের দিন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। এখানে রবিচন্দ্রন অশ্বিন উইকেটের আড়াল থেকে ঋষভ পন্তকে উৎসাহ দিচ্ছিলেন। আর সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন… IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা জানাল বিরাট কোহলির দল
আপনি হয়তো ভাবছেন যে রবিচন্দ্রন অশ্বিন কি আবার উইকেটকিপিং শুরু করে দিয়েছেন নাকি? আরে না, আসলে এই দৃশ্যটি জয়পুরে দিল্লি ক্যাপিটলসের অনুশীলনের সময়। সেই সময়ে এমন দৃশ্য দেখা গিয়েছিল। আসলে চলতি আইপিএল-এর নবম ম্যাচে জয়পুরে দিল্লি ক্য়াপিটলসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস, তার জন্যই জয়পুরের মাঠে অনুশীলন করছিলেন ঋষভ পন্ত, আর সেখানে উপস্থিত হয়েছিলেন রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক যখন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন, তখন নেটের পিছন থেকে ঋষভ পন্তকে উথসাহ দিচ্ছিলেন অশ্বিন। তিনি তখন নেটের পিছন থেকে বলতে থাকেন, ‘কাম অন ঋষভ- কাম অন ঋষভ’। সেই সময়ে অশ্বিনকে এমনটা করতে দেখে ফেলেন দিল্লি ক্যাপিটলসের কোচ রিকি পন্টিং। এই দৃশ্য দেখে তিনি বেশ উপভোগ করতে থাকেন।
আরও পড়ুন… এলিস, হার্ডি সহ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা
ভিডিয়ো পোস্ট করেছে রাজস্থান
এই ঘটনার ভিডিয়োটি রাজস্থান রয়্যালস তাদের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে। ভিডিয়োর শুরুতে লেখা হয়েছে ঋষভ পন্ত বরাবরই এমন করে আসছেন। তখন ঋষভের আওয়াজ আসে, কাম অন অ্যাশ, কাম অন অ্যাশ। এর পরে ভিজ্যুয়াল আসে এবং আর অশ্বিন ঋষভ পন্তের পিছনে যান যিনি নেটে অনুশীলন করছিলেন। এখান থেকে অশ্বিন বলেন ‘কাম অন ঋষভ, কাম অন ঋষভ।’ তিনি আরও বলেন, ‘খেলতে থাকো বন্ধু।’ এদিকে, পন্ত সেই কথা শুনে নেটে একটি বড় হিট মারেন। যা দেখে অশ্বিন তার প্রশংসা করতে শুরু করেন। তারপর বলে সে একটা ছক্কা মেরেছে। এর পর হাসতে হাসতে নেট থেকে বেরিয়ে আসেন ঋষভ পন্ত।
ঘটাটি উপভোগ করেছেন পন্টিংও
এই সময় দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংও সেখানে উপস্থিত ছিলেন। তিনি মজা করে অশ্বিনকে ম্যাচ চলাকালীন তার জন্য উইকেটকিপিং করতে বলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার এবারের আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ঋষভ পন্তরা। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মুলানপুর স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল। তবে তখন বিশেষ কিছু করতে পারেননি পন্ত। এমন পরিস্থিতিতে, দিল্লি ক্যাপিটালস আশা করবে যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঋষভ পন্ত তার উগ্র অবতারে উপস্থিত হবেন এবং এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খুলবে।