খারাপ সময় অব্যাহত পাকিস্তান ক্রিকেটের! বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হার থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে হার। লাগাতার ব্যর্থতার মুখোমুখি হচ্ছে গোটা দল। তবে ফের নতুন করে এক চাপ সৃষ্টি হল পাক শিবিরে। গ্রান্ট ব্র্যাডবার্ণের পর এবার মিকি আর্থার ও অ্যান্ড্রু পুটিক ইস্তফা দিলেন নিজেদের পদ থেকে। এমনটি ঘোষণা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছেন যে জানুয়ারি মাস শেষ হলে দুজনকে দেখা যাবে না এই পদে।
সদ্য শেষ হওয়া ২০২৩ বিশ্বকাপে একেবারেই ভালো ফল করতে পারেনি পাকিস্তান। দেশে কাপ আনার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, বাবর আজমদের ফিরতে হয়েছিল খালি হাতে। গ্রুপ পর্বের ৯টি ম্যাচের মধ্যে তারা জিততে পেরেছিল মাত্র ৪টিতে এবং বাকিগুলোতে হারের মুখ দেখতে হয়। এমনকী বহু ম্যাচ জয়ের দোরগোড়ায় এসেও হারতে হয়েছিল তাদের। এরপরই প্রাক্তন তারকাদের কটাক্ষের শিকার হতে হয় গোটা দলকে। সেই সময়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৎকালীন টিম ডিরেক্টর মিকি আর্থার এবং ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক। তবে অবশেষে তাঁরা নিয়ে নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। ইস্তফা দিলেন নিজেদের পদ থেকে।
এই আর্থারই ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচের পর প্রশ্ন তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন আমদাবাদে তিনি কোনও পাকিস্তান সমর্থককে দেখতে পাননি। এমনকী কোনও স্লোগানও শুনতে পাননি। এবার সেই আর্থারই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।
পিসিবির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'গ্রান্ট ব্র্যাডবার্ণ, মিকি আর্থার এবং অ্যান্ড্রু পুটিক, তিনজনেই নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। জানুয়ারি মাস শেষ হলেই তারা নিজেদের পদ থেকে সরে দাঁড়াবেন। এই সিদ্ধান্ত স্টেকহোল্ডারদের তরফ থেকে নেওয়া হয়েছে।' প্রসঙ্গত, মিকি আর্থারকে ডার্বিশায়েরের হেড কোচের ভূমিকা পালন করতে থাকবেন, ব্র্যাডবার্ণ গ্লামারগণের সঙ্গে তিন বছরের একটি চুক্তিতে গিয়েছেন। তিনি হবেন দলের নতুন হেড কোচ। অন্যদিকে, পুটিককে নির্বাচিত করা হয়েছে আফগানিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে।
উল্লেখ্য, এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। ইতিমধ্যেই প্রথম তিনটি ম্যাচে জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে পাকিস্তান। এদিন ফের অর্ধশতরান করেন বাবর আজম (৫৮)। ম্যাচের সেরা হন ফিন অ্যালেন। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা পাকিস্তান। জানা যাবে শীঘ্রই।